টোকিয়ো, 29 অগস্ট : চলতি প্যারালিম্পিকসে দ্বিতীয় পদক এল ভারতের ঘরে ৷ T46 হাইজাম্পে রুপো জিতলেন নিশাদ কুমার ৷ এরই সঙ্গে হাইজাম্পে নতুন এশিয়ান রেকর্ডও গড়লেন তিনি ৷ এই নিয়ে জাতীয় ক্রীড়া দিবসে প্যারালিম্পিকস থেকে দু‘টি পদক এল ভারতের ঘরে ৷ সকালে মেয়েদের টেবিল টেনিস সিঙ্গলসে রুপো জেতেন ভাবিনা প্যাটেল ৷ এরপর হাইজাম্পেও রুপো জিতলেন ভারতীয় অ্যাথলিট ৷
রবিবার পুরুষদের হাইজাম্পে T46/47 ক্যাটাগরিতে নামেন নিশাদ কুমার ৷ ফাইনালে 2.06 মিটার জাম্প দেন তিনি ৷ এশিয়ান রেকর্ড গড়ে ফাইনালের দ্বিতীয় স্থানে শেষ করে রুপোর পদক জেতেন ৷ আরও এক ভারতীয় রাম পাল পঞ্চম স্থানে শেষ করেছেন ৷ তিনি 1.94 মিটার লাফ দেন ৷ নিশাদের সঙ্গে যুগ্মভাবে রুপো জিতেছেন আমেরিকার ডালাস ওয়াইজ ৷ আর 2.15 মিটার জাম্প দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে সোনার পদক জিতেছেন আমেরিকার রড্রিক টাউনসেন্ড ৷
আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : জাতীয় ক্রীড়া দিবসে 3নং পদক, ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জয় বিনোদ কুমারের
রুপোজয়ী এই হাইজাম্পারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটারে তিনি লেখেন, "টোকিয়ো থেকে দারুণ খবর এসেছে ৷ নিশাদ কুমার পুরুষদের হাইজাম্পে রুপোর পদক জিতেছেন ৷ দারুণ স্কিলযুক্ত অসাধারণ অ্যাথলিট তিনি ৷ তাঁকে অনেক শুভেচ্ছা ৷" 2019 সালে বিশ্ব প্যারাঅ্যাথলেটিক্স গ্রাঁ পিঁ-তে 2.05 মিটার জাম্প দিয়ে সোনার পদক জিতেছিলেন নিশাদ ৷ সেই পারফরম্যান্সের জোরেই টোকিয়ো প্যারালিম্পিকসের ছাড়পত্র পান তিনি ৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে করোনা আক্রান্ত হয়েছিলেন নিশাদ ৷ মহামারির কবল থেকে বেরিয়ে টোকিয়ো প্যারালিম্পিকসের জন্য দারুণভাবে নিজেকে প্রস্তুত করেছেন ৷ তারই সুফল পেলেন নিশাদ ৷