ETV Bharat / sports

কোরোনা মুক্ত নিউজ়িল্যান্ড, রাগবি ম্যাচ দেখতে 20 হাজার দর্শকের ভিড় - নিউজ়িল্যান্ডে ফিরল রাগবি

কোরোনার কবল থেকে পুরোপুরি মুক্ত নিউজ়িল্যান্ড ৷ তাই বিনা দ্বিধায় স্টেডিয়ামে রাগবি ম্যাচ দেখলেন 20 হাজার দর্শক ৷

কোরোনা মুক্ত নিউজ়িল্যান্ড, ম্যাচ দেখতে 20 হাজার দর্শকের ভিড়
কোরোনা মুক্ত নিউজ়িল্যান্ড, ম্যাচ দেখতে 20 হাজার দর্শকের ভিড়
author img

By

Published : Jun 14, 2020, 1:17 PM IST

অকল্যান্ড, 14 জুন: হইহুল্লোড়, পার্টি আর সেলিব্রেশন ৷ প্রিয় দলের উৎসাহ বাড়াতে বন্ধুবান্ধবদের নিয়ে মাঠে জমায়েত ৷ পছন্দের খেলোয়াড়কে চোখের সামনে থেকে দেখা ৷ কোরোনা আক্রান্ত বিশ্বে এসব যেন স্বপ্ন ৷ তবে সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় ৷ বিশ্বের বাকি দেশগুলি যখন কোরোনার বিরুদ্ধে যুঝছে তখন অন্যরকম পরিস্থিতি নিউজ়িল্যান্ডে ৷ ছবির মতো দেশটি এখন কোরোনা ভাইরাসের কবল থেকে পুরোপুরি মুক্ত ৷ তাই দর্শকদের কোলাহলে খেলার মাঠগুলিও হয়ে উঠেছে প্রাণবন্ত ৷ সম্প্রতি নিউজ়িল্যান্ডে শুরু হয়েছে পেশাদার রাগবি টুর্নামেন্ট ৷ কয়েক হাজার দর্শকের সমাবেশে তিন মাস পর নিউজ়িল্যান্ডে ফিরল খেলাধুলো ৷

তিন মাস পর ফোর্সিথ ব্রোর স্টেডিয়ামে রাগবি ম্যাচ দেখতে পৌঁছেছিল দর্শকরা ৷ কিন্তু তাদের দেখে একবারের জন্যও মনে হয়নি যে বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণ চলছে ৷ বিনা মাস্কে, নির্ভয়ে স্টেডিয়ামে ভিড় করেছিলেন দর্শকরা ৷ ছিল না সামাজিক দূরত্বের বালাই ৷ ম্যাচে মুখোমুখি হয়েছিল স্থানীয় টিম হাইল্যান্ডস এবং হ্যামিল্টন ৷ হাইল্যান্ড ম্যাচ জিতেছে 28-27 ব্যবধানে ৷ এদিকে সুপার রাগবিতেও নিউজ়িল্যান্ডের পাঁচটি টিম রয়েছে ৷ অস্ট্রেলিয়াতেও 3 জুলাই থেকে রাগবি ফিরছে ৷ আন্তর্জাতিক রাগবি ম্যাচে খুব শীঘ্রই দেখা হবে দুটি দলের ৷

স্টেডিয়াম ভরতি দর্শক
স্টেডিয়াম ভরতি দর্শক

22 হাজার দর্শক বিশিষ্ট ফোর্সিথ ব্রোর স্টেডিয়ামে পৌঁছেছিল 20 হাজার দর্শক ৷ ম্যাচ চলাকালীন অস্বস্তিকর ঘটনাও ঘটতে দেখা গেছে ৷ দেশে খেলাধুলো ফেরার আনন্দে এক যুবক নগ্ন হয়ে মাঠে দৌড়াতে শুরু করেন ৷ যদিও নিরাপত্তারক্ষীরা তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যায় ৷ যেখানে গোটা বিশ্ব মাস্কে মুখ ঢেকেছে সেখানে নিউজ়িল্যান্ডে বিনা শর্তে খেলার মাঠে ভিড় জমাচ্ছে সমর্থকরা ৷ ঠিক আগের মতোই ৷

অকল্যান্ড, 14 জুন: হইহুল্লোড়, পার্টি আর সেলিব্রেশন ৷ প্রিয় দলের উৎসাহ বাড়াতে বন্ধুবান্ধবদের নিয়ে মাঠে জমায়েত ৷ পছন্দের খেলোয়াড়কে চোখের সামনে থেকে দেখা ৷ কোরোনা আক্রান্ত বিশ্বে এসব যেন স্বপ্ন ৷ তবে সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় ৷ বিশ্বের বাকি দেশগুলি যখন কোরোনার বিরুদ্ধে যুঝছে তখন অন্যরকম পরিস্থিতি নিউজ়িল্যান্ডে ৷ ছবির মতো দেশটি এখন কোরোনা ভাইরাসের কবল থেকে পুরোপুরি মুক্ত ৷ তাই দর্শকদের কোলাহলে খেলার মাঠগুলিও হয়ে উঠেছে প্রাণবন্ত ৷ সম্প্রতি নিউজ়িল্যান্ডে শুরু হয়েছে পেশাদার রাগবি টুর্নামেন্ট ৷ কয়েক হাজার দর্শকের সমাবেশে তিন মাস পর নিউজ়িল্যান্ডে ফিরল খেলাধুলো ৷

তিন মাস পর ফোর্সিথ ব্রোর স্টেডিয়ামে রাগবি ম্যাচ দেখতে পৌঁছেছিল দর্শকরা ৷ কিন্তু তাদের দেখে একবারের জন্যও মনে হয়নি যে বিশ্বজুড়ে কোরোনা সংক্রমণ চলছে ৷ বিনা মাস্কে, নির্ভয়ে স্টেডিয়ামে ভিড় করেছিলেন দর্শকরা ৷ ছিল না সামাজিক দূরত্বের বালাই ৷ ম্যাচে মুখোমুখি হয়েছিল স্থানীয় টিম হাইল্যান্ডস এবং হ্যামিল্টন ৷ হাইল্যান্ড ম্যাচ জিতেছে 28-27 ব্যবধানে ৷ এদিকে সুপার রাগবিতেও নিউজ়িল্যান্ডের পাঁচটি টিম রয়েছে ৷ অস্ট্রেলিয়াতেও 3 জুলাই থেকে রাগবি ফিরছে ৷ আন্তর্জাতিক রাগবি ম্যাচে খুব শীঘ্রই দেখা হবে দুটি দলের ৷

স্টেডিয়াম ভরতি দর্শক
স্টেডিয়াম ভরতি দর্শক

22 হাজার দর্শক বিশিষ্ট ফোর্সিথ ব্রোর স্টেডিয়ামে পৌঁছেছিল 20 হাজার দর্শক ৷ ম্যাচ চলাকালীন অস্বস্তিকর ঘটনাও ঘটতে দেখা গেছে ৷ দেশে খেলাধুলো ফেরার আনন্দে এক যুবক নগ্ন হয়ে মাঠে দৌড়াতে শুরু করেন ৷ যদিও নিরাপত্তারক্ষীরা তাকে ধরে মাঠের বাইরে নিয়ে যায় ৷ যেখানে গোটা বিশ্ব মাস্কে মুখ ঢেকেছে সেখানে নিউজ়িল্যান্ডে বিনা শর্তে খেলার মাঠে ভিড় জমাচ্ছে সমর্থকরা ৷ ঠিক আগের মতোই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.