ঘানা, 6 এপ্রিল : অস্কারের মঞ্চের চড়-বিতর্কের রেশ এখনও চলছে ৷ এবার তেমনই এক ঘটনা সামনে এল ৷ তবে আর বিনোদন নয় এবারের ঘটনা খেলা জগতের ৷ হারের জ্বালা সহ্য করতে না পেরে প্রতিপক্ষকে ঠাঁটিয়ে চড় মারল এক টেনিস খেলোয়াড় ৷ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের জুনিয়র স্তরের একটি টুর্নামেন্টের ঘটনা ৷ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়ো Tennis Player Slaps Opponent After Losing Match in TGF ITF Junior Tournament) ৷ জানা গিয়েছে, ঘটনাটি পশ্চিম আফ্রিকার ঘানার ৷
ম্যাচ শেষে ফ্রান্সের বছর 15’র টেনিস খেলোয়াড় মাইকেল কুয়াম প্রতিপক্ষ ঘানার রাফায়েল নি আঁকরাহকে চড় মারে ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে দুই খেলোয়াড় হাত মেলানোর জন্য এগিয়ে আসে ৷ অভিযুক্ত ফ্রান্সের মাইকেল কুয়াম নেটের সামনে অপেক্ষা করছিল প্রতিপক্ষ খেলোয়াড়ের ৷ ঘানার রাফায়েল নি আঁকরাহ এগিয়ে গিয়ে হাত মেলাতেই, তাকে সপাটে চড় মারে মাইকেল ৷ কোর্টে সেই সময় উপস্থিত দর্শকরা সেই দৃশ্য় ক্যামেরাবন্দি করে ফেলেন ৷ আর মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায় ৷
আরও পড়ুন : Korea Open: পিছিয়ে পড়েও কোরিয়া ওপেনে জয় দিয়ে শুরু লক্ষ্যর
-
Number 1 seeded player Michael Kouame from France 🇫🇷 slaps Raphael Nii Ankrah 🇬🇭 after losing in the ongoing TGF ITF jnrs world tour at the Accra sports stadium pic.twitter.com/pj4WjfifXZ
— KENNETH KWESI GIBSON 🎾 (@Kwesi_Gibson) April 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Number 1 seeded player Michael Kouame from France 🇫🇷 slaps Raphael Nii Ankrah 🇬🇭 after losing in the ongoing TGF ITF jnrs world tour at the Accra sports stadium pic.twitter.com/pj4WjfifXZ
— KENNETH KWESI GIBSON 🎾 (@Kwesi_Gibson) April 4, 2022Number 1 seeded player Michael Kouame from France 🇫🇷 slaps Raphael Nii Ankrah 🇬🇭 after losing in the ongoing TGF ITF jnrs world tour at the Accra sports stadium pic.twitter.com/pj4WjfifXZ
— KENNETH KWESI GIBSON 🎾 (@Kwesi_Gibson) April 4, 2022
মঙ্গলবারের ঘটনায় ভিডিয়োটি পোস্ট হওয়া মাত্র প্রাথমিকভাবে সেটি ফানশানাল টেনিস পডকাস্টের তরফে শেয়ার করা হয় ৷ আর সেখানে পোস্ট করে লেখা হয়, খুব দ্রুত ভিডিয়োটি সরিয়ে দেওয়া হবে ৷ কিন্তু, আক্রান্ত টেনিস খেলোয়াড়ের কোচ ভিডিয়োটি নিয়ে টুইটারে শেয়ার করে দেন ৷ ভিডিয়োটি এতটাই ভাইরাল হয়েছে যে, কয়েকঘণ্টায় সেটি 7.38 লক্ষ মানুষ টুইটারে দেখেছে ৷ প্রসঙ্গত, ফ্রান্সের মাইকেল কুয়ামে টুর্নামেন্টের শীর্ষ বাছাই ছিল ৷ কিন্তু, প্রথম রাউন্ডেই ঘানার প্রতিপক্ষের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ৷ ম্যাচের ফল 6-2, 6-7, 7-6 ৷