নয়াদিল্লি, 16 মে : কনসাস বিশ্ববিদ্যালয়ের হয়ে পুরুষ বিভাগে হাইজাম্প টাইটেল জিতলেন ভারতের তেজস্বীন শঙ্কর ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে সবচেয়ে বড় 12টি ফিল্ড চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল ৷ শনিবারের এই প্রতিযোগিতায় তেজস্বীন শঙ্কর হাইজাম্পে সোনা জিতেছেন ৷ তিনি বার থেকে 2.28 মিটার উচ্চতা দিয়ে লাফ দেন ৷
তবে, এই প্রচেষ্টা সত্ত্বেও টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি ৷ কারণ টোকিও অলিম্পিকে যেতে হলে তেজস্বীন শঙ্করকে বার থেকে 2.33 মিটার উচ্চতায় লাফাতে হত ৷ এর আগে তেজস্বী শঙ্কর 2019 সালে পুরুষ হাইজাম্প টাইটেল জিতেছিলেন ৷ 2020 সালে এই প্রতিযোগিতা করোনার কারণে বাতিল হয়ে গিয়েছিল ৷ দিল্লির এই হাইজাম্প অ্যাথলিট কনসাস বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পড়াশোনা করছিলেন ৷ 2017 সালে তিনি 4 বছরের অ্যাথলিট স্কলারশিপ পেয়েছিলেন ৷
-
TJ to the moon 🚀
— K-State Track (@KStateTFXC) May 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🛸 🌎 ° 🌓 • .°• 🚀 ✯ @TejaswinShankar
★ * ° 🛰 °· 🪐
. • ° ★ • ☄ pic.twitter.com/atTexyXRCI
">TJ to the moon 🚀
— K-State Track (@KStateTFXC) May 15, 2021
🛸 🌎 ° 🌓 • .°• 🚀 ✯ @TejaswinShankar
★ * ° 🛰 °· 🪐
. • ° ★ • ☄ pic.twitter.com/atTexyXRCITJ to the moon 🚀
— K-State Track (@KStateTFXC) May 15, 2021
🛸 🌎 ° 🌓 • .°• 🚀 ✯ @TejaswinShankar
★ * ° 🛰 °· 🪐
. • ° ★ • ☄ pic.twitter.com/atTexyXRCI
আরও পড়ুন : অলিম্পিকের প্রস্তুতিতে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিল ভারতীয় শুটিং দল
তেজস্বীন শঙ্কর মার্চ মাসে ফেডারেশন কাপ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নেননি ৷ কারণ ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের ইন্ডোর সেশনের সঙ্গে সেই তারিখ ক্ল্যাশ করছিল ৷