কলকাতা, 23 এপ্রিল : "মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডানের থেকে পাওয়া যে কোনও সম্মানই সেরা।" শনিবার শতাব্দীপ্রাচীন মহমেডান স্পোর্টিং ক্লাবের ইফতার পার্টিতে সংবর্ধিত হয়ে জানালেন 'দ্রোণাচার্য' সৈয়দ নঈমুদ্দিন ৷ শান-ই-মহমেডান সম্মানে ভূষিত করা হল বর্ষীয়ান কোচ এবং ফুটবলারকে (Syed Nayeemuddin honoured by Shan-e-Mohammedan award) ৷ একই অনুষ্ঠানে সম্মানিত করা হল প্রাক্তন ফুটবলার মহম্মদ ফরিদকেও ৷
শুক্রবার মহামেডানের দাওয়াত-ই ইফতারের অনুষ্ঠানে দুই ফুটবল ব্যক্তিত্বের সম্মান প্রদান বাড়তি মাত্রা যোগ করেছিল (Mohammedan Sporting Club arranged Dawat-e-Iftar on Saturday) । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মহানাগরিক ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায় এবং মহমেডান ক্লাবের শীর্ষকর্তারা। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন, সমাগম হয়েছিল প্রাক্তন ফুটবলারদেরও ৷
আরও পড়ুন : মহীতোষের দুরন্ত গোলে সন্তোষে সেমির পথে বাংলা
উপস্থিত ছিলেন রহিম নবি, গোপাল দাস, নাসিম আখতারের মত প্রাক্তনীরা ৷ আইলিগে ভাল জায়গায় রয়েছে দল ৷ শক্তিশালী দল গড়ে ট্রফি জয়কে পাখির চোখ করছেন কর্তারা। সব দিক থেকেই হৃতসম্মান পুনরুদ্ধারই লক্ষ্য সাদা-কালো শিবিরের ৷ শনিবারের অনুষ্ঠানে যেন তারই ঝিলিক।