ETV Bharat / sports

টোকিয়ো অলিম্পিকসের ছাড়পত্র পেলেন বাংলার মেয়ে সুতীর্থা - sutrirtha mukherjee qualify for tokyo olympics

বয়স বিতর্কে একটা সময় জাতীয় টেবিল টেনিস ফেডারেশন সুতীর্থাকে নিষিদ্ধ করেছিল ৷ সেখান থেকে 2018 সালে প্রথমবার সিনিয়র জাতীয় চ্যাম্পিয়ন হন সুতীর্থা ৷

sutrirtha mukherjee
sutrirtha mukherjee
author img

By

Published : Mar 19, 2021, 7:10 AM IST

কলকাতা, 19 মার্চ : টোকিয়ো অলিম্পিকসের ছাড়পত্র পেলেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ৷ দেশের এক নম্বর মহিলা টেবিল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রাকে হারিয়ে টোকিয়ো যাওয়ার পথ পরিষ্কার করেছেন তিনি ৷ এই প্রথমবার অলিম্পিকসের জন্য যোগ্যতা অর্জন করলেন নৈহাটির সুতীর্থা ৷

দোহায় এশিয়ান অলিম্পিকস কোয়ালিফিকেশন মিটে বৃহস্পতিবার মণিকাকে 4-2 ব্যবধানে হারিয়ে দেন সুতীর্থা ৷ অলিম্পিকসে যোগ্যতা অর্জনের জন্য দক্ষিণ এশিয়া গ্রুপে ভারত থেকে ছিলেন বিশ্বের 62 নম্বর টিটি তারকা মণিকা এবং 95 নম্বরে থাকা সুতীর্থা ৷ বৃহস্পতিবারের ম্যাচটা ছিল অলিম্পিকসে ছাড়পত্র পাওয়ার ম্যাচ ৷ যদিও মণিকার বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি সুতীর্থার ৷ ওপেনিং রাউন্ডেই 7-11 ব্যবধানে পিছিয়ে পড়েন ৷ কিন্তু পরে দুরন্তভাবে ঘুরে দাঁড়ান (11-7, 11-4) ৷ আর তাতেই বাজিমাত করেন বাংলার টিটি তারকা সুতীর্থা ৷

আরও পড়ুন : খেলোয়াড় তৈরিতে মগ্ন আশির ভারতী

বয়স বিতর্কে একটা সময় জাতীয় টেবিল টেনিস ফেডারেশন সুতীর্থাকে নিষিদ্ধ করেছিল ৷ সেখান থেকে 2018 সালে প্রথমবার সিনিয়র জাতীয় চ্যাম্পিয়ন হন সুতীর্থা ৷ সেবছরই কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা টিটি দলের অংশ ছিলেন তিনি ৷ সাফল্য বজায় রেখে 25 বছরের সুতীর্থা এবার অলিম্পিকসের মঞ্চে ৷ প্রথমবারের জন্য ৷

এদিকে হারলেও ক্রমতালিকায় একনম্বরে থাকার সুবাদে মণিকা অলিম্পিকসের ছাড়পত্র পেয়েছেন ৷ এই দুজন মহিলা টেবিল টেনিস খেলোয়াড়ের সঙ্গেই টোকিয়োর বিমান ধরবেন শরৎ কমল এবং সাথিয়ান গণশেখরণ ৷ টোকিয়োর ছাড়পত্র পেতে হলে প্রতিপক্ষ পাকিস্তানের রামিজ মহম্মদকে হারাতেই হত শরৎকে ৷ 4-0 (11-4, 11-1, 11-5, 11-4) ব্যবধানে মাত্র 23 মিনিটেই ম্যাচ পকেটে পোরেন তিনি ৷ 2004 সালে এথেন্স অলিম্পিকস, বেজিং অলিম্পিকস ও 2016-তে রিও-র পর তৃতীয়বারের জন্য অলিম্পকসের মঞ্চে যাচ্ছেন শরৎ ৷ তাঁর কথায়, "দারুণ অনুভূতি হচ্ছে ৷ এই 38 বছরেও নিজেকে সবচেয়ে বেশি ফিট বলে মনে হচ্ছে ৷"

কলকাতা, 19 মার্চ : টোকিয়ো অলিম্পিকসের ছাড়পত্র পেলেন বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায় ৷ দেশের এক নম্বর মহিলা টেবিল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রাকে হারিয়ে টোকিয়ো যাওয়ার পথ পরিষ্কার করেছেন তিনি ৷ এই প্রথমবার অলিম্পিকসের জন্য যোগ্যতা অর্জন করলেন নৈহাটির সুতীর্থা ৷

দোহায় এশিয়ান অলিম্পিকস কোয়ালিফিকেশন মিটে বৃহস্পতিবার মণিকাকে 4-2 ব্যবধানে হারিয়ে দেন সুতীর্থা ৷ অলিম্পিকসে যোগ্যতা অর্জনের জন্য দক্ষিণ এশিয়া গ্রুপে ভারত থেকে ছিলেন বিশ্বের 62 নম্বর টিটি তারকা মণিকা এবং 95 নম্বরে থাকা সুতীর্থা ৷ বৃহস্পতিবারের ম্যাচটা ছিল অলিম্পিকসে ছাড়পত্র পাওয়ার ম্যাচ ৷ যদিও মণিকার বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি সুতীর্থার ৷ ওপেনিং রাউন্ডেই 7-11 ব্যবধানে পিছিয়ে পড়েন ৷ কিন্তু পরে দুরন্তভাবে ঘুরে দাঁড়ান (11-7, 11-4) ৷ আর তাতেই বাজিমাত করেন বাংলার টিটি তারকা সুতীর্থা ৷

আরও পড়ুন : খেলোয়াড় তৈরিতে মগ্ন আশির ভারতী

বয়স বিতর্কে একটা সময় জাতীয় টেবিল টেনিস ফেডারেশন সুতীর্থাকে নিষিদ্ধ করেছিল ৷ সেখান থেকে 2018 সালে প্রথমবার সিনিয়র জাতীয় চ্যাম্পিয়ন হন সুতীর্থা ৷ সেবছরই কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা টিটি দলের অংশ ছিলেন তিনি ৷ সাফল্য বজায় রেখে 25 বছরের সুতীর্থা এবার অলিম্পিকসের মঞ্চে ৷ প্রথমবারের জন্য ৷

এদিকে হারলেও ক্রমতালিকায় একনম্বরে থাকার সুবাদে মণিকা অলিম্পিকসের ছাড়পত্র পেয়েছেন ৷ এই দুজন মহিলা টেবিল টেনিস খেলোয়াড়ের সঙ্গেই টোকিয়োর বিমান ধরবেন শরৎ কমল এবং সাথিয়ান গণশেখরণ ৷ টোকিয়োর ছাড়পত্র পেতে হলে প্রতিপক্ষ পাকিস্তানের রামিজ মহম্মদকে হারাতেই হত শরৎকে ৷ 4-0 (11-4, 11-1, 11-5, 11-4) ব্যবধানে মাত্র 23 মিনিটেই ম্যাচ পকেটে পোরেন তিনি ৷ 2004 সালে এথেন্স অলিম্পিকস, বেজিং অলিম্পিকস ও 2016-তে রিও-র পর তৃতীয়বারের জন্য অলিম্পকসের মঞ্চে যাচ্ছেন শরৎ ৷ তাঁর কথায়, "দারুণ অনুভূতি হচ্ছে ৷ এই 38 বছরেও নিজেকে সবচেয়ে বেশি ফিট বলে মনে হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.