কলকাতা, 31 অগস্ট: বাবা হলেন সুনীল ছেত্রী । বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দিলেন সুনীলের স্ত্রী সোনম ভট্টাচার্য ছেত্রী । সূত্র মারফত জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ পুত্রসন্তানের জন্ম দেন সোনম ৷ প্রেগন্যান্সির সময় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন তারকা ফুটবলার ও কোচ সুব্রত ভট্টাচার্যর মেয়ে সোনম । তবে জানা গিয়েছে, মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন ।
কয়েক মাস আগেই সুনীল ছেত্রীর একমাত্র গোলে ভানুয়াতুকে পরাস্ত করে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রবেশ করেছিল ভারত । পরে কাপও জেতে ভারত । কলিঙ্গ স্টেডিয়ামে শেষ মুহূর্তে জ্বলে উঠেছিলেন কেরিয়ারের শেষ লগ্নে দাঁড়িয়ে থাকা সুনীল । আর গোল করার পরেই সুখবর দিয়েছিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ।
সেই খবর ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে৷ পরে সুনীল সংবাদমাধ্যমকে জানান যে খেলার মাঝেই এই সুখবর তিনি অনুরাগীদের জানাতে চেয়েছিলেন ৷ সেই মতোই ঠিক করেছিলেন গোলের পর বিশেষভাবে সেলিব্রেট করে এই সুখবর দেবেন ৷ তাঁর স্ত্রী সোনমও তেমনই চেয়েছিলেন ৷ সুনীল যখন সেলিব্রেট করছেন, তখন গ্যালারিতে ছিলেন স্বয়ং সোনম ভট্টাচার্য ৷
এই খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ৷ অনেকেই সোশাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তবে সুনীল বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি ৷ সোশাল মিডিয়াতেও এখনও পর্যন্ত কোনও পোস্ট করেননি ভারতীয় ফুটবল দলের এই তারকা ৷
উল্লেখ্য, এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে ভারতীয় ফুটবল দল কিংস কাপে খেলবে । কিন্তু সুনীল এই প্রতিযোগিতায় খেলছেন না ৷ সন্তানের জন্মের জন্যই আগেই কোচ ইগর স্টিম্যাচের কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন সুনীল ।
আরও পড়ুন: সাময়িক উৎকণ্ঠা কাটিয়ে স্থিতিশীল ডেঙ্গি আক্রান্ত সুনীল-পত্নী সোনম
সুনীলের শ্বশুর সুব্রত ভট্টাচার্যও কিংবদন্তী ফুটবলার ছিলেন ৷ তিনি সফল কোচও ৷ তাঁর দাদু হওয়ার খবরে কলকাতা ময়দানেও খুশির হাওয়া ৷ তাঁকেও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে ৷ এখনও পর্যন্ত তাঁর প্রতিক্রিয়া এখনও মেলেনি ৷