ETV Bharat / sports

Google Creates Record: মেসি-এমবাপের ডুয়েলে নজির গড়ল গুগলও, সর্বকালীন রেকর্ড সার্চ ইঞ্জিনের

টেলিভিশন, লাইভ স্ট্রিমিংয়ের রবিবার বিশ্বকাপ ফাইনাল চলাকালীন কম গেল না সার্চ ইঞ্জিন গুগলও (Google) ৷ মেসির অ্যাসিস্ট, দি মারিয়ার গোল, এমবাপের সাইডভলি ৷ সবকিছু নিয়েই ময়নাতদন্ত চলল গুগলে ৷ ফলস্বরূপ বিশ্বকাপ ফাইনাল চলাকালীন সার্চের নিরিখে 25 বছরে সর্বাধিক ট্র্যাফিকের সাক্ষী থাকল সার্চ ইঞ্জিন (Search recorded its highest ever traffic in 25 years) ৷

Google Creates Record
রবিবার বিশ্বকাপ ফাইনাল চলাকালীন সর্বকালীন নজির গড়ল গুগল
author img

By

Published : Dec 19, 2022, 5:28 PM IST

ক্যালিফোর্নিয়া, 19 ডিসেম্বর: বেদুইনের দেশে রূপকথা লিখলেন আর্জেন্তিনা ফুটবলের 'বরপুত্র' লিওনেল মেসি (Lionel Messi) ৷ টাইব্রেকারে গতবারের সেরাদের হারিয়ে 36 বছর পর ফুটবল বিশ্বকাপ জিতে নিল 'লা আলবিসেলেস্তে' ৷ অন্যদিকে হ্যাটট্রিক সত্ত্বেও 'ট্র্যাজিক হিরো' হয়ে রইলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ৷ টানা দ্বিতীয়বার ট্রফিজয়ের স্বপ্ন অধরা রেখেই দেশে ফিরছে ফ্রান্স ৷ আর শতাব্দীর সেরা ফুটবল বিশ্বকাপের ফাইনাল চলাকালীন সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল সার্চ ইঞ্জিন গুগল (Search recorded its highest ever traffic in 25 years) ৷

মেসির অ্যাসিস্ট, দি মারিয়ার গোল, এমবাপের সাইডভলি- এসবকিছু সম্পর্কে জানতে টেলিভিশন, লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি সার্চ ইঞ্জিনেও ক্রমাগত চোখ রেখে গেলেন বিশ্বের ফুটবল পাগল অনুরাগীরা ৷ আর তাতেই নজির গড়ে ফেলল গুগল ৷ তাও আবার সর্বকালীন ৷

আলফাবেট এবং গুগল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই (Sundar Pichai) সোমবার সেই আশ্চর্য তথ্য শেয়ার করে নিলেন ব্যবহারকারীদের সঙ্গে ৷ খড়্গপুর আইআইটি'র প্রাক্তনী টুইটে লেখেন, "বিশ্বকাপ ফাইনাল চলাকালীন সার্চের নিরিখে 25 বছরে সর্বাধিক ট্র্যাফিকের সাক্ষী থাকল গুগল ৷ সমগ্র পৃথিবী কেবল বিশ্বকাপের বিষয়েই খবরাখবর নিচ্ছিল ৷"

  • Search recorded its highest ever traffic in 25 years during the final of #FIFAWorldCup , it was like the entire world was searching about one thing!

    — Sundar Pichai (@sundarpichai) December 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ঈশ্বরের খেয়াল ! কেরিয়ারের শেষলগ্নে প্রাপ্তির ঝুলি মিলিয়ে দিল দুই কিংবদন্তি'কে

তবে গুগল সিইও গতকাল ফাইনালের স্বাদ যে চেটেপুটে নিয়েছেন, সেটা আগের টুইটেই স্পষ্ট করেছিলেন ৷ মেসি ট্রফি হাতে তোলার পর পিচাই লেখেন "সর্বকালের অন্যতম সেরা ম্যাচ ৷ আর্জেন্তিনা এব্ং ফ্রান্স দু'দলই দারুণ...সুন্দর ফুটবল ৷ তবে মেসি ছাড়া এই ট্রফিজয়ের যোগ্য অন্য কেউ ছিল না ৷ সর্বকালের সেরা ফুটবলার ৷ দুর্দান্ত একটা বিদায়ী পারফরম্যান্স ৷"

ক্যালিফোর্নিয়া, 19 ডিসেম্বর: বেদুইনের দেশে রূপকথা লিখলেন আর্জেন্তিনা ফুটবলের 'বরপুত্র' লিওনেল মেসি (Lionel Messi) ৷ টাইব্রেকারে গতবারের সেরাদের হারিয়ে 36 বছর পর ফুটবল বিশ্বকাপ জিতে নিল 'লা আলবিসেলেস্তে' ৷ অন্যদিকে হ্যাটট্রিক সত্ত্বেও 'ট্র্যাজিক হিরো' হয়ে রইলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ৷ টানা দ্বিতীয়বার ট্রফিজয়ের স্বপ্ন অধরা রেখেই দেশে ফিরছে ফ্রান্স ৷ আর শতাব্দীর সেরা ফুটবল বিশ্বকাপের ফাইনাল চলাকালীন সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল সার্চ ইঞ্জিন গুগল (Search recorded its highest ever traffic in 25 years) ৷

মেসির অ্যাসিস্ট, দি মারিয়ার গোল, এমবাপের সাইডভলি- এসবকিছু সম্পর্কে জানতে টেলিভিশন, লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি সার্চ ইঞ্জিনেও ক্রমাগত চোখ রেখে গেলেন বিশ্বের ফুটবল পাগল অনুরাগীরা ৷ আর তাতেই নজির গড়ে ফেলল গুগল ৷ তাও আবার সর্বকালীন ৷

আলফাবেট এবং গুগল-এর চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই (Sundar Pichai) সোমবার সেই আশ্চর্য তথ্য শেয়ার করে নিলেন ব্যবহারকারীদের সঙ্গে ৷ খড়্গপুর আইআইটি'র প্রাক্তনী টুইটে লেখেন, "বিশ্বকাপ ফাইনাল চলাকালীন সার্চের নিরিখে 25 বছরে সর্বাধিক ট্র্যাফিকের সাক্ষী থাকল গুগল ৷ সমগ্র পৃথিবী কেবল বিশ্বকাপের বিষয়েই খবরাখবর নিচ্ছিল ৷"

  • Search recorded its highest ever traffic in 25 years during the final of #FIFAWorldCup , it was like the entire world was searching about one thing!

    — Sundar Pichai (@sundarpichai) December 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ঈশ্বরের খেয়াল ! কেরিয়ারের শেষলগ্নে প্রাপ্তির ঝুলি মিলিয়ে দিল দুই কিংবদন্তি'কে

তবে গুগল সিইও গতকাল ফাইনালের স্বাদ যে চেটেপুটে নিয়েছেন, সেটা আগের টুইটেই স্পষ্ট করেছিলেন ৷ মেসি ট্রফি হাতে তোলার পর পিচাই লেখেন "সর্বকালের অন্যতম সেরা ম্যাচ ৷ আর্জেন্তিনা এব্ং ফ্রান্স দু'দলই দারুণ...সুন্দর ফুটবল ৷ তবে মেসি ছাড়া এই ট্রফিজয়ের যোগ্য অন্য কেউ ছিল না ৷ সর্বকালের সেরা ফুটবলার ৷ দুর্দান্ত একটা বিদায়ী পারফরম্যান্স ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.