ETV Bharat / sports

Subhas Bhowmik Reunites Rivals of Kolkata : ডার্বির মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্ধীকে মেলালেন প্রয়াত ‘ভোম্বলদা’

খেলোয়াড় জীবনে তো বটেই, কোচিং কেরিয়ারেও বহুবার ডার্বির মঞ্চ আলো করেছেন ময়দানের ‘ভৌমিক দা’ ৷ শনিবারর ডার্বিতে যুযুধান দুই প্রতিপক্ষ প্রয়াত ফুটবল তারকার নাম এবং পদবিকে ব্যবহার করল দ্বাদশ ব্যক্তি হিসেবে (Subhas Bhowmik Reunites Rivals of Kolkata) ।

Subhas Bhowmik Reunites Rivals of Kolkata
ডার্বির মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্ধীকে মেলালেন প্রয়াত ‘ভোম্বলদা’
author img

By

Published : Jan 29, 2022, 8:46 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : সুভাষ ভৌমিক, প্রিয় ‘ভোম্বলদা’র প্রয়াণে শোকস্তব্ধ ময়দান (Subhash Bhowmick Passes Away) ৷ খেলোয়াড় জীবনে ছিলেন ‘রাফ অ্যান্ড টাফ’ ৷ তাঁর ভয়ে রীতিমতো কাঁপতেন বিপক্ষের ডিফেন্ডাররা ৷ কোচিং জীবনেও ছিলেন একইরকম ৷ দলের স্বার্থে সেরা বিদেশিকে যেমন রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে দু'বার ভাবেননি, তেমনই তাঁর হাত ধরেই উঠে এসেছে একাধিক ফুটবলার ৷ সতীর্থ থেকে শুরু করে ছাত্র, সবারই পছন্দের ছিলেন তিনি (Remembering Subhas Bhowmick on his demise) ৷ তাই দেখা গেল ময়দান থেকে 1700 কিমি দূরে (Subhas Bhowmik Reunites Rivals of Kolkata) ৷

খেলোয়াড় জীবনে তো বটেই, কোচিং কেরিয়ারেও বহুবার ডার্বির মঞ্চ আলো করেছেন ময়দানের ‘ভৌমিক দা’ ৷ ডার্বির দুই পাঁচ গোলের ম্যাচেই জড়িয়ে ছিলেন ৷ ফের শনিবাসরীয় ডার্বিতে ফিরলেন তিনি । তবে কোনও দলের কোচ বা ফুটবলার হিসেবে নয় । মাঠে ফিরলেন চিরপ্রতিদ্বন্ধী দু'দলের দ্বাদশ ব্যক্তি হিসেবে ।

যুযুধান দুই প্রতিপক্ষ প্রয়াত ফুটবল তারকার নাম এবং পদবীকে ব্যবহার করল দ্বাদশ ব্যক্তি হিসেবে । এটিকে মোহনবাগানের দ্বাদশ ব্যক্তি ‘সুভাষ’ এবং এসসি ইস্টবেঙ্গলের দ্বাদশ ব্যক্তি ‘ভৌমিক’ ৷ খেলোয়াড়ি এবং কোচিং জীবনে দুই প্রধানের সঙ্গেই যুক্ত থেকেছেন । ফলে তাঁর মৃত্যু ময়দানের দুই প্রধানের কাছে বড় ধাক্কা ।

আরও পড়ুন : সুভাষকে হারিয়ে বিবর্ণ ময়দান

সেই তাঁর প্রয়াণের পরে আইএসএলে একটি ম্যাচে নীরবতা পালনও করা হয়নি । যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে । এসসি ইস্টবেঙ্গল তাঁদের শেষ ম্যাচে সুভাষ ভৌমিককে শ্রদ্ধা জানাতে কালো ব্যাচ পরে নেমেছিল । এবার আরও বড় ক্যানভাসে শ্রদ্ধা জানাতে ডার্বির মঞ্চকে বেছে নিয়েছিল দুই প্রধান । ফলে বলাই যায়, দুই প্রধানকে মিলিয়ে দিলেন ময়দানের অন্যতম সফল খেলোয়াড়-কোচ ।

কলকাতা, 29 জানুয়ারি : সুভাষ ভৌমিক, প্রিয় ‘ভোম্বলদা’র প্রয়াণে শোকস্তব্ধ ময়দান (Subhash Bhowmick Passes Away) ৷ খেলোয়াড় জীবনে ছিলেন ‘রাফ অ্যান্ড টাফ’ ৷ তাঁর ভয়ে রীতিমতো কাঁপতেন বিপক্ষের ডিফেন্ডাররা ৷ কোচিং জীবনেও ছিলেন একইরকম ৷ দলের স্বার্থে সেরা বিদেশিকে যেমন রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে দু'বার ভাবেননি, তেমনই তাঁর হাত ধরেই উঠে এসেছে একাধিক ফুটবলার ৷ সতীর্থ থেকে শুরু করে ছাত্র, সবারই পছন্দের ছিলেন তিনি (Remembering Subhas Bhowmick on his demise) ৷ তাই দেখা গেল ময়দান থেকে 1700 কিমি দূরে (Subhas Bhowmik Reunites Rivals of Kolkata) ৷

খেলোয়াড় জীবনে তো বটেই, কোচিং কেরিয়ারেও বহুবার ডার্বির মঞ্চ আলো করেছেন ময়দানের ‘ভৌমিক দা’ ৷ ডার্বির দুই পাঁচ গোলের ম্যাচেই জড়িয়ে ছিলেন ৷ ফের শনিবাসরীয় ডার্বিতে ফিরলেন তিনি । তবে কোনও দলের কোচ বা ফুটবলার হিসেবে নয় । মাঠে ফিরলেন চিরপ্রতিদ্বন্ধী দু'দলের দ্বাদশ ব্যক্তি হিসেবে ।

যুযুধান দুই প্রতিপক্ষ প্রয়াত ফুটবল তারকার নাম এবং পদবীকে ব্যবহার করল দ্বাদশ ব্যক্তি হিসেবে । এটিকে মোহনবাগানের দ্বাদশ ব্যক্তি ‘সুভাষ’ এবং এসসি ইস্টবেঙ্গলের দ্বাদশ ব্যক্তি ‘ভৌমিক’ ৷ খেলোয়াড়ি এবং কোচিং জীবনে দুই প্রধানের সঙ্গেই যুক্ত থেকেছেন । ফলে তাঁর মৃত্যু ময়দানের দুই প্রধানের কাছে বড় ধাক্কা ।

আরও পড়ুন : সুভাষকে হারিয়ে বিবর্ণ ময়দান

সেই তাঁর প্রয়াণের পরে আইএসএলে একটি ম্যাচে নীরবতা পালনও করা হয়নি । যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মহলে । এসসি ইস্টবেঙ্গল তাঁদের শেষ ম্যাচে সুভাষ ভৌমিককে শ্রদ্ধা জানাতে কালো ব্যাচ পরে নেমেছিল । এবার আরও বড় ক্যানভাসে শ্রদ্ধা জানাতে ডার্বির মঞ্চকে বেছে নিয়েছিল দুই প্রধান । ফলে বলাই যায়, দুই প্রধানকে মিলিয়ে দিলেন ময়দানের অন্যতম সফল খেলোয়াড়-কোচ ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.