নয়াদিল্লি, 20 ডিসেম্বর: অর্জুন পুরস্কারে সম্মানিত হতে চলেছেন ভারতীয় পেসার মহম্মদ শামি ৷ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পর এবার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মানে ভূষিত হতে চলেছেন তিনি ৷ তালিকায় রয়েছেন আরও 25 জন খেলোয়াড় ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে এই কথা ৷ শামির সঙ্গেই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হতে চলেছেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি ৷ আগামী বছর 9 জানুয়ারি তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷
রাষ্ট্রপতি ভবন থেকেই খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার ৷ সাত্বিক-চিরাগ জুটি এর আগে এশিয়ান গেমসে সোনা, কমনওয়েলথ গেমসে রূপো এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে নিয়ে গর্বিত করেছিলেন গোটা দেশকে ৷ এবার তাঁদের হাতেই তুলে দেওয়া হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ৷ দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারে সম্মানিত হবেন এই শার্টলার জুটি ৷
33 বছর বয়সি শামি সম্মানিত হবেন অর্জুন পুরস্কারে ৷ অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারলেও বিশ্বকাপ জুড়ে স্বপ্নের ফর্মে ছিলেন তিনি ৷ মাত্র 7 ম্যাচে 24টি উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা উইকেট শিকারিও হয়েছিলেন তিনিই ৷ এছাড়াও অর্জুন পুরস্কারে সম্মানিত হচ্ছেন, ওজস প্রবীণ দেওতালে (তীরন্দাজি), অদিতি গোপীচাঁদ স্বামী (তীরন্দাজি), মুরলি শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স), মোহাম্মদ হুসামুদ্দিন (বক্সিং), আর বৈশালী (দাবা), আনুশ আগরওয়ালা (অশ্বারোহন), দিব্যকৃতি সিং (অশ্বারোহন), দিক্ষা ডাগর (গলফ), কৃষাণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), পবন কুমার (কাবাডি), রিতু নেগি (কাবাডি), নাসরিন (খো-খো), পিংকি (লন বোল) , ঐশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং), এশা সিং (শ্যুটিং), হরিন্দর পাল সিং সান্ধু (স্কোয়াশ), ঐহিকা মুখার্জি (টেবিল টেনিস), সুনীল কুমার (কুস্তি), অন্তিম (কুস্তি), নওরেম রোশিবিনা দেবী (উশু), শীতল দেবী (প্যারা আর্চারি), ইলুরি অজয় কুমার রেড্ডি (ব্লাইন্ড ক্রিকেট), প্রাচি যাদব (প্যারা ক্যানোয়িং)।
এছাড়া অসামান্য কোচিং-এর জন্য় দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হচ্ছেন : ললিত কুমার (কুস্তি), আর বি রমেশ (দাবা), মহাবীর প্রসাদ সাইনি (প্যারা অ্যাথলেটিক্স), শিবেন্দ্র সিং (হকি), গণেশ প্রভাকর দেবরুখকর (মল্লখাম্ব)।
অসামান্য কোচের জন্য দ্রোণাচার্য পুরস্কার (জীবনকৃতি সম্মান): জাসকিরাত সিং গ্রেওয়াল (গলফ), ভাস্করন ই (কাবাডি), জয়ন্ত কুমার পুশিলাল (টেবিল টেনিস)।
আজীবন কৃতিত্বের জন্য ধ্যানচাঁদ পুরস্কার: মঞ্জুষা কনওয়ার (ব্যাডমিন্টন), বিনীত কুমার শর্মা (হকি), কবিতা সেলভারাজ (কাবাডি)।
আরও পড়ুন: