বেঙ্গালুরু, 23 ডিসেম্বর: কুস্তিগীর বজরং পুনিয়ার পদ্মশ্রী ফেরানোর ঘটনার সঙ্গে নিজেকে জড়াতে চান না তিনি ৷ ঠিক এমনটাই জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের নির্বাচনে জয়লাভের পর এই সিদ্ধান্ত নেন বজরং ৷ শুক্রবার সোশালে পোস্ট করে তিনি জানান, তিনি তাঁর পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেবেন ৷
এরপর নয়াদিল্লির কর্তব্য পথে তাঁকে দেখা যায় চিঠি হাতে ৷ তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তাঁর হাতে চিঠিটি তুলে দেবেন ৷ যদিও সেই সুযোগ তিনি পাননি ৷ তার আগেই রাস্তায় পুলিশ তাঁকে বাধা দেয় ৷ এহেন ঘটনার পর শনিবার এই সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হন অনুরাগ ৷
সাই সেন্টারের একটি অনুষ্ঠানে তিনি বলেন, "এই নিয়ে আমি ইতিমধ্য়েই যথেষ্ট কথা বলেছি ৷ আর এই ধরনের ঘটনা নিয়ে কোনও কথা বলতে চাই না ৷" এশিয়ান গেমসে পদক জয়ের পর অ্যাথলিটদের সম্মান জানাতে আয়োজন করা হয় অনুষ্ঠানটির ৷ অনুরাগকে এদিন সেই নিয়েই কথা বলতে দেখা গেল ৷ তিনি বলেন, "আমাদের অ্যাথলিটরা এশিয়ান গেমস এবং এশিয়ান প্যারা গেমসে 100-এরও বেশি পদক জয় করেছেন ৷ এই ঘটনা নিয়ে আরও আলোচনা হওয়া উচিত ৷"
তিনি আরও বলেন, "ওরা যখন রওনা হয় তার আগে আমি ওদের প্রশ্ন করেছিলাম এবার কি আমরা 100 পদকের বেঞ্চমার্ক পেরোতে পারব? ওরা সকলে একসঙ্গে জানিয়েছিল, আমারা পারব ৷ আর সেটাই ওরা করেও দেখাল ৷" তিনি জানান, আগামীতে ক্রীড়াবিদরা আরও ভালো করবেন এই নিয়ে আশাবাদী তিনি ৷ তার জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন ক্রীড়ামন্ত্রী ৷ তিনি জানিয়েছেন, অভিজ্ঞ অ্যাথলিটদের তাঁদের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করে নিতে হবে ৷ বিশেষত, তরুণ প্রজন্মের সঙ্গে ৷ আর তা হলেই ভবিষ্যতে ফলাফল আরও ভালো হবে ৷
আরও পড়ুন: