মাদ্রিদ, 23 মে: বেড়েই চলেছে খেলার মাঠে বর্ণবিদ্বেষের ঘটনা ৷ এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান তথা রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ৷ আর এই ঘটনায় এবার বর্ণবিদ্বেষের সমস্যার কথা স্বীকার করে নিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ৷ গত রবিবার লা লিগার ম্যাচে মাঠের মধ্যেই প্রতিপক্ষ ভ্যালেন্সিয়ার দর্শকদের তরফে ভিনি জুনিয়রের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয় ৷ যে ঘটনায় মাঠের মধ্যেই প্রতিবাদ জানান ভিনি জুনিয়র ৷ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো ভিনির পাশের থাকার বার্তা দিয়েছেন ৷
কিন্তু, কেন বারবার খেলার মাঠে বর্ণবিদ্বেষের শিকার হবেন খেলোয়াড়রা ? এতদিন গ্যালারিতে থাকা দর্শকদের থেকে নানান আপত্তিকর মন্তব্য শুনতে হত কৃষ্ণাঙ্গ এবং এশিয় ফুটবলার ক্রিকেটার থেকে শুরু করে অন্যান্য খেলার সঙ্গে জড়িত ক্রীড়াবিদদের ৷ এবার সেই বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ভেসে আসছে প্রতিপক্ষের থেকেও ৷ আর এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে, বর্ণবিদ্বেষের সমস্যা স্প্যানিশ লিগে রয়েছে ৷ কিন্তু, বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগে এই সমস্যা কেন থাকবে ? প্রশ্ন ফুটবল-বিশ্বের ৷
রবিবার রাতের ওই ম্যাচের পর ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে দেখা গিয়েছে, একটি স্টেডিয়ামের বাইরে দর্শকরা ‘মাঙ্কি’ বলে চিৎকার করছেন ৷ কোথাও বানরের মূর্তি হাইওয়েতে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ আবার কোথাও মাঠের মধ্যেই তাঁকে উদ্দেশ্য করে অশালীন আচরণ করা হচ্ছে ৷ এমন একাধিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন ভিনি জুনিয়র ৷ এই পুরো ঘটনায় রিয়াল মাদ্রিদের তরফে কড়া অবস্থান নেওয়া হয়েছে ৷ স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে পুরো বিষয়টিতে কঠোর পদক্ষেপ নিতে হবে ৷ এই দাবিতে ক্লাবের তরফে চিঠি দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: ইডেনে মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকরাও হেনস্থার শিকার, সোশালে ভাইরাল ভিডিয়ো
তার পরেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফে প্রেসিডেন্ট লুইস রুবিয়ালস সোমবার একটি বিবৃতি দিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে আচরণ, শিক্ষা এবং বর্ণবিদ্বেষের সমস্যা রয়েছে ৷ আর যখন একজনের শারীরিক গঠন বা ত্বকের রং নিয়ে কোনও দর্শক বা দর্শকমণ্ডলীর তরফে অপমানজনক মন্তব্য ভেসে আসে, তখন আমাদের মানতে হবে যে, আমাদের মধ্যে একটা গুরুতর সমস্যা রয়েছে ৷’’ ভিনিসিয়াস জুনিয়রের পাশে দাঁড়িয়েছেন, কিলিয়ান এমবাপে ৷ তিনি সোশাল মিডিয়ায় ভিনির ছবি দিয়ে লিখেছেন, ‘‘তুমি একা নও ৷ আমরা তোমার পাশে আছি ভিনি জুনিয়র ৷’’ ভ্যালেন্সিয়ার তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযুক্ত সমর্থকদের আজীবনের মতো নিষেধাজ্ঞাজারি করার কথা জানানো হয়েছে ৷