ETV Bharat / sports

UEFA Nations League : আট বছর পর মাঠে নেমে গোল হোর্তার, তবু জয় এল না পর্তুগালের - নেশনস লিগের শুরুতে পয়েন্ট নষ্ট রোনাল্ডোর পর্তুগালের

ঘরের মাঠে আলভারো মোরাতার গোলে এগিয়ে থেকেও 2018-19 চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আটকে গেল গতবারের রানার্স স্পেন ৷ খেলার ফল 1-1 (Spain vs Portugal ends to a draw in UEFA Nations League) ৷

UEFA Nations League
আট বছর পর মাঠে নেমে গোল হোর্তার
author img

By

Published : Jun 3, 2022, 11:40 AM IST

সেভিয়া, 3 জুন : গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে জয়ও এল না পর্তুগালের ৷ ঘরের মাঠে প্রথমে গোল করেও 2018-19 চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আটকে গেল গতবারের রানার্স স্পেন ৷ খেলার ফল 1-1 (Spain vs Portugal ends to a draw in UEFA Nations League) ৷ তবে ক্রিশ্চিয়ানো না-পারলেও আট বছর পর মাঠে নেমে পর্তুগালের হয়ে গোল করলেন রিকার্ডো হোর্তা ৷ আর তাতেই হার এড়াল প্রাক্তন চ্যাম্পিয়নরা ৷

সেভিয়ায় নেশনস লিগের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে একাদশে শুরু থেকে এদিন ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সেভাবে ছন্দে দেখা যায়নি সম্প্রতি উত্তর ম্যাসেডোনিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নেওয়া ফার্নান্দো স্যান্তোসের ছেলেদেরও ৷ বরং অনেক তাগিদ লক্ষ্য করা যাচ্ছিল স্প্যানিশ আর্মাডার মধ্যে ৷ ম্যাচের 25 মিনিটে প্রতি-আক্রমণ থেকে স্পেনকে এগিয়ে দেন আলভারো মোরাতা ৷ পাবলো সারাবিয়ার পাস থেকে ব্যবধান 1-0 করেন জুভেন্তাস স্ট্রাইকার ৷

সমতা ফেরানোর লক্ষ্যে ক্রিশ্চিয়ানোকে দ্বিতীয়ার্ধে 62 মিনিটে নামানো হলেও পর্তুগালের গোলের দরজা খুলছিল না কিছুতেই ৷ অবশেষে 82 মিনিটে জোয়াও ক্যানসেলোর অ্যাসিস্ট থেকে আরেক পরিবর্ত রিকার্ডো হোর্তার গোলে সমতায় ফেরে পর্তুগাল ৷ আন্তর্জাতিক ফুটবলে 2014 অভিষেক হওয়া হোর্তা এদিন জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ৷ আট বছর পর মাঠে নেমে নায়ক বনে যাওয়া ব্রাগা স্ট্রাইকার বলেন, "আমি গর্বিত ৷ যোগ্য হিসেবেই আজ আমি এখানে ৷ নিজেকে প্রমাণের জন্য মরিয়া ছিলাম ৷"

আরও পড়ুন : ইতালি 'বধ'-এ ফাইনালিসিমা আর্জেন্টিনার, বছর ঘুরতেই ফের ট্রফি মেসির ঝুলিতে

বাকি সময়টা স্কোরলাইন অপরিবর্তিত থাকায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু'দল ৷ অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্র 2-1 গোলে হারিয়েছে সুইৎজারল্যান্ডকে ৷ সুইডেন 2-0 গোলে জয় পেয়েছে স্লোভেনিয়ার বিপক্ষে ৷

সেভিয়া, 3 জুন : গোল পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে জয়ও এল না পর্তুগালের ৷ ঘরের মাঠে প্রথমে গোল করেও 2018-19 চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আটকে গেল গতবারের রানার্স স্পেন ৷ খেলার ফল 1-1 (Spain vs Portugal ends to a draw in UEFA Nations League) ৷ তবে ক্রিশ্চিয়ানো না-পারলেও আট বছর পর মাঠে নেমে পর্তুগালের হয়ে গোল করলেন রিকার্ডো হোর্তা ৷ আর তাতেই হার এড়াল প্রাক্তন চ্যাম্পিয়নরা ৷

সেভিয়ায় নেশনস লিগের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে একাদশে শুরু থেকে এদিন ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ সেভাবে ছন্দে দেখা যায়নি সম্প্রতি উত্তর ম্যাসেডোনিয়াকে হারিয়ে কাতার বিশ্বকাপে জায়গা করে নেওয়া ফার্নান্দো স্যান্তোসের ছেলেদেরও ৷ বরং অনেক তাগিদ লক্ষ্য করা যাচ্ছিল স্প্যানিশ আর্মাডার মধ্যে ৷ ম্যাচের 25 মিনিটে প্রতি-আক্রমণ থেকে স্পেনকে এগিয়ে দেন আলভারো মোরাতা ৷ পাবলো সারাবিয়ার পাস থেকে ব্যবধান 1-0 করেন জুভেন্তাস স্ট্রাইকার ৷

সমতা ফেরানোর লক্ষ্যে ক্রিশ্চিয়ানোকে দ্বিতীয়ার্ধে 62 মিনিটে নামানো হলেও পর্তুগালের গোলের দরজা খুলছিল না কিছুতেই ৷ অবশেষে 82 মিনিটে জোয়াও ক্যানসেলোর অ্যাসিস্ট থেকে আরেক পরিবর্ত রিকার্ডো হোর্তার গোলে সমতায় ফেরে পর্তুগাল ৷ আন্তর্জাতিক ফুটবলে 2014 অভিষেক হওয়া হোর্তা এদিন জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ৷ আট বছর পর মাঠে নেমে নায়ক বনে যাওয়া ব্রাগা স্ট্রাইকার বলেন, "আমি গর্বিত ৷ যোগ্য হিসেবেই আজ আমি এখানে ৷ নিজেকে প্রমাণের জন্য মরিয়া ছিলাম ৷"

আরও পড়ুন : ইতালি 'বধ'-এ ফাইনালিসিমা আর্জেন্টিনার, বছর ঘুরতেই ফের ট্রফি মেসির ঝুলিতে

বাকি সময়টা স্কোরলাইন অপরিবর্তিত থাকায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু'দল ৷ অন্য ম্যাচে চেক প্রজাতন্ত্র 2-1 গোলে হারিয়েছে সুইৎজারল্যান্ডকে ৷ সুইডেন 2-0 গোলে জয় পেয়েছে স্লোভেনিয়ার বিপক্ষে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.