ETV Bharat / sports

FIFA World Cup 2022: পাসের মায়াজাল থেকে মাপা শট, স্পেনের দাপটে উড়ে গেল কোস্টারিকা !

author img

By

Published : Nov 24, 2022, 6:34 AM IST

Updated : Nov 24, 2022, 8:20 AM IST

সব বিভাগেই যেন স্প্যানিশ সম্মোহন। স্কোর বোর্ড বলছে 2010 সালের বিশ্বকাপ জয়ীরা 7-0 গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল (Spain beat Costa Rica in FIFA World Cup)।

Etv Bharat
Etv Bharat

দোহা, 24 নভেম্বর: প্রথম ম্যাচে পাসের মায়াজাল বুনল স্পেন। খেলার রাশ,বলের দখল, ঠিকানা লেখা পাস থেকে শুরু করে নিখুঁত শট- সব বিভাগেই যেন স্প্যানিশ সম্মোহন। তার সামনে কোস্টারিকার অসহায় আত্মসমর্পন অবশ্য ললাট লিখন ছাড়া আর কিছুই না। স্কোর বোর্ড বলছে 2010 সালের বিশ্বকাপ জয়ীরা 7-0 গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল (Spain beat Costa Rica in FIFA World Cup)। এ নিয়ে চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার দেখা গেল প্রাক্তন চ্যাম্পিয়নের দাপট (Spain registered easy win against Costa Rica )। ইংল্যান্ডের পর স্পেনও বুঝিয়ে দিল সাম্ভাব্য সোনার কাপ জয়ীদের তালিকা থেকে তাদের দূরে রাখা যাবে না।

জাপানের বিরুদ্ধে জার্মানির পরাজয় চলতি বিশ্বকাপের দ্বিতীয় অঘটন। প্রথমটি অবশ্যই সৌদি আরবের বিরুদ্ধে মেসিদের পরাজয়। অঘটনের বিশ্বকাপে স্পেনের তিকিতাকা ফুটবল যেন বেদুইনের দেশে স্বপ্নের মায়াকাজল। প্রথম আধঘণ্টায় করা তিনটি গোলই ম্যাচের ভাগ্য ঠিক করে দিয়েছিল । তারপর সময় যত এগিয়েছে স্পেনের সার্বিক দাপট প্রতিপক্ষ কোস্টারিকাকে কার্যত মাঠ থেকে অদৃশ্য করে দিয়েছে। 82 শতাংশ বলের দখল, 1043টি নির্ভুল পাস সেটাকেই প্রতিষ্ঠিত করে ।

আরও পড়ুন: অঘটনের বিশ্বকাপ ! জাপানি বোমায় বিধ্বস্ত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

11 মিনিটে প্রথম গোল স্পেনের। স্কোরার ওলমো। 21 মিনিটে অ্যাসেনসিওর পা থেকে দ্বিতীয় গোল। 31 মিনিটে ফার্নান্দো টোরেসের গোলে স্পেনের আধিপত্য সুনিশ্চিত হয়ে গিয়েছিল। গোল সংখ্যা নয়, এই ম্যাচের চুম্বক পাসের জাল। যার প্রসাধনে ফুটবল মোহময়ী হয়ে ওঠে। বিরতির পরে স্পেনের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে করলেন টোরেস। এই সময় স্পেন বল ধরে নিজেদের মধ্যে কমকরে খান 20 পাস খেলছিল। তাতেই গোলের রাস্তা খুলে যায়। 74 মিনিটে গাভির পা থেকে আসে পাঁচ নম্বর গোল। 18 বছর 110 দিন বয়সে গোল করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন। বিশ্বকাপে সবচেয়ে কমবয়সে গোল করার রেকর্ড ফুটবল সম্রাট পেলের। 1958 সালের বিশ্বকাপে 17 বছর 249 দিন বয়সে গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। স্পেনের ষষ্ঠ এবং সপ্তম গোল সোলের এবং মোরাতার। এই গোল কার্নিভাল “ই” গ্রুপ থেকে স্পেনকে পরে রাউণ্ডে যেতে অনেকটাই যে সাহায্য করবে তা ফুটবল-অঙ্ক থেকেই স্পষ্ট ।

এদিকে বুধবারের চতুর্থ ম্যাচে কষ্ট করে জয় পেল বেলজিয়াম। ম্যাচের ফল 1-0। 44 মিনিটে বাতসুয়ায়ি একমাত্র গোলটি করেন। এর আগে মঋাচের 9 মিনিটে কানাডা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়। বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়ার অসাধারণ তৎপরতায় গোল করতে ব্যর্থ হয় কানাডা। ম্যাচ হারলেও দুরন্ত ফুটবল উপহার দিল তারা। ম্যাচের রাশ কার্যত তাদের পায়েই ছিল। কিন্তু গোলমুখে ব্যর্থতা জিততে দিল না জাস্টিন ট্রুডোর দেশকে।

দোহা, 24 নভেম্বর: প্রথম ম্যাচে পাসের মায়াজাল বুনল স্পেন। খেলার রাশ,বলের দখল, ঠিকানা লেখা পাস থেকে শুরু করে নিখুঁত শট- সব বিভাগেই যেন স্প্যানিশ সম্মোহন। তার সামনে কোস্টারিকার অসহায় আত্মসমর্পন অবশ্য ললাট লিখন ছাড়া আর কিছুই না। স্কোর বোর্ড বলছে 2010 সালের বিশ্বকাপ জয়ীরা 7-0 গোলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল (Spain beat Costa Rica in FIFA World Cup)। এ নিয়ে চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার দেখা গেল প্রাক্তন চ্যাম্পিয়নের দাপট (Spain registered easy win against Costa Rica )। ইংল্যান্ডের পর স্পেনও বুঝিয়ে দিল সাম্ভাব্য সোনার কাপ জয়ীদের তালিকা থেকে তাদের দূরে রাখা যাবে না।

জাপানের বিরুদ্ধে জার্মানির পরাজয় চলতি বিশ্বকাপের দ্বিতীয় অঘটন। প্রথমটি অবশ্যই সৌদি আরবের বিরুদ্ধে মেসিদের পরাজয়। অঘটনের বিশ্বকাপে স্পেনের তিকিতাকা ফুটবল যেন বেদুইনের দেশে স্বপ্নের মায়াকাজল। প্রথম আধঘণ্টায় করা তিনটি গোলই ম্যাচের ভাগ্য ঠিক করে দিয়েছিল । তারপর সময় যত এগিয়েছে স্পেনের সার্বিক দাপট প্রতিপক্ষ কোস্টারিকাকে কার্যত মাঠ থেকে অদৃশ্য করে দিয়েছে। 82 শতাংশ বলের দখল, 1043টি নির্ভুল পাস সেটাকেই প্রতিষ্ঠিত করে ।

আরও পড়ুন: অঘটনের বিশ্বকাপ ! জাপানি বোমায় বিধ্বস্ত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

11 মিনিটে প্রথম গোল স্পেনের। স্কোরার ওলমো। 21 মিনিটে অ্যাসেনসিওর পা থেকে দ্বিতীয় গোল। 31 মিনিটে ফার্নান্দো টোরেসের গোলে স্পেনের আধিপত্য সুনিশ্চিত হয়ে গিয়েছিল। গোল সংখ্যা নয়, এই ম্যাচের চুম্বক পাসের জাল। যার প্রসাধনে ফুটবল মোহময়ী হয়ে ওঠে। বিরতির পরে স্পেনের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি পেনাল্টি থেকে করলেন টোরেস। এই সময় স্পেন বল ধরে নিজেদের মধ্যে কমকরে খান 20 পাস খেলছিল। তাতেই গোলের রাস্তা খুলে যায়। 74 মিনিটে গাভির পা থেকে আসে পাঁচ নম্বর গোল। 18 বছর 110 দিন বয়সে গোল করে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন। বিশ্বকাপে সবচেয়ে কমবয়সে গোল করার রেকর্ড ফুটবল সম্রাট পেলের। 1958 সালের বিশ্বকাপে 17 বছর 249 দিন বয়সে গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। স্পেনের ষষ্ঠ এবং সপ্তম গোল সোলের এবং মোরাতার। এই গোল কার্নিভাল “ই” গ্রুপ থেকে স্পেনকে পরে রাউণ্ডে যেতে অনেকটাই যে সাহায্য করবে তা ফুটবল-অঙ্ক থেকেই স্পষ্ট ।

এদিকে বুধবারের চতুর্থ ম্যাচে কষ্ট করে জয় পেল বেলজিয়াম। ম্যাচের ফল 1-0। 44 মিনিটে বাতসুয়ায়ি একমাত্র গোলটি করেন। এর আগে মঋাচের 9 মিনিটে কানাডা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়। বেলজিয়ামের গোলরক্ষক কুর্তোয়ার অসাধারণ তৎপরতায় গোল করতে ব্যর্থ হয় কানাডা। ম্যাচ হারলেও দুরন্ত ফুটবল উপহার দিল তারা। ম্যাচের রাশ কার্যত তাদের পায়েই ছিল। কিন্তু গোলমুখে ব্যর্থতা জিততে দিল না জাস্টিন ট্রুডোর দেশকে।

Last Updated : Nov 24, 2022, 8:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.