ETV Bharat / sports

Wrestlers on WFI: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা ! কাঠগড়ায় ফেডেরেশন সভাপতি ও কোচরা - রেসলিং ফেডেরেশনে মেয়েদের যৌন হেনস্থা

রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মেয়েদের যৌন হেনস্থা (Sexual Harassment Allegation in WFI) করার অভিযোগ করলেন ভিনেশ ফোগত এবং সাক্ষী মালিকরা ৷ সেই সঙ্গে পুরো ফেডেরেশনের বর্তমান ম্যানেজমেন্টকে বহিষ্কারের দাবি তুলেছেন তাঁরা ৷

Sexual Harassment Allegation Against WFI President and Coaches ETV BHARAT
Sexual Harassment Allegation Against WFI President and Coaches
author img

By

Published : Jan 18, 2023, 7:38 PM IST

Updated : Jan 18, 2023, 8:15 PM IST

নয়াদিল্লি, 18 জানুয়ারি: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতির বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ ৷ এদিন যন্তর মন্তরে বিক্ষোভকারী অলিম্পিয়ান কুস্তিগীর ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা এই অভিযোগ করেছেন ৷ সেখানেই ভিনেশ ফোগত অভিযোগ করেছেন, সভাপতি ব্রিজভূষণ শরণ সিং মেয়েদের যৌন হেনস্থা করেন (Sexual Harassment Allegation Against WFI President)৷ এমনকি তিনি টোকিয়ো অলিম্পিক্সে হারের পর ভিনেশ ফোগতকে ‘খোটা সিক্কা’ (Khota Sikka) বলে অপমান করার অভিযোগও উঠেছে ৷

পাশাপাশি, ফেডেরেশনের প্রিয় যে সব কোচ রয়েছেন, তাঁরা মহিলা কুস্তিগীরদের সঙ্গে খারাপ আচরণ করেন ৷ এমনকি, মহিলা কোচদের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা ৷ এদিন তাঁদের এই বিক্ষোভে সামিল হয়েছে অলিম্পিক পদক জয়ী বজরং পুনিয়া ৷ দিল্লির যন্তর-মন্তরে এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে ভিনেশ ফোগত বলেন, ‘‘কোচেরা মহিলা কুস্তিগীরদের হেনস্থা করেন ৷ আর কিছু কোচ রয়েছেন যাঁরা ফেডেরেশনের প্রিয়, তাঁরা অনেক মহিলা কোচের সঙ্গে দুর্ব্যবহার করেন ৷ ডব্লিউএফআই সভাপতি নিজে অনেক মেয়েকে যৌন হেনস্থা করেছেন ৷’’

  • Delhi | I know about 10-20 accounts of sexual harassment faced by women wrestlers. Many coaches and referees have been involved. We will sit on protest until those guilty are not punished. No athlete will participate in any event: Wrestler Vinesh Phogat pic.twitter.com/uHpFs7fFN5

    — ANI (@ANI) January 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিনেশ ফোগত অভিযোগ করেছেন, ‘‘টোকিও অলিম্পিক্সে আমার হারের পর, ফেডেরেশন সভাপতি ‘খোটা সিক্কা’ বলেছিলেন ৷ ফেডেরেশন আমার উপর মানসিকভাবে নির্যাতন চালিয়েছে ৷ আমি রোজ নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতাম ৷ কোনও কুস্তিগীরের সঙ্গে কোনও ঘটনা ঘটলে, তার জন্য দায়ী থাকবেন রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি ৷’’ এরপর তিনি এও অভিযোগ করেছেন, ফেডেরেশন তাঁদের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করছে ৷

এক কুস্তিগীর অভিযোগ করেছেন, তাঁরা যখন অলিম্পিক্সে গিয়েছিলেন, সেই সময় তাঁদের সঙ্গে কোনও ফিজিও ছিলেন না ৷ তাঁরা এনিয়ে প্রতিবাদ করলে, ফেডেরেশনের তরফে তাঁদের হুমকি দেওয়া হয়েছে ৷ ভিনেশদের পাশে দাঁড়িয়ে বজরং পুনিয়া দাবি করেছেন, ফেডেরেশনের পুরো ম্যানেজমেন্টকে বহিষ্কার করা হোক এবং তার জায়গায় নতুন করে নির্বাচনের মাধ্য়মে কমিটি গঠন করা হোক ৷

আরও পড়ুন: যন্তর মন্তরে বিক্ষোভে কুস্তিগীররা, ফেডেরেশনের স্বৈরাচারিতা বরদাস্ত না-করার হুঁশিয়ারি

তবে, এই সব অভিযোগ অস্বীকার করেছেন ফেডেরেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ৷ তিনি বলেন, ‘‘ফেডেরেশনে কোনও যৌন হেনস্থার ঘটনা ঘটেনি ৷ যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে ওরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিক ৷’’ ভিনেশ ফোগতের অভিযোগের প্রেক্ষিতে ব্রিজভূষণ এদিনও কার্যত তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন ৷ বলেন, ‘‘আমি ভিনেশ ফোগতকে প্রশ্ন করতে চাই, কেন অলিম্পিক্সে একটি কোম্পানির লোগো দেওয়া জার্সি পরেছিলেন তিনি ? হারের পর আমি কেবলমাত্র তাঁকে উৎসাহ জুগিয়েছি ও মনোবল বাড়িয়েছি ৷’’

  • Sexual harassment is a big allegation. How can I take action when my own name has been dragged into this? I am ready for an investigation: Brijbhushan Sharan Singh, President, Wrestling Federation of India (WFI) pic.twitter.com/m5EntTcwW4

    — ANI (@ANI) January 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণ শরণ সিং বলেন, ‘‘যৌন হেনস্থা একটা বড় অভিযোগ ৷ আমি কীভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেখানে আমার নিজের নাম এর মধ্যে টেনে আনা হয়েছে ৷ আমি সবরকম তদন্তের জন্য প্রস্তুত রয়েছি ৷’’ কুস্তিগীরদের এই অভিযোগের পর, দেশের ক্রীড়ামহলে হইচই পড়ে গিয়েছে ৷ বিষয়টি নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ নেয় কি না, সেটাই এখন দেখার ৷

নয়াদিল্লি, 18 জানুয়ারি: রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতির বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ ৷ এদিন যন্তর মন্তরে বিক্ষোভকারী অলিম্পিয়ান কুস্তিগীর ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা এই অভিযোগ করেছেন ৷ সেখানেই ভিনেশ ফোগত অভিযোগ করেছেন, সভাপতি ব্রিজভূষণ শরণ সিং মেয়েদের যৌন হেনস্থা করেন (Sexual Harassment Allegation Against WFI President)৷ এমনকি তিনি টোকিয়ো অলিম্পিক্সে হারের পর ভিনেশ ফোগতকে ‘খোটা সিক্কা’ (Khota Sikka) বলে অপমান করার অভিযোগও উঠেছে ৷

পাশাপাশি, ফেডেরেশনের প্রিয় যে সব কোচ রয়েছেন, তাঁরা মহিলা কুস্তিগীরদের সঙ্গে খারাপ আচরণ করেন ৷ এমনকি, মহিলা কোচদের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছেন ভিনেশ ফোগত, সাক্ষী মালিকরা ৷ এদিন তাঁদের এই বিক্ষোভে সামিল হয়েছে অলিম্পিক পদক জয়ী বজরং পুনিয়া ৷ দিল্লির যন্তর-মন্তরে এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে ভিনেশ ফোগত বলেন, ‘‘কোচেরা মহিলা কুস্তিগীরদের হেনস্থা করেন ৷ আর কিছু কোচ রয়েছেন যাঁরা ফেডেরেশনের প্রিয়, তাঁরা অনেক মহিলা কোচের সঙ্গে দুর্ব্যবহার করেন ৷ ডব্লিউএফআই সভাপতি নিজে অনেক মেয়েকে যৌন হেনস্থা করেছেন ৷’’

  • Delhi | I know about 10-20 accounts of sexual harassment faced by women wrestlers. Many coaches and referees have been involved. We will sit on protest until those guilty are not punished. No athlete will participate in any event: Wrestler Vinesh Phogat pic.twitter.com/uHpFs7fFN5

    — ANI (@ANI) January 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিনেশ ফোগত অভিযোগ করেছেন, ‘‘টোকিও অলিম্পিক্সে আমার হারের পর, ফেডেরেশন সভাপতি ‘খোটা সিক্কা’ বলেছিলেন ৷ ফেডেরেশন আমার উপর মানসিকভাবে নির্যাতন চালিয়েছে ৷ আমি রোজ নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতাম ৷ কোনও কুস্তিগীরের সঙ্গে কোনও ঘটনা ঘটলে, তার জন্য দায়ী থাকবেন রেসলিং ফেডেরেশন অফ ইন্ডিয়ার সভাপতি ৷’’ এরপর তিনি এও অভিযোগ করেছেন, ফেডেরেশন তাঁদের ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করছে ৷

এক কুস্তিগীর অভিযোগ করেছেন, তাঁরা যখন অলিম্পিক্সে গিয়েছিলেন, সেই সময় তাঁদের সঙ্গে কোনও ফিজিও ছিলেন না ৷ তাঁরা এনিয়ে প্রতিবাদ করলে, ফেডেরেশনের তরফে তাঁদের হুমকি দেওয়া হয়েছে ৷ ভিনেশদের পাশে দাঁড়িয়ে বজরং পুনিয়া দাবি করেছেন, ফেডেরেশনের পুরো ম্যানেজমেন্টকে বহিষ্কার করা হোক এবং তার জায়গায় নতুন করে নির্বাচনের মাধ্য়মে কমিটি গঠন করা হোক ৷

আরও পড়ুন: যন্তর মন্তরে বিক্ষোভে কুস্তিগীররা, ফেডেরেশনের স্বৈরাচারিতা বরদাস্ত না-করার হুঁশিয়ারি

তবে, এই সব অভিযোগ অস্বীকার করেছেন ফেডেরেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ৷ তিনি বলেন, ‘‘ফেডেরেশনে কোনও যৌন হেনস্থার ঘটনা ঘটেনি ৷ যদি এমন কোনও ঘটনা ঘটে থাকে, তাহলে ওরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিক ৷’’ ভিনেশ ফোগতের অভিযোগের প্রেক্ষিতে ব্রিজভূষণ এদিনও কার্যত তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেন ৷ বলেন, ‘‘আমি ভিনেশ ফোগতকে প্রশ্ন করতে চাই, কেন অলিম্পিক্সে একটি কোম্পানির লোগো দেওয়া জার্সি পরেছিলেন তিনি ? হারের পর আমি কেবলমাত্র তাঁকে উৎসাহ জুগিয়েছি ও মনোবল বাড়িয়েছি ৷’’

  • Sexual harassment is a big allegation. How can I take action when my own name has been dragged into this? I am ready for an investigation: Brijbhushan Sharan Singh, President, Wrestling Federation of India (WFI) pic.twitter.com/m5EntTcwW4

    — ANI (@ANI) January 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে, যৌন হেনস্থার অভিযোগে ব্রিজভূষণ শরণ সিং বলেন, ‘‘যৌন হেনস্থা একটা বড় অভিযোগ ৷ আমি কীভাবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, যেখানে আমার নিজের নাম এর মধ্যে টেনে আনা হয়েছে ৷ আমি সবরকম তদন্তের জন্য প্রস্তুত রয়েছি ৷’’ কুস্তিগীরদের এই অভিযোগের পর, দেশের ক্রীড়ামহলে হইচই পড়ে গিয়েছে ৷ বিষয়টি নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ নেয় কি না, সেটাই এখন দেখার ৷

Last Updated : Jan 18, 2023, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.