ভাস্কো, 28 ফেব্রুয়ারি : আক্রমণ, পাল্টা আক্রমণে জমজমাট দুই লাস্ট বয়ের লড়াই । শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই এসসি ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের লড়াই শেষ হল । প্রথমার্ধের একদম শেষে মার্কো সাহানের গোলে খালিদ জামিলের ছেলেরা এগিয়ে গেলেও পেরোসোভিচ পেনাল্টি থেকে লাল-হলুদকে সমতায় ফেরায় (SC East Bengal vs North East United results as draw) ।
আইএসএলে শেষ ম্যাচ খেলল নর্থ ইস্ট ইউনাইটেড । 14 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করল হাইল্যান্ডাররা । এসসি ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ বাকি । এই মুহূর্তে 11 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে পদ্মাপাড়ের ক্লাব । শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় না-পেলে 'লাস্ট বয়' হিসেবেই টুর্নামেন্ট শেষ করবে রিভেরার ছেলেরা ।
নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলল লাল-হলুদ । একের পর এক আক্রমণ, আগ্রাসী ফুটবলে প্রতিপক্ষকে কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছিল পেরোসেভিচ, রফিকরা । অন্তত দু'বার গোল পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় পোষ্ট এবং ক্রসবার ।
-
It ends 1-1 at the Maidan.#SCEBNEU #WeAreSCEB #ISL pic.twitter.com/p1tOdCdVA8
— SC East Bengal (@sc_eastbengal) February 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">It ends 1-1 at the Maidan.#SCEBNEU #WeAreSCEB #ISL pic.twitter.com/p1tOdCdVA8
— SC East Bengal (@sc_eastbengal) February 28, 2022It ends 1-1 at the Maidan.#SCEBNEU #WeAreSCEB #ISL pic.twitter.com/p1tOdCdVA8
— SC East Bengal (@sc_eastbengal) February 28, 2022
আরও পড়ুন : FIFA On Surajit Sengupta Demise : সুরজিতের প্রয়াণে ফিফার শোকবার্তা পৌঁছল ফেডারেশনে
লাল-হলুদের সাঁড়াশি চাপ সামলে পাল্টা দেওয়ার চেষ্টা করেছে নর্থইস্ট ইউনাইটেডও । ডেসন ব্রাউন, সুহের ভিপি গোল পাওয়ার জন্য মরিয়া হলেও বারবার আটকে গিয়েছেন ইস্টবেঙ্গলের জমাট রক্ষণের সামনে । মাঝমাঠে সৌরভ দাস, মহম্মদ রফিক । রক্ষণে হীরা মণ্ডল, ফ্রান্জো প্রেৎসের দাপটের সামনে খালিদ জামিলের ছেলেরা দাঁত ফোটাতেই পারেনি ।