কলকাতা, 5 মার্চ: ফেব্রুয়ারি মাসেই আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা ৷ তবে, ভারতীয় অনুরাগীদের জন্য তিনি আজ শেষবারের জন্য টেনিস কোর্টে নামতে চলেছেন ৷ টেনিস সুন্দরী হায়দরাবাদে তাঁর ঘরের মাঠে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন (Sania Mirza to Play Farewell Exhibition Match) ৷ সেখানেই ভারতীয় ফ্যানদের সামনে টেনিস কোর্টকে খেলোয়াড় হিসেবে বিদায় জানাবেন তিনি ৷
হায়দরাবাদের লাল বাহাদুর স্টেডিয়ামে এই প্রদর্শনী ম্যাচ খেলবেন সানিয়া মির্জা ৷ অলিম্পিকস ওয়েব সাইটের তথ্যকে তুলে ধরে সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে ৷ সানিয়া জানিয়েছেন, 20 বছর আগে তিনি যেখান থেকে নিজের টেনিস কেরিয়ার শুরু করেছিলেন, সেখানেই শেষবারের মতো টেনিস ব়্যাকেট হাতে নামতে চলেছেন তিনি ৷ এই ম্যাচে তাঁর কাছের সব বন্ধু, পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন ৷ তিনি এই প্রদর্শনী ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছেন ৷
সানিয়া বলেন, ‘‘আমি আশা করছি এই যাত্রাটি খুব সুন্দরভাবে শেষ করতে পারব ৷ যেখানে আমার সকল বন্ধু, আমার পরিবার এবং আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলি উপস্থিত থাকবেন ৷ আর বিশেষত আমার ফ্যানরা, যাঁরা এতগুলো বছর ধরে আমাকে নিঃস্বার্থভাবে সমর্থন করে গিয়েছেন ৷ তাঁদের জন্য নিজের সেরাটা দিয়ে এই ম্যাচ খেলব আমি ৷’’
আরও পড়ুন: টেনিস তাঁর জীবনে গুরুত্বপূর্ণ হলেও সবকিছু নয়, বিদায়বেলায় জানালেন সানিয়া
6টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া 2টি প্রদর্শনী ম্যাচ খেলবেন তাঁর বিদায় বেলায় ৷ প্রথম ম্যাচটি খেলা হবে দু’টি দলের বিরুদ্ধে ৷ সেই দল তৈরি করা হয়েছে অভিনেতা, ক্রিকেটার এবং টেনিস প্লেয়ারদের নিয়ে ৷ সেই দু’টি দলের একটির নেতৃত্বে থাকবেন সানিয়া মির্জা ৷ আর অপর দলের নেতৃত্ব দেবেন সানিয়ার শেষ মিক্সড ডবলস গ্র্যান্ড স্ল্যাম পার্টনার রোহন বোপান্না ৷ আর দ্বিতীয় ম্যাচটি সানিয়া খেলবেন রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে ৷ সানিয়া তাঁর শেষ গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলস ফাইনালেও রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে ছিলেন ৷