কলকাতা, 23 অগস্ট: চোটের কারণে যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে গেলেন সানিয়া মির্জা (Sania Mirza Pulls Out Of US Open) ৷ এ দিন ইনস্টাগ্রাম স্টোরিতে এ সংক্রান্ত একটি বিবৃতি দেন ভারতীয় টেনিস তারকা ৷ তবে, চোটের জন্য যুক্তরাষ্ট্র ওপেন থেকে ছিটকে যাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় তাঁর অবসর সংক্রান্ত বক্তব্য ৷ যেখানে তিনি জানিয়েছেন, এই চোটের কারণে তাঁর অবসর সংক্রান্ত পরিকল্পনা বদল হতে পারে ৷ যা সানিয়া অনুরাগীদের জন্য খুব একটা ভালো খবর নয় ৷
ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় টেনিস সুন্দরী লিখেছেন, ‘‘হ্যালো বন্ধুরা, একটা জরুরি তথ্য ৷ আমি এই মাত্র একটা খবর পেলাম, যা খুব একটা ভালো নয় ৷ 2 সপ্তাহ আগে আমি কানাডায় খেলতে গিয়ে কনুইয়ে চোট (Elbow Injury) পাই ৷ তবে, অবশ্যই বুঝতে পারিনি সেটা কতটা গুরুতর ছিল ৷ যতক্ষণ না গতকাল স্ক্যান করাই ৷ দুর্ভাগ্যবশত আমার হাতের টেনডন ছিঁড়ে গিয়েছে ৷’’ সানিয়া জানিয়েছেন, এই মুহূর্তে তাঁকে বেশ কয়েক সপ্তাহ কোর্টের বাইরে থাকতে হবে ৷
এ নিয়ে সানিয়া মির্জা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমাকে কয়েক সপ্তাহ বাইরে থাকতে হবে ৷ ফলে যুক্তরাষ্ট্র ওপেন (US Open 2022) থেকে সরে দাঁড়ালাম ৷ এটা খুব একটা ভালো হল না এবং খুবই খারাপ সময়ে হল ৷ আর এটা আমার ভবিষ্যতের অবসর পরিকল্পনাকে বদলে দিতে পারে ৷ এ নিয়ে আপনাদের সব জানাব... ভালোবাসা রইল, সানিয়া ৷’’
আরও পড়ুন: ওল্ড ট্র্যাফোর্ডে পা দিলেন ক্যাসেমিরো, লিভারপুলকে উড়িয়ে তিন পয়েন্ট এল রেড ডেভিলসদের ঘরে
সানিয়া মির্জা একমাত্র ভারতীয় মহিলা টেনিস তারকা যিনি মহিলাদের ডবলসে অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন এবং যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন ৷ আর একমাত্র ভারতীয় মহিলা টেনিস তারকা যিনি অস্ট্রেলিয়ান ওপেনের সিঙ্গলস ফাইনাল খেলেছেন ৷