কলকাতা, 17 সেপ্টেম্বর: কোর্টে সময়টা মোটেই ভাল যাচ্ছে না সানিয়ার মির্জার (Sania Mirza) ৷ টোকিও অলিম্পিকসের পর ইউ এস ওপেনেও ব্যর্থ। একই দিনে ডাবলস ও মিক্সড ডাবলসে নিজের প্রথম রাউন্ডের ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় টেনিস তারকা। তারপর লুক্সেমবার্গ ওপেনে কোয়ার্টার ফাইনালে থেমে গেল সানিয়ার দৌড় ৷
লুক্সেমবার্গ ওপেনের মহিলা ডাবলসের শেষ আটে লড়াই করে হেরে যান ইন্দো-চিনা জুটি ৷ চিনা পার্টনার শুয়াই ঝাং-এর সঙ্গে সানিয়ার জুটি ছিল টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ৷ কিন্তু অবাছাই জুটিরে কাছে 6-3, 3-6, 8-10 সেটে হার মানে ইন্দো-চিনা জুটি ৷ প্রথম সেট জিতে দারুণ শুরু করে ছিলেন দ্বিতীয় বাছাই সানিয়া-ঝাং ৷ কিন্তু দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরে বেলজিয়াম জুটি ৷ তৃতীয় সেটে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষরক্ষা করতে পারেননি সানিয়ারা ৷
এক ঘণ্টা 11 মিনিটের লড়াই শেষে হার হজম করে সানিয়া-ঝাং জুটি ৷ ডাবলসে 6 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া ৷ তাঁর পার্টনার সদ্য ইউএস ওপেন অস্ট্রেলিয়ার পার্টনার সামান্থা স্তোসুরকে নিয়ে খেতাব জিতেছেন ৷ কিন্ত লুক্সেমবার্গ ওপেনে ডাবলসে শেষ আটের গণ্ডি টপকাতে পারলেন না সানিয়ারা ৷ তবে প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে প্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিয়ে সাড়া জাগিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন সানিয়া-ঝাং ৷
আরও পড়ুন : ডিজিটালে ডেবিউ করতে চলেছেন সানিয়া মির্জ়া
মা হওয়ার পর পেশাদার সার্কিটে থাকাটা বেশ যে চ্যালেঞ্জিং, তা আগেই স্বীকার করেছিলেন সানিয়া মির্জা ৷ পাশাপাশি এটা যে বেশ আনন্দের, তাও জানাতে ভোলেননি ভারতীয় টেনিস তারকা ৷ মা হওয়ার পর ফের পেশাদার সার্কিটে ফিরে এসেছেন সানিয়া। তারপর অলিম্পিকস থেকে শুরু করে উইম্বলডন ও বেশ কয়েকটি বিদেশি টুর্নামেন্টেও খেলেছেন। তবে সেখানে সানিয়ার সাফল্যের নিরিখে তাঁর পারফরম্যান্স নজর কাড়তে পারেনি। কিন্তু মাতৃত্বর সঙ্গে পেশাদারিত্ব বেশ উপভোগ করছেন পাক ক্রিকেটারের পত্নী ৷