মেলবোর্ন, 25 জানুয়ারি: কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামেও দাপট দেখাচ্ছেন সানিয়া মির্জা (Sania Mirza) । অস্ট্রেলিয়ান ওপেনে টেনিস সুন্দরীকে যোগ্য সঙ্গত করেন রোহন বোপান্না (Rohan Bopanna) । মার্গারেট কোর্ট এরিনায় মিক্সড ডাবলসে ঝড় তুলল সানিয়া-রোহন জুটি (Mixed Doubles at Australian Open ) ।
সেমিফাইনালে সুপার টাইব্রেকারে জিতে মহারণের টিকিট নিশ্চিত করলেন ভারতীয় টেনিস তারকাদ্বয় । হারালেন ব্রিটেনের নিল স্কুপস্কি এবং আমেরিকার ডেসিরে ক্রাভচেক জুটিকে । ভারতীয় জুটির পক্ষে খেলার ফল 7-6 (7-5), 6-7 (5-7), 10-6।
আরও পড়ুন: শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে আবেগঘন বার্তা সানিয়ার
অস্ট্রেলিয়ান ওপেনের নিয়ম অনুযায়ী, প্রথম দু’সেটের ড্র হওয়ায় সুপার টাইব্রেকারে যায় ম্যাচ । সেখানেই স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচ বের করে নিয়ে যায় ভারতীয় জুটি । প্রথম থেকেই এগিয়ে ছিল সানিয়া-বোপান্নারা । যদিও একসময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন স্কুপস্কি-ক্রাভচেক । ব্যবধান কমে 8-6 করে ফেললেও শেষ পর্যন্ত সানিয়ার একটি ব্যাক হ্যান্ড রিটার্নেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় ।
-
In a fitting farewell, @MirzaSania's last dance will take place on the grandest stage!
— #AusOpen (@AustralianOpen) January 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
She and @rohanbopanna 🇮🇳 have qualified for the Mixed Doubles Final!@wwos • @espn • @eurosport • @wowowtennis • #AusOpen • #AO2023 pic.twitter.com/qHGNOvWMoC
">In a fitting farewell, @MirzaSania's last dance will take place on the grandest stage!
— #AusOpen (@AustralianOpen) January 25, 2023
She and @rohanbopanna 🇮🇳 have qualified for the Mixed Doubles Final!@wwos • @espn • @eurosport • @wowowtennis • #AusOpen • #AO2023 pic.twitter.com/qHGNOvWMoCIn a fitting farewell, @MirzaSania's last dance will take place on the grandest stage!
— #AusOpen (@AustralianOpen) January 25, 2023
She and @rohanbopanna 🇮🇳 have qualified for the Mixed Doubles Final!@wwos • @espn • @eurosport • @wowowtennis • #AusOpen • #AO2023 pic.twitter.com/qHGNOvWMoC
গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ৷ আর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম, সেটাও অস্ট্রেলিয়ান ওপেন ৷ আগেই জানিয়েছিলেন আগামী ফেব্রুয়ারি মাসে দুবাই ওপেনে শেষবারের মতো ব়্যাকেট হাতে দেখা যাবে তাঁকে ৷ ফলে জিততে মরিয়া হায়দরাবাদি টেনিস সুন্দরী । ডাবলসে যাত্রা শেষ হয়ে গেলেও মিক্সড ডাবলসে ক্রমশ জয়ের লক্ষ্যে এগোচ্ছেন তিনি ।
আরও পড়ুন: রান-আপ ও বোলিং অ্যাকশন বদলে সফল কুলদীপ, প্রশংসায় প্রাক্তনীরা