ETV Bharat / sports

F4 Car Racing Championship: চেন্নাইয়ে ফর্মুলা 4 রেসিং চ্যাম্পিয়নশিপে কোঝিকোড়ের সালভা মারজান - F4 Car Racing

Salva Marjan Formula Four Car Racer: 8 বছর আগে 15 বছরের কোঝিকোড়ের কিশোরী যে স্বপ্ন দেখেছিলেন, এবার তা পূরণ হতে চলেছে ৷ গতির দুনিয়ায় পা রাখছেন কেরলের 23 বছরের সালভা মারজান ৷ 4 ও 5 নভেম্বর চেন্নাইয়ে আয়োজিত ফর্মুলা ফোর রেসিংয়ে চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 3:18 PM IST

ফর্মুলা 4 রেসিং চ্যাম্পিয়নশিপে ভারতের সালভা মারজান

কোঝিকোড় (কেরল), 3 নভেম্বর: কেরলের কোঝিতোড় জেলার পাহাড়ি গ্রাম চেমব্রার 23 বছরের যুবতী সালভা মারজান ৷ মাত্র 15 বছর বয়সে স্বপ্ন দেখেছিলেন গতির দুনিয়ায় রাজত্ব করবেন ৷ সেই স্বপ্নপূরণ করতে গত কয়েকবছর দুবাইতে ফর্মুলা রেসের ট্রেনিং নিয়েছেন ৷ এবার তিনি চেন্নাইতে আয়োজিত ফর্মুলা ফোর রেসিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন ৷ 4 ও 5 নভেম্বর অর্থাৎ, আগামী শনিবার ও রবিবার এই প্রতিযোগিতা হবে ৷

সালভা মারজান এর আগে ‘ফর্মুলা ফর ইউএই’ ও ‘ফর্মুলা ফর ব্রিটেন’ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ৷ সেখানে ভালো ফলাফল করার পরেই ফর্মুলা রেসিংয়ের পরবর্তী পর্যায় ফর্মুলা ফোর রেসিং চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছেন কোঝিকোড়ের এই রেসার ৷ আলিশা আব্দুল্লাহর পর দ্বিতীয় ভারতীয় মহিলা ফরমুলা রেসার সালভা মারজান ৷ তাঁর বাবা পানাচিংগাল কুনজামু এবং মা সুবাইদা ৷ ছোটবেলাতেই ফর্মুলা রেসিংয়ে আগ্রহ ছিল তাঁর ৷ মাত্র 15 বছর বয়স থেকে ট্রেনিং শুরু করেছিলেন সালভা ৷ পরিবারের সমর্থন এবং কঠোর পরিশ্রমের পর একটি করে ধাপ এগোচ্ছেন তিনি ৷

ফর্মুলা রেসিংয়ের শুরু করেছিলেন ‘ফর্মুলা এলজিবি’ দিয়ে ৷ সিঙ্গল সিটার ও ওপেন হুইল ক্লাস রেসিংয়ের ট্রেনিং শুরু করেছিলেন সালভা ৷ দুবাইয়ের ডিটিএস রেসিং ক্লাসে এই ট্রেনিং শুরু করেন তিনি ৷ তাঁর রেসিংয়ের প্রতি প্যাশন ও ভালোবাসা থেকে দ্রুত দক্ষ হয়ে ওঠেন সালভা ৷ তাঁর লক্ষ্য ছিল আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ৷ তবে, একলাফে চূড়ান্ত পর্যায়ে যে পৌঁছানো যাবে না, তা জানতেন সালভা মারজান ৷ তাই ধাপে ধাপে এগোচ্ছেন তিনি ৷

আরও পড়ুন: রেস-ওয়াকে দেশকে ঐতিহাসিক রুপো এনে দিলেন প্রিয়াঙ্কা, স্টেপল চেজে ইতিহাস অবিনাশের

চেন্নাইয়ে আয়োজিত ফর্মুলা ফোর রেসিং চ্যাম্পিয়নশিপ কোয়ালিফিকেশন রাউন্ডে সবার আগে উত্তীর্ণ হয়েছিলেন ৷ ফর্মুলা রেস ফোর পর্যায়ে মোট তিনটি রেস হবে চ্যাম্পিয়নশিপে ৷ তিনটি রেসই সমান দূরত্বের হবে ৷ এই প্রতিযোগিতায় সফল হতে পারলে, ফর্মুলা থ্রি ও ফর্মুলা টু-তে যাওয়ার যোগ্যতা অর্জন করবেন সালভা মারজান ৷ সেখান থেকে ফর্মুলা রেসিংয়ের সবচেয়ে বড় মঞ্চ ফর্মুলা ওয়ানে ভারতের প্রতিনিধিত্ব করার সুবর্ণ সুযোগ থাকবে সালভার ৷

ফর্মুলা 4 রেসিং চ্যাম্পিয়নশিপে ভারতের সালভা মারজান

কোঝিকোড় (কেরল), 3 নভেম্বর: কেরলের কোঝিতোড় জেলার পাহাড়ি গ্রাম চেমব্রার 23 বছরের যুবতী সালভা মারজান ৷ মাত্র 15 বছর বয়সে স্বপ্ন দেখেছিলেন গতির দুনিয়ায় রাজত্ব করবেন ৷ সেই স্বপ্নপূরণ করতে গত কয়েকবছর দুবাইতে ফর্মুলা রেসের ট্রেনিং নিয়েছেন ৷ এবার তিনি চেন্নাইতে আয়োজিত ফর্মুলা ফোর রেসিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন ৷ 4 ও 5 নভেম্বর অর্থাৎ, আগামী শনিবার ও রবিবার এই প্রতিযোগিতা হবে ৷

সালভা মারজান এর আগে ‘ফর্মুলা ফর ইউএই’ ও ‘ফর্মুলা ফর ব্রিটেন’ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন ৷ সেখানে ভালো ফলাফল করার পরেই ফর্মুলা রেসিংয়ের পরবর্তী পর্যায় ফর্মুলা ফোর রেসিং চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছেন কোঝিকোড়ের এই রেসার ৷ আলিশা আব্দুল্লাহর পর দ্বিতীয় ভারতীয় মহিলা ফরমুলা রেসার সালভা মারজান ৷ তাঁর বাবা পানাচিংগাল কুনজামু এবং মা সুবাইদা ৷ ছোটবেলাতেই ফর্মুলা রেসিংয়ে আগ্রহ ছিল তাঁর ৷ মাত্র 15 বছর বয়স থেকে ট্রেনিং শুরু করেছিলেন সালভা ৷ পরিবারের সমর্থন এবং কঠোর পরিশ্রমের পর একটি করে ধাপ এগোচ্ছেন তিনি ৷

ফর্মুলা রেসিংয়ের শুরু করেছিলেন ‘ফর্মুলা এলজিবি’ দিয়ে ৷ সিঙ্গল সিটার ও ওপেন হুইল ক্লাস রেসিংয়ের ট্রেনিং শুরু করেছিলেন সালভা ৷ দুবাইয়ের ডিটিএস রেসিং ক্লাসে এই ট্রেনিং শুরু করেন তিনি ৷ তাঁর রেসিংয়ের প্রতি প্যাশন ও ভালোবাসা থেকে দ্রুত দক্ষ হয়ে ওঠেন সালভা ৷ তাঁর লক্ষ্য ছিল আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ৷ তবে, একলাফে চূড়ান্ত পর্যায়ে যে পৌঁছানো যাবে না, তা জানতেন সালভা মারজান ৷ তাই ধাপে ধাপে এগোচ্ছেন তিনি ৷

আরও পড়ুন: রেস-ওয়াকে দেশকে ঐতিহাসিক রুপো এনে দিলেন প্রিয়াঙ্কা, স্টেপল চেজে ইতিহাস অবিনাশের

চেন্নাইয়ে আয়োজিত ফর্মুলা ফোর রেসিং চ্যাম্পিয়নশিপ কোয়ালিফিকেশন রাউন্ডে সবার আগে উত্তীর্ণ হয়েছিলেন ৷ ফর্মুলা রেস ফোর পর্যায়ে মোট তিনটি রেস হবে চ্যাম্পিয়নশিপে ৷ তিনটি রেসই সমান দূরত্বের হবে ৷ এই প্রতিযোগিতায় সফল হতে পারলে, ফর্মুলা থ্রি ও ফর্মুলা টু-তে যাওয়ার যোগ্যতা অর্জন করবেন সালভা মারজান ৷ সেখান থেকে ফর্মুলা রেসিংয়ের সবচেয়ে বড় মঞ্চ ফর্মুলা ওয়ানে ভারতের প্রতিনিধিত্ব করার সুবর্ণ সুযোগ থাকবে সালভার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.