ETV Bharat / sports

Milkha Singh: "অনুপ্রেরণার মৃত্যু নেই", শোকপ্রকাশ সচিন-সৌরভ-কোহলি-শাস্ত্রীর - রবি শাস্ত্রী

"উড়ন্ত শিখ"-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভ টুইট করেন, "খবরটা পেয়ে ভীষণ মন খারাপ হল ৷ আত্মার শান্তি কামনা করি ৷ ভারতের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব ৷ ভারতের যুবকদের অ্যাথলিট হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন ৷ আমি ভাগ্যবান যে আপনাকে খুব কাছ থেকে চিনতাম ৷"

sachin-tendulkar-sourav-ganguly-virat-kohli-ravi-shastri-mourned-on-death-of-milkha-singh
sachin-tendulkar-sourav-ganguly-virat-kohli-ravi-shastri-mourned-on-death-of-milkha-singh
author img

By

Published : Jun 19, 2021, 4:56 PM IST

Updated : Jun 19, 2021, 5:10 PM IST

কলকাতা, 19 জুন : করোনাকে জয় করেও জীবনের ট্র্যাকে হার মেনেছেন ভারতের সর্বকালের সেরা কিংবদন্তি অ্যাথলিট ৷ শোকস্তব্ধ গোটা দেশ ৷ এশিয়ান গেমসে তিনবার স্বর্ণপদক, কমনওয়েলথ গেমস চাম্পিয়ান, অলিম্পিকে চতুর্থ স্থানাধিকারী 'উড়ন্ত শিখ'-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে দেশের রাজনৈতিক মহল থেকে বলিউডের তারকারা ৷ ক্রীড়াবিদরা তো বটেই ৷ এবার মিলখা সিংয়ের মৃ্ত্যুতে শোকপ্রকাশ করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতো ব্যক্তিত্বরা ৷

মিলখা সিংয়ের যুবক বয়সের সাদাকালো ছবি দিয়ে শোকবার্তা টুইট করেন সচিন তেন্ডুলকর ৷ লেখেন, "শান্তিতে বিশ্রাম নিন আমাদের একান্ত আপন ফ্লাইং শিখ মিলখা সিংজি ৷" লিটল মাস্টার আরও লেখেন, "আপনার মৃত্য়ুতে আজ প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি হল ৷ যদিও আপনি আগামী বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবেন ৷"

"উড়ন্ত শিখ"-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভ টুইট করেন, "খবরটা পেয়ে ভীষণ মন খারাপ হল ৷ আত্মার শান্তি কামনা করি ৷ ভারতের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব ৷ ভারতের যুবকদের অ্যাথলিট হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন ৷ আমি ভাগ্যবান যে আপনাকে খুব কাছ থেকে চিনতাম ৷"

মিলখা সিংয়ের ছবি সহ টুইট করেছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও ৷ বিরাট লেখেন, "কিভাবে স্বপ্নকে তাড়া করতে হয়, লক্ষ্যে অবিচল থাকতে হয়, একটি জাতিকে শিখিয়েছিলেন আপনি ৷ আত্মার শান্তি কামনা করি মিলখা সিংজি ৷ আপনাকে কখনই ভোলা যাবে না ৷"

ভারতের সর্বকালের সেরা দৌড়বিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রবি শাস্ত্রীও ৷ মিলখা সিংয়ের ঝলমলে ছবি দিয়ে শাস্ত্রী লিখেছেন, "অলিম্পিকে ভারতের সেরা দৌড়বিদ ৷ পরিকাঠামোর অতি সামান্য সুবিধা সত্বেও গত শতাব্দীর ছয়ের দশকে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন ৷ সংকল্প শব্দটিকে নিজের জীবনে বেছে নিয়েছিলেন তিনি ৷ নিজেকে অন্যস্তরে পৌঁছে দিয়েছিলেন ৷ শ্রদ্ধা ৷ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক ৷ সমবেদনা জানাই জীব মিলখা সিং ও তাঁর পরিবারকে ৷

আরও পড়ুন: Milkha Singh : মিলখার মৃত্যু অপূরণীয় ক্ষতি, বলছেন বাংলার ক্রীড়াবিদরা

শুক্রবার রাতে 91 বছর বয়সে প্রয়াত হয়েছেন উড়ন্ত শিখ মিলখা সিং ৷ করোনা সংক্রমিত হয়ে চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইন্স্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্ট-এ (Post Graduate Institute of Medical Education & Research) ভর্তি ছিলেন তিনি ৷ তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত ছিলেন, তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয় ৷ 19 দিনের লড়াই শেষে রবিবার না ফেরার দেশে চলে যান মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর ৷ পাঁচ দিন পর চলে গেলেন মিলখা সিং ৷

কলকাতা, 19 জুন : করোনাকে জয় করেও জীবনের ট্র্যাকে হার মেনেছেন ভারতের সর্বকালের সেরা কিংবদন্তি অ্যাথলিট ৷ শোকস্তব্ধ গোটা দেশ ৷ এশিয়ান গেমসে তিনবার স্বর্ণপদক, কমনওয়েলথ গেমস চাম্পিয়ান, অলিম্পিকে চতুর্থ স্থানাধিকারী 'উড়ন্ত শিখ'-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে দেশের রাজনৈতিক মহল থেকে বলিউডের তারকারা ৷ ক্রীড়াবিদরা তো বটেই ৷ এবার মিলখা সিংয়ের মৃ্ত্যুতে শোকপ্রকাশ করলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), বিরাট কোহলি (Virat Kohli), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রবি শাস্ত্রীর (Ravi Shastri) মতো ব্যক্তিত্বরা ৷

মিলখা সিংয়ের যুবক বয়সের সাদাকালো ছবি দিয়ে শোকবার্তা টুইট করেন সচিন তেন্ডুলকর ৷ লেখেন, "শান্তিতে বিশ্রাম নিন আমাদের একান্ত আপন ফ্লাইং শিখ মিলখা সিংজি ৷" লিটল মাস্টার আরও লেখেন, "আপনার মৃত্য়ুতে আজ প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি হল ৷ যদিও আপনি আগামী বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবেন ৷"

"উড়ন্ত শিখ"-এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-এর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সৌরভ টুইট করেন, "খবরটা পেয়ে ভীষণ মন খারাপ হল ৷ আত্মার শান্তি কামনা করি ৷ ভারতের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব ৷ ভারতের যুবকদের অ্যাথলিট হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন ৷ আমি ভাগ্যবান যে আপনাকে খুব কাছ থেকে চিনতাম ৷"

মিলখা সিংয়ের ছবি সহ টুইট করেছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও ৷ বিরাট লেখেন, "কিভাবে স্বপ্নকে তাড়া করতে হয়, লক্ষ্যে অবিচল থাকতে হয়, একটি জাতিকে শিখিয়েছিলেন আপনি ৷ আত্মার শান্তি কামনা করি মিলখা সিংজি ৷ আপনাকে কখনই ভোলা যাবে না ৷"

ভারতের সর্বকালের সেরা দৌড়বিদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ রবি শাস্ত্রীও ৷ মিলখা সিংয়ের ঝলমলে ছবি দিয়ে শাস্ত্রী লিখেছেন, "অলিম্পিকে ভারতের সেরা দৌড়বিদ ৷ পরিকাঠামোর অতি সামান্য সুবিধা সত্বেও গত শতাব্দীর ছয়ের দশকে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন ৷ সংকল্প শব্দটিকে নিজের জীবনে বেছে নিয়েছিলেন তিনি ৷ নিজেকে অন্যস্তরে পৌঁছে দিয়েছিলেন ৷ শ্রদ্ধা ৷ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক ৷ সমবেদনা জানাই জীব মিলখা সিং ও তাঁর পরিবারকে ৷

আরও পড়ুন: Milkha Singh : মিলখার মৃত্যু অপূরণীয় ক্ষতি, বলছেন বাংলার ক্রীড়াবিদরা

শুক্রবার রাতে 91 বছর বয়সে প্রয়াত হয়েছেন উড়ন্ত শিখ মিলখা সিং ৷ করোনা সংক্রমিত হয়ে চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইন্স্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্ট-এ (Post Graduate Institute of Medical Education & Research) ভর্তি ছিলেন তিনি ৷ তাঁর স্ত্রীও করোনা আক্রান্ত ছিলেন, তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয় ৷ 19 দিনের লড়াই শেষে রবিবার না ফেরার দেশে চলে যান মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর ৷ পাঁচ দিন পর চলে গেলেন মিলখা সিং ৷

Last Updated : Jun 19, 2021, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.