ETV Bharat / sports

আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে 4 বছরের জন্য নির্বাসিত রাশিয়া - আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নির্বাসিত রাশিয়া

একটি অ্যান্টি ডোপিং ল্যাবরেটরির তথ্যকে বিকৃত করার অভিযোগে আজ ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং সংস্থা চার বছরের জন্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে । 2020-র টোকিও অলিম্পিক এবং 2022-র বেজিংয়ের শীতকালীন অলিম্পিকেও অংশ নিতে পারবে না রাশিয়া ।

Russia
ফাইল ফোটো
author img

By

Published : Dec 9, 2019, 6:22 PM IST

Updated : Dec 9, 2019, 6:37 PM IST

মস্কো, 9 ডিসেম্বর : চার বছরের জন্য কোনও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না রাশিয়া । একটি অ্যান্টি ডোপিং ল্যাবরেটরির তথ্যকে বিকৃত করার অভিযোগে আজ ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং সংস্থা চার বছরের জন্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে । 2020-র টোকিও অলিম্পিক এবং 2022-র বেজিংয়ের শীতকালীন অলিম্পিকেও অংশ নিতে পারবে না রাশিয়া ।

বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা এই নিষেধাজ্ঞা জারি করলেও রাশিয়ার অ্যাথলিটরা এককভাবে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে । তবে, সেক্ষেত্রে অ্যাথলিটদের প্রমাণ করতে হবে, তাঁরা রাশিয়ার এই ডোপিং কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন না ।

WADA-র মুখপাত্র জেমস ফিৎজ়গেরাল্ড বলেন, "অ্যাথলিটদের প্রমাণ করতে হবে যে তাঁরা কোনওরকম ডোপিংয়ের সঙ্গে যুক্ত নন ৷ অথবা তাঁরা নিজেদের নমুনাকে কোনওভাবে প্রভাবিত করেননি । "

প্রসঙ্গত, 2016 সালে ম্যাক ল্যারেন রিপোর্ট প্রকাশিত হয় । সেই রিপোর্টেই বলা হয়, রাশিয়ায় বিশেষ করে 2011-15 সালে ডোপিং হয়েছে ।

মস্কো, 9 ডিসেম্বর : চার বছরের জন্য কোনও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না রাশিয়া । একটি অ্যান্টি ডোপিং ল্যাবরেটরির তথ্যকে বিকৃত করার অভিযোগে আজ ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং সংস্থা চার বছরের জন্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় রাশিয়ার অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করেছে । 2020-র টোকিও অলিম্পিক এবং 2022-র বেজিংয়ের শীতকালীন অলিম্পিকেও অংশ নিতে পারবে না রাশিয়া ।

বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থা এই নিষেধাজ্ঞা জারি করলেও রাশিয়ার অ্যাথলিটরা এককভাবে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে । তবে, সেক্ষেত্রে অ্যাথলিটদের প্রমাণ করতে হবে, তাঁরা রাশিয়ার এই ডোপিং কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন না ।

WADA-র মুখপাত্র জেমস ফিৎজ়গেরাল্ড বলেন, "অ্যাথলিটদের প্রমাণ করতে হবে যে তাঁরা কোনওরকম ডোপিংয়ের সঙ্গে যুক্ত নন ৷ অথবা তাঁরা নিজেদের নমুনাকে কোনওভাবে প্রভাবিত করেননি । "

প্রসঙ্গত, 2016 সালে ম্যাক ল্যারেন রিপোর্ট প্রকাশিত হয় । সেই রিপোর্টেই বলা হয়, রাশিয়ায় বিশেষ করে 2011-15 সালে ডোপিং হয়েছে ।

Rampur (UP), Dec 09 (ANI): Bharatiya Janata Party MP and actor Jaya Prada on December 09 reacted on the rape incidents in the country. She said that the rapists should hang till death. "There should be change of mentality in the society," she added.

Last Updated : Dec 9, 2019, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.