ETV Bharat / sports

FIFA World Cup 2022: বিশ্বকাপ শুরুর প্রাক্কালে পেটের সমস্যায় জেরবার রোনাল্ডো, নামছেন না প্রস্তুতি ম্যাচে - Manchester United

কাতারে মহারণ শুরুর আগে পেটের গণ্ডগোলে জেরবার ক্রিশ্চিয়ানো ৷ অবস্থা এমনই যে, বৃহস্পতিবার নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামা হচ্ছে না পর্তুগালের মধ্যমনির (Ronaldo misses World Cup warmup with stomach bug)৷

Etv Bharat
বিশ্বকাপ শুরুর প্রাক্কালে পেটের সমস্যায় জেরবার রোনাল্ডো
author img

By

Published : Nov 17, 2022, 2:08 PM IST

Updated : Nov 17, 2022, 2:43 PM IST

লিসবন, 17 নভেম্বর: পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ফাটানো বোমায় আগুন জ্বলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) অন্দরমহলে ৷ যা পরিস্থিতি তাতে বিশ্বকাপ পেরোলেই রেড ডেভিলস-এর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করবেন পর্তুগিজ মহাতারকা ৷ তবে সব ভুলে সিআর সেভেন কাতারে নিজেকে নিংড়ে দিতে মরিয়া ৷ কারণ কাতারই যে কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে তাঁর ৷ তবে কাতারে মহারণ শুরুর আগে পেটের গণ্ডগোলে জেরবার ক্রিশ্চিয়ানো ৷ অবস্থা এমনই যে, বৃহস্পতিবার নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামা হচ্ছে না পর্তুগালের মধ্যমনির (Ronaldo misses World Cup warmup with stomach bug)৷

কোচ ফার্নান্দো স্যান্তোস এ ব্যাপারে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৷ আগামী 24 নভেম্বর ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে রোনাল্ডোর জন্য ব্যক্তিগত স্তরে ধাক্কাই বলা চলে ৷ পর্তুগালের গ্রুপের বাকি দু'টি দল দক্ষিণ কোরিয়া এবং উরুগুয়ে ৷

তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ দ্রুত সুস্থ হয়ে উঠছেন ক্রিশ্চিয়ানো ৷ বুধবার কোচ স্যান্তোস বলেন, "রোনাল্ডো আপাতত হোটেলের ঘরেই বিশ্রাম নিচ্ছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ৷ কাতার পৌঁছে গ্রুপ পর্বের ম্যাচে ওর খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ৷ দলের বাকিরাও যে ফোকাসড সে ব্যাপারে নিশ্চিত আমি ৷"

আরও পড়ুন: আমিরশাহিকে 5 গোলের মালা পরিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলেন মেসিরা

এদিকে রোনাল্ডো নামতে না-পারলেও প্রস্তুতি ম্যাচে দলের জয়ে অবদান রাখলেন লিয়োনেল মেসি ৷ পাঁচ গোলে আরব আমিরশাহিকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে তাঁরা ৷ জোড়া গোল করেন অ্যাঞ্জেল দি মারিয়া ৷

লিসবন, 17 নভেম্বর: পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ফাটানো বোমায় আগুন জ্বলেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) অন্দরমহলে ৷ যা পরিস্থিতি তাতে বিশ্বকাপ পেরোলেই রেড ডেভিলস-এর সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করবেন পর্তুগিজ মহাতারকা ৷ তবে সব ভুলে সিআর সেভেন কাতারে নিজেকে নিংড়ে দিতে মরিয়া ৷ কারণ কাতারই যে কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে তাঁর ৷ তবে কাতারে মহারণ শুরুর আগে পেটের গণ্ডগোলে জেরবার ক্রিশ্চিয়ানো ৷ অবস্থা এমনই যে, বৃহস্পতিবার নাইজেরিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নামা হচ্ছে না পর্তুগালের মধ্যমনির (Ronaldo misses World Cup warmup with stomach bug)৷

কোচ ফার্নান্দো স্যান্তোস এ ব্যাপারে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৷ আগামী 24 নভেম্বর ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামার আগে রোনাল্ডোর জন্য ব্যক্তিগত স্তরে ধাক্কাই বলা চলে ৷ পর্তুগালের গ্রুপের বাকি দু'টি দল দক্ষিণ কোরিয়া এবং উরুগুয়ে ৷

তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই ৷ দ্রুত সুস্থ হয়ে উঠছেন ক্রিশ্চিয়ানো ৷ বুধবার কোচ স্যান্তোস বলেন, "রোনাল্ডো আপাতত হোটেলের ঘরেই বিশ্রাম নিচ্ছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ৷ কাতার পৌঁছে গ্রুপ পর্বের ম্যাচে ওর খেলার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ৷ দলের বাকিরাও যে ফোকাসড সে ব্যাপারে নিশ্চিত আমি ৷"

আরও পড়ুন: আমিরশাহিকে 5 গোলের মালা পরিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলেন মেসিরা

এদিকে রোনাল্ডো নামতে না-পারলেও প্রস্তুতি ম্যাচে দলের জয়ে অবদান রাখলেন লিয়োনেল মেসি ৷ পাঁচ গোলে আরব আমিরশাহিকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সেরেছে তাঁরা ৷ জোড়া গোল করেন অ্যাঞ্জেল দি মারিয়া ৷

Last Updated : Nov 17, 2022, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.