মেলবোর্ন, 31 জানুয়ারি : পরতে পরতে থ্রিলার মেশানো 5 ঘণ্টা 24 মিনিটের ম্যারাথন লড়াই ৷ তরুণ মেদভেদেভের কাছে প্রথম দু'সেট হারের পর পঁয়ত্রিশের নাদাল যে এভাবে ফিরবেন, হয়তো প্রত্যাশা করেননি তাঁর অতি বড় সমর্থকও ৷ কিন্তু চ্যাম্পিয়নরা বোধহয় এভাবেই ফেরেন বারবার ৷ রবিবাসরীয় মেলবোর্নে মিরাকল করে শিখরে পৌঁছলেন রাফা ৷ বিশ্বের প্রথম পুরুষ টেনিস প্লেয়ার হিসেবে 21টি মেজর জিতে পিছনে ফেললেন রজার ফেডেরার এবং নোভাক জকোভিচকে (Rafael Nadal wins 21st Grand Slam title) ৷
যদিও তাঁকে টপকে ইতিহাস গড়ায় কোনও আফসোস নেই, বরং বন্ধু নাদালের সাফল্যে উৎফুল্ল রজার ৷ স্প্যানিশ মায়েস্ত্রোর সমসাময়িক হতে পেরে তিনি গর্বিত ৷ 21তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর নাদালকে এই ভাষাতেই অভিনন্দন জানালেন সুইস কিংবদন্তি (Roger Federer Congratulates Rafael Nadal for his 21st Grand Slam) ৷ নাদালের মিরাকল চাক্ষুষ করে ইনস্টা স্টোরিতে ফেডেরার লেখেন,
"কী অবিশ্বাস্য ম্যাচ ৷ বন্ধু এবং চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল তোমায় অভিনন্দন 21তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য ৷ এইতো কয়েকমাস আগেও তোমার আর আমার ক্রাচে ভর দিয়ে হাঁটার আলোচনা হচ্ছিল ৷ এরপর আজ যেটা হল সেটা অভাবনীয় ৷"
রজার আরও লেখেন,
"একজন প্রকৃত চ্যাম্পিয়নকে কখনও হেলাফেলা করতে নেই ৷ তোমার ওয়ার্ক এথিক, দায়বদ্ধতা, লড়াইয়ের ক্ষমতা বিশ্বের অগণিত মানুষের অনুপ্রেরণা ৷ আমি তোমার সমসাময়িক হতে পেরে গর্বিত একইসঙ্গে সম্মানিত তোমার সাফল্যের খিদে বাড়াতে সাহায্য করতে পেরে সম্মানিত ৷ তুমিও গত 18 বছর ধরে ঠিক একই কাজ করেছ ৷ আমি নিশ্চিত সামনে তোমার আরও সাফল্য অপেক্ষা করছে, তবে আপাতত এই জয়টা উপভোগ করো ৷"
2009 নাদালের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয় এসেছিল ফেডেরারকে হারিয়েই ৷ প্রায় সাড়ে 4 ঘণ্টার লড়াইয়ে সেবারও পাঁচ সেটের থ্রিলার জিতেছিলেন রাফা ৷
আরও পড়ুন : Aus Open 2022 : দুরন্ত কামব্যাকে ইতিহাসে নাদাল, জিতলেন 21তম গ্র্যান্ড স্ল্যাম
রাফার 21তম মেজর জয়ে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar also congratulated Rafael Nadal) ৷ টুইটারে মাস্টার-ব্লাস্টার লেখেন,
" class="align-text-top noRightClick twitterSection" data=""চমৎকার, দুর্দান্ত বললে কম বলা হয় ৷ দু'টি সেট হেরে পিছিয়ে পড়েও 21তম গ্র্যান্ড স্ল্যাম জয় এককথায় অবিশ্বাস্য ৷ অভিনন্দন রাফায়েল নাদাল ৷"
That is absolutely magnificent. Stunning to say the least.
— Sachin Tendulkar (@sachin_rt) January 30, 2022
From 2 sets down to come back and win your 21st Grand Slam is incredible.
Congratulations @RafaelNadal!#AusOpen pic.twitter.com/VHjjlb4GFN
">That is absolutely magnificent. Stunning to say the least.
— Sachin Tendulkar (@sachin_rt) January 30, 2022
From 2 sets down to come back and win your 21st Grand Slam is incredible.
Congratulations @RafaelNadal!#AusOpen pic.twitter.com/VHjjlb4GFN
That is absolutely magnificent. Stunning to say the least.
— Sachin Tendulkar (@sachin_rt) January 30, 2022
From 2 sets down to come back and win your 21st Grand Slam is incredible.
Congratulations @RafaelNadal!#AusOpen pic.twitter.com/VHjjlb4GFN