ETV Bharat / sports

French Open 2022 : নাদালকে হারিয়ে জকোভিচের সামনে রাফা, মেগা ম্যাচে প্রতিপক্ষকে ‘মাটি’ ধরাতে তৈরি দুই তারকাই

নাদাল 13 বারের ফরাসি ওপেন জয়ী, জকোভিচ জিতেছেন 2 বার ৷ প্যারিসে রেকর্ডের ক্ষেত্রে নাদালের ধারেকাছে না-থাকলেও চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন সার্বিয়ান তারকা ৷ ফলে পাঁজরের চোট সারিয়ে খেলতে নামা নাদাল খানিকটা হলেও ব্যাকফুটে (Rafael Nadal to face Novak Djokovic) ৷

French Open
নাদালকে হারিয়ে জকোভিচের সামনে রাফা
author img

By

Published : May 31, 2022, 4:46 PM IST

প্যারিস, 31 মে : 14তম রোলাঁ গারো জয়ের লক্ষ্যে ক্রমশ এগোচ্ছেন লাল সুরকির রাজা ৷ ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে কার্যত মাথার ঘাম পায়ে ফেলে লড়াই ছিনিয়ে নিয়েছেন রাফায়েল নাদাল ৷ কাকা টনি নাদালের ছাত্র কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসসিমকে পাঁচ সেটের কঠিন লড়াইয়ে হারানোর পরেই আরেক মেগা ম্যাচে নামতে চলেছেন স্প্যানিশ তারকা ৷ এবার শেষ আটের লড়াইয়ে রাফার সামনে গতবারের চ্যাম্পিয়ন, নোভাক জকোভিচ (Rafael Nadal to face Novak Djokovic) ৷

গতবার শেষ চারের লড়াইয়ে জকোভিচের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন 13 বারের ফরাসি ওপেন জয়ী ৷ এবার এক ধাপ আগেই মুখোমুখি হয়েছেন গ্রহের দুই অন্যতম সেরা টেনিস তারকা ৷ লাল সুরকির রেকর্ডের ক্ষেত্রে নাদালের ধারেকাছে না-থাকলেও (নাদাল 13 বারের ফরাসি ওপেন জয়ী, জকোভিচ জিতেছেন 2 বার) চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন সার্বিয়ান তারকা ৷ ফলে পাঁজরের চোট সারিয়ে খেলতে নামা নাদাল খানিকটা হলেও ব্যাকফুটে ৷

একঝলকে দেখে নেওয়া যাক দুই তারকার কিছু সেরা ম্যাচ :

  • মাদ্রিদ ওপেন সেমিফাইনাল, 2009 (জয়ী : নাদাল, ম্যাচের ফল : 3-6, 7(7)-6, 7(11)-6 )

ক্লে-কোর্ট টুর্নামেন্টে ওই ম্যাচে প্রথম সেট হারেন নাদাল । পরেই দুই সেটে দুর্দান্ত কামব্যাকে ম্যাচ জিতে নেন ‘ঘরের ছেলে’ ৷ 4 ঘন্টার ম্যাচটি এটিপি ইতিহাসে তৎকালীন দীর্ঘতম তিন সেটের ম্যাচ । পর 2012 সালে লন্ডন অলিম্পিকে ফেডেরার-দেল পোত্রো 4 ঘন্টা 26 মিনিটের সেমিফাইনাল ম্যাচে রেকর্ডটি ভেঙে দেন ।

  • ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনাল, 2015 (জয়ী : জকোভিচ, ম্যাচের ফল : 7-5, 6-3, 6-1 )

লাল সুরকির রাজাকে স্ট্রেট সেটে উড়িয়ে প্রথম ফরাসি ওপেন ঘরে তুলেছিলেন জোকার ৷ প্রথম সেটে লড়াই করলেও শেষ দু'সেটে কার্যত দাঁড়াতেই পারেননি রাফা ৷ প্রথমবার ক্লে-কোর্টে স্ট্রেট সেটে হেরেছিলেন নাদাল ৷

French Open
নাদালকে হারিয়ে জকোভিচের সামনে রাফা
  • ফরাসি ওপেন সেমিফাইনাল, 2021 (জয়ী : জকোভিচ, ম্যাচের ফল : 3-6, 6-3, 7(7)-6, 6-4 )

পায়ের চোট নিয়েই কোর্টে নেমেছিলেন রাফা ৷ প্রথম সেটে জকোভিচকে স্রেফ উড়িয়ে দেন স্প্যানীয় তারকা ৷ যদিও পরের সেটেই ম্যাচে ফেরেন জোকার ৷ তৃতীয় সেটে লড়াই চললেও ফের চতুর্থ সেটে নাদালকে ‘মাটি’ ধরিয়ে দ্বিতীয়বার ফরাসি ওপেন পকেটে পোরেন জকোভিচ ৷

  • Rafael Nadal et Novak Djokovic vont s'affronter pour la 10e fois à Roland-Garros, la 59e en tout. Un record absolu. Résumé des neuf premiers épisodes 👇 #RolandGarros

    — Roland-Garros (@rolandgarros) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, পিছিয়ে গিয়েছে নাদাল-জকোভিচ মহারণের সময়সূচি ৷ বুধবার ভারতীয় সময় রাত 12.15টার সময় ম্যাচ শুরু হবে ৷ অন্যদিকে, ক্রোয়েশিয়ার মারিন চিলিচের কাছে হেরে বিদায় নিয়েছেন দানিল মেদভেদেভ ৷

প্যারিস, 31 মে : 14তম রোলাঁ গারো জয়ের লক্ষ্যে ক্রমশ এগোচ্ছেন লাল সুরকির রাজা ৷ ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে কার্যত মাথার ঘাম পায়ে ফেলে লড়াই ছিনিয়ে নিয়েছেন রাফায়েল নাদাল ৷ কাকা টনি নাদালের ছাত্র কানাডার ফেলিক্স অগার অ্যালিয়াসসিমকে পাঁচ সেটের কঠিন লড়াইয়ে হারানোর পরেই আরেক মেগা ম্যাচে নামতে চলেছেন স্প্যানিশ তারকা ৷ এবার শেষ আটের লড়াইয়ে রাফার সামনে গতবারের চ্যাম্পিয়ন, নোভাক জকোভিচ (Rafael Nadal to face Novak Djokovic) ৷

গতবার শেষ চারের লড়াইয়ে জকোভিচের কাছে হেরেই বিদায় নিয়েছিলেন 13 বারের ফরাসি ওপেন জয়ী ৷ এবার এক ধাপ আগেই মুখোমুখি হয়েছেন গ্রহের দুই অন্যতম সেরা টেনিস তারকা ৷ লাল সুরকির রেকর্ডের ক্ষেত্রে নাদালের ধারেকাছে না-থাকলেও (নাদাল 13 বারের ফরাসি ওপেন জয়ী, জকোভিচ জিতেছেন 2 বার) চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন সার্বিয়ান তারকা ৷ ফলে পাঁজরের চোট সারিয়ে খেলতে নামা নাদাল খানিকটা হলেও ব্যাকফুটে ৷

একঝলকে দেখে নেওয়া যাক দুই তারকার কিছু সেরা ম্যাচ :

  • মাদ্রিদ ওপেন সেমিফাইনাল, 2009 (জয়ী : নাদাল, ম্যাচের ফল : 3-6, 7(7)-6, 7(11)-6 )

ক্লে-কোর্ট টুর্নামেন্টে ওই ম্যাচে প্রথম সেট হারেন নাদাল । পরেই দুই সেটে দুর্দান্ত কামব্যাকে ম্যাচ জিতে নেন ‘ঘরের ছেলে’ ৷ 4 ঘন্টার ম্যাচটি এটিপি ইতিহাসে তৎকালীন দীর্ঘতম তিন সেটের ম্যাচ । পর 2012 সালে লন্ডন অলিম্পিকে ফেডেরার-দেল পোত্রো 4 ঘন্টা 26 মিনিটের সেমিফাইনাল ম্যাচে রেকর্ডটি ভেঙে দেন ।

  • ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনাল, 2015 (জয়ী : জকোভিচ, ম্যাচের ফল : 7-5, 6-3, 6-1 )

লাল সুরকির রাজাকে স্ট্রেট সেটে উড়িয়ে প্রথম ফরাসি ওপেন ঘরে তুলেছিলেন জোকার ৷ প্রথম সেটে লড়াই করলেও শেষ দু'সেটে কার্যত দাঁড়াতেই পারেননি রাফা ৷ প্রথমবার ক্লে-কোর্টে স্ট্রেট সেটে হেরেছিলেন নাদাল ৷

French Open
নাদালকে হারিয়ে জকোভিচের সামনে রাফা
  • ফরাসি ওপেন সেমিফাইনাল, 2021 (জয়ী : জকোভিচ, ম্যাচের ফল : 3-6, 6-3, 7(7)-6, 6-4 )

পায়ের চোট নিয়েই কোর্টে নেমেছিলেন রাফা ৷ প্রথম সেটে জকোভিচকে স্রেফ উড়িয়ে দেন স্প্যানীয় তারকা ৷ যদিও পরের সেটেই ম্যাচে ফেরেন জোকার ৷ তৃতীয় সেটে লড়াই চললেও ফের চতুর্থ সেটে নাদালকে ‘মাটি’ ধরিয়ে দ্বিতীয়বার ফরাসি ওপেন পকেটে পোরেন জকোভিচ ৷

  • Rafael Nadal et Novak Djokovic vont s'affronter pour la 10e fois à Roland-Garros, la 59e en tout. Un record absolu. Résumé des neuf premiers épisodes 👇 #RolandGarros

    — Roland-Garros (@rolandgarros) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, পিছিয়ে গিয়েছে নাদাল-জকোভিচ মহারণের সময়সূচি ৷ বুধবার ভারতীয় সময় রাত 12.15টার সময় ম্যাচ শুরু হবে ৷ অন্যদিকে, ক্রোয়েশিয়ার মারিন চিলিচের কাছে হেরে বিদায় নিয়েছেন দানিল মেদভেদেভ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.