ETV Bharat / sports

Australian Open 2023: 'মানসিকভাবে ভেঙে পড়েছি', মেলবোর্ন পার্কে অকাল বিদায়ের পর জানালেন নাদাল - Rafael Nadal exits in second round

অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন ৷ দ্বিতীয় রাউন্ডেই হেরে বসলেন রাফায়েল নাদাল ৷ নিতম্বের ব্যথায় কাবু স্প্যানিয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হারলেন স্ট্রেট সেটে (Defending champion Rafael Nadal exits in second round) ৷

Australian Open 2023
রাফায়েল নাদাল
author img

By

Published : Jan 18, 2023, 3:49 PM IST

মেলবোর্ন, 18 জানুয়ারি: "যা অবস্থা তাতে এটা বলব না যে আমি মানসিকভাবে বিধ্বস্ত নই ৷ কারণ সেটা বললে মিথ্যে বলা হবে ৷" অস্ট্রেলিয়ান ওপেন থেকে অকাল বিদায়ের পর এই ভাষাতেই অনুভূতি ব্যক্ত করলেন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal) ৷ বিশ্বের 65 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হারলেন স্ট্রেট সেটে (Rafael Nadal suffers huge upset in second round of Australian Open) ৷ নিতম্বের ব্যথায় কাবু নাদাল চাইলেই রিটায়ার নিয়ে কোর্ট ছা়ড়তে পারতেন ৷ কিন্তু সেটা তিনি করেননি ৷

ইন্দ্রপতনের পর এ বিষয়ে বলতে গিয়ে স্প্যানিশ মায়েস্ত্রো বললেন, "আমি থেমে যাওয়াটা বরাবরই উপেক্ষা করার চেষ্টা করি ৷ ম্যাচটা যেভাবেই হোক শেষ করতে চেয়েছিলাম ৷ যেহেতু আমি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাই কোনওভাবেই রিটায়ার নিয়ে কোর্ট ছাড়তে চাইনি ৷" আর চোট নিয়ে দু'বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী বলছেন, "হিপ ইনজুরি দিনদু'য়েক ধরে সমস্যা করছিল ৷ কিন্তু সেটা যে এমন মারাত্মক আকার ধারণ করবে ধারণা ছিল না ৷ আমি জানি না এটা মাংসপেশির সমস্যা নাকি জয়েন্টের সমস্যা, তবে আমার হিপ ইনজুরির একটা অতীত আছে ৷ যার জন্য চিকিৎসাও চলেছে ৷ তবে এমন সমস্যা আগে কখনও হয়নি ৷"

Australian Open 2023
হতাশ নাদাল

আরও পড়ুন: স্ট্রেট সেটে জয় দিয়ে মেলবোর্ন পার্কে প্রত্যাবর্তন জোকারের, সঙ্গী বিতর্ক

প্রথম রাউন্ডে হোঁচট খেয়ে মেলবোর্ন পার্কে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই ৷ গ্রেট ব্রিটেনের জ্যাক ড্র্যাপারের কাছে একটি সেট খোয়াতে হয়েছিল তাঁকে ৷ আর বুধবার ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে স্ট্রেট সেটে নাদালের বিপক্ষে ফল 4-6, 4-6, 5-7 ৷ কার্লোস আলকারেজ, নিক কিরিয়স, সিমোনা হালেপ, নাওমি ওসাকাদের মত বেশ কিছু তারকার নাম প্রত্যাহারে এমনিতেই জৌলুস কমেছিল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ৷ রাফায়েল নাদালের বিদায়ে অস্ট্রেলিয়ান ওপেন আরেকটু অনাথ হল বৈকি ৷

মেলবোর্ন, 18 জানুয়ারি: "যা অবস্থা তাতে এটা বলব না যে আমি মানসিকভাবে বিধ্বস্ত নই ৷ কারণ সেটা বললে মিথ্যে বলা হবে ৷" অস্ট্রেলিয়ান ওপেন থেকে অকাল বিদায়ের পর এই ভাষাতেই অনুভূতি ব্যক্ত করলেন গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal) ৷ বিশ্বের 65 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে 22টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হারলেন স্ট্রেট সেটে (Rafael Nadal suffers huge upset in second round of Australian Open) ৷ নিতম্বের ব্যথায় কাবু নাদাল চাইলেই রিটায়ার নিয়ে কোর্ট ছা়ড়তে পারতেন ৷ কিন্তু সেটা তিনি করেননি ৷

ইন্দ্রপতনের পর এ বিষয়ে বলতে গিয়ে স্প্যানিশ মায়েস্ত্রো বললেন, "আমি থেমে যাওয়াটা বরাবরই উপেক্ষা করার চেষ্টা করি ৷ ম্যাচটা যেভাবেই হোক শেষ করতে চেয়েছিলাম ৷ যেহেতু আমি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাই কোনওভাবেই রিটায়ার নিয়ে কোর্ট ছাড়তে চাইনি ৷" আর চোট নিয়ে দু'বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী বলছেন, "হিপ ইনজুরি দিনদু'য়েক ধরে সমস্যা করছিল ৷ কিন্তু সেটা যে এমন মারাত্মক আকার ধারণ করবে ধারণা ছিল না ৷ আমি জানি না এটা মাংসপেশির সমস্যা নাকি জয়েন্টের সমস্যা, তবে আমার হিপ ইনজুরির একটা অতীত আছে ৷ যার জন্য চিকিৎসাও চলেছে ৷ তবে এমন সমস্যা আগে কখনও হয়নি ৷"

Australian Open 2023
হতাশ নাদাল

আরও পড়ুন: স্ট্রেট সেটে জয় দিয়ে মেলবোর্ন পার্কে প্রত্যাবর্তন জোকারের, সঙ্গী বিতর্ক

প্রথম রাউন্ডে হোঁচট খেয়ে মেলবোর্ন পার্কে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই ৷ গ্রেট ব্রিটেনের জ্যাক ড্র্যাপারের কাছে একটি সেট খোয়াতে হয়েছিল তাঁকে ৷ আর বুধবার ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে স্ট্রেট সেটে নাদালের বিপক্ষে ফল 4-6, 4-6, 5-7 ৷ কার্লোস আলকারেজ, নিক কিরিয়স, সিমোনা হালেপ, নাওমি ওসাকাদের মত বেশ কিছু তারকার নাম প্রত্যাহারে এমনিতেই জৌলুস কমেছিল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ৷ রাফায়েল নাদালের বিদায়ে অস্ট্রেলিয়ান ওপেন আরেকটু অনাথ হল বৈকি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.