ETV Bharat / sports

Wimbledon 2022: কষ্টার্জিত জয়ে শেষ চারে পৌঁছলেন রাফা, সেমিতে স্বপ্নভঙ্গ সানিয়ার

ছত্রিশের রাফার এবার লক্ষ্য তৃতীয় উইম্বলডন খেতাব । সেই লক্ষ্যে আরেকধাপ এগোলেন 22টি মেজরের মালিক (Rafael Nadal beats Taylor Fritz) । অন্যদিকে মিক্সড ডাবলসের সেমিফাইনাল হেরে গেলেন সানিয়া মির্জা-মেট প্যাভিচ ।

Wimbledon News
Wimbledon News
author img

By

Published : Jul 7, 2022, 7:41 AM IST

লন্ডন, 7 জুলাই: কোয়ার্টার ফাইনালে এদিন সেন্টার কোর্টে টেলর ফ্রিৎজের বিরুদ্ধে নেমেছিলেন রাফা । প্রথম সেটেই নাদালকে কার্যত মাটি ধরান তিনি । দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃতীয় সেটে ফের পর্যদুস্ত হন নাদাল । যখন তারকা-পতনের মঞ্চ প্রায় তৈরি করে ফেলেছেন নবাগত, তখনই ঘুরে দাঁড়ান স্পেনীয়ার্ড (Rafael Nadal beats Taylor Fritz to reach Semifinal of Wimbledon) ।

6-3, 7-5, 6-3, 7-5, 7-6 (10-4) । উইম্বলডন কোয়ার্টার ফাইনালের আগে টানা আট ম্যাচ জেতা ফ্রিৎজ একটাও সেট হারেননি। চলতি বছরই ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে স্ট্রেট সেটে নাদালকে হারিয়েছিলেন। এদিন সেখান থেকেই শুরু করেছিলেন আমেরিকান তরুণ । যদিও শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন রাফাই ।

মঙ্গলবারের সেন্টার কোর্ট চলতি উইম্বলডনের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ দেখেছিল । শেষ পর্যন্ত জয় না পেলেও প্রত্যেকটা সার্ভিস, ফোরহ্যান্ডে জ্যানিক সিনার বারবার বুঝিয়ে দিয়েছেন রজার-রাফা-জোকার পরবর্তী জমানায় তিনিই হয়ে উঠতে চলেছেন বিশ্ব-টেনিসের অন্যতম মুখ । এদিন ঠিক একই বার্তা দিয়ে গেলেন ফ্রিৎজ । গোটা ম্যাচে বারবার প্রতিরোধের মুখে পড়েছিলেন সদ্য ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ।

পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির আগেই গড়েছিলেন ৷ ফরাসি ওপেনের ফাইনাল জিতে নিকটতম ফ্যাব থ্রি-র আরও দুই সদস্য রজার ফেডেরার ও নোভাক জকোভিচের থেকে ব্যবধান কিছুটা বাড়িয়ে নিয়েছেন নাদাল ৷ ছত্রিশের রাফার এবার লক্ষ্য তৃতীয় উইম্বলডন খেতাব । সেই লক্ষ্যে আরেকধাপ এগোলেন 22টি মেজরের মালিক (Rafael Nadal beats Taylor Fritz) ।

অন্য ম্যাচে চিলির ক্রিশ্চিয়ান গারিনকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন নিক কির্ঘিয়স । স্ট্রেট সেটে জয় পেয়েছেন অজি তারকা । নিকের পক্ষে ম্যাচের ফল 6-4, 6-3, 7-6 (7-5) । শেষ চারের লড়াইয়ে রাফার মুখোমুখি হবেন তিনি । মহিলাদের ম্যাচে শেষ চারে জায়গা পাকা করেছেন সিমোনা হালেপও । প্রতিদ্বন্ধী আমাদা অ্যাসিনিমোভাকে উড়িয়ে দিয়েছেন স্ট্রেট সেটে । ম্যাচের ফল 6-2, 6-4 ।

আরও পড়ুন : নোভাকের সেমিফাইনাল যাত্রাতেও উজ্জ্বল সিনার, রজার-রাফা-জোকার পরবর্তী জমানায় রাজা কি তিনিই ?

মিক্সড ডাবসলের সেমিফাইনালে হেরে বিদায় নিলেন সানিয়া মির্জা-মেট প্যাভিচ । প্রথম সেটে জয় দিয়ে শুরু করলেও পরের দু'সেটে ভালো খেলেও জিততে পারেনি ইন্দো-ক্রোট জুটি । ব্রিটেনের নিল স্কুপস্কি ও আমেরিকার ডিসারি ক্রচিকের কাছে হেরে জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামে স্বপ্নভঙ্গ হল সানিয়ার ।

লন্ডন, 7 জুলাই: কোয়ার্টার ফাইনালে এদিন সেন্টার কোর্টে টেলর ফ্রিৎজের বিরুদ্ধে নেমেছিলেন রাফা । প্রথম সেটেই নাদালকে কার্যত মাটি ধরান তিনি । দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও তৃতীয় সেটে ফের পর্যদুস্ত হন নাদাল । যখন তারকা-পতনের মঞ্চ প্রায় তৈরি করে ফেলেছেন নবাগত, তখনই ঘুরে দাঁড়ান স্পেনীয়ার্ড (Rafael Nadal beats Taylor Fritz to reach Semifinal of Wimbledon) ।

6-3, 7-5, 6-3, 7-5, 7-6 (10-4) । উইম্বলডন কোয়ার্টার ফাইনালের আগে টানা আট ম্যাচ জেতা ফ্রিৎজ একটাও সেট হারেননি। চলতি বছরই ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে স্ট্রেট সেটে নাদালকে হারিয়েছিলেন। এদিন সেখান থেকেই শুরু করেছিলেন আমেরিকান তরুণ । যদিও শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন রাফাই ।

মঙ্গলবারের সেন্টার কোর্ট চলতি উইম্বলডনের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ দেখেছিল । শেষ পর্যন্ত জয় না পেলেও প্রত্যেকটা সার্ভিস, ফোরহ্যান্ডে জ্যানিক সিনার বারবার বুঝিয়ে দিয়েছেন রজার-রাফা-জোকার পরবর্তী জমানায় তিনিই হয়ে উঠতে চলেছেন বিশ্ব-টেনিসের অন্যতম মুখ । এদিন ঠিক একই বার্তা দিয়ে গেলেন ফ্রিৎজ । গোটা ম্যাচে বারবার প্রতিরোধের মুখে পড়েছিলেন সদ্য ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ।

পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির আগেই গড়েছিলেন ৷ ফরাসি ওপেনের ফাইনাল জিতে নিকটতম ফ্যাব থ্রি-র আরও দুই সদস্য রজার ফেডেরার ও নোভাক জকোভিচের থেকে ব্যবধান কিছুটা বাড়িয়ে নিয়েছেন নাদাল ৷ ছত্রিশের রাফার এবার লক্ষ্য তৃতীয় উইম্বলডন খেতাব । সেই লক্ষ্যে আরেকধাপ এগোলেন 22টি মেজরের মালিক (Rafael Nadal beats Taylor Fritz) ।

অন্য ম্যাচে চিলির ক্রিশ্চিয়ান গারিনকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন নিক কির্ঘিয়স । স্ট্রেট সেটে জয় পেয়েছেন অজি তারকা । নিকের পক্ষে ম্যাচের ফল 6-4, 6-3, 7-6 (7-5) । শেষ চারের লড়াইয়ে রাফার মুখোমুখি হবেন তিনি । মহিলাদের ম্যাচে শেষ চারে জায়গা পাকা করেছেন সিমোনা হালেপও । প্রতিদ্বন্ধী আমাদা অ্যাসিনিমোভাকে উড়িয়ে দিয়েছেন স্ট্রেট সেটে । ম্যাচের ফল 6-2, 6-4 ।

আরও পড়ুন : নোভাকের সেমিফাইনাল যাত্রাতেও উজ্জ্বল সিনার, রজার-রাফা-জোকার পরবর্তী জমানায় রাজা কি তিনিই ?

মিক্সড ডাবসলের সেমিফাইনালে হেরে বিদায় নিলেন সানিয়া মির্জা-মেট প্যাভিচ । প্রথম সেটে জয় দিয়ে শুরু করলেও পরের দু'সেটে ভালো খেলেও জিততে পারেনি ইন্দো-ক্রোট জুটি । ব্রিটেনের নিল স্কুপস্কি ও আমেরিকার ডিসারি ক্রচিকের কাছে হেরে জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যামে স্বপ্নভঙ্গ হল সানিয়ার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.