ETV Bharat / sports

Sindhu on Virat: 'বিরাটই অনুপ্রেরণা', কলকাতায় পা-রেখে শুভেচ্ছাবার্তা পিভি সিন্ধুর - অলিম্পিকে সোনাজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু

বিরাট কোহলি বহু মানুষের অনুপ্রেরণা ৷ ঠিক এই ভাষাতেই কলকাতায় দাঁড়িয়ে বিরাট কোহলির ভূয়সি প্রশংসা করলেন পিভি সিন্ধু ৷

Sindhu on Virat
কলকাতায় পা রেখে শুভেচ্ছাবার্তা পিভি সিন্ধুর
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 11:06 PM IST

Updated : Nov 1, 2023, 6:22 AM IST

কলকাতা, 31 অক্টোবর: 'বিরাটই অনুপ্রেরণা', কলকাতায় পা রেখেই দল ভারতকে শুভেচ্ছা জানালেন অলিম্পিকে দেশকে একাধিক পদক দেওয়া ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু । মঙ্গলবার কলকাতার এক পাঁচতারা হোটেলে এক বেসকারি কোম্পানির অনুষ্ঠানে যোগ দেন সিন্ধু । সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয় চলতি বিশ্বকাপ নিয়ে ৷ জবাবে তিনি ভূয়সি প্রশংসা করলেন বিরাট কোহলির ৷ ভারতীয় দলের উদ্দেশে পাঠালেন শুভেচ্ছাবার্তাও।

2023 বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারতীয় দল । এখনও পর্যন্ত টুর্নামেন্টে অজেয় রোহিতবাহিনী। তাঁদের পরবর্তী খেলা মুম্বইয়ে। এই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে 'মেন ইন ব্লু'। আর তারপরেই ক্রিকেটের নন্দনকাননে পা-রাখবেন রোহিত শর্মা-জাসপ্রীত বুমরারা ৷ লক্ষ্য একটাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় তুলে নেওয়া ।

হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে কলকাতার ইডেন । তবে এর মধ্যেই কলকাতায় পা রাখেন ভারতের আরেক নক্ষত্র। মঙ্গলবার তাঁকে প্রশ্ন করা হয় বিশ্বকাপ নিয়ে । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রিয় খেলোয়াড়ের নাম জানালেন সিন্ধু । এদিন তিনি বলেন, "আমার বিরাটকে খুবই পছন্দ । ও বহু মানুষের অনুপ্রেরণা ।" তবে এর সঙ্গে তিনি বলেন, "আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি । কারণ দলের প্রত্যেকেই নিজেদের রেকর্ড গড়েছে ।"

তবে খেলার জন্য ফ্রান্সে যেতে হয়েছিল পিভি সিন্ধুকে । সেখান থেকেই বিশ্বকাপের প্রতিটা খেলায় নজর রাখছিলেন তিনি । তিনি এও জানান মাঠে গিয়ে খেলা দেখতেও আগ্রহী তিনি ৷ পিভি সিন্ধুর কথায়, "হ্যাঁ আমি খেলা দেখছি । সবে ফ্রান্স থেকে ফিরলাম । এখনও ভাবনাচিন্তা করা হয়নি । তবে সময় পেলে অবশ্যই যাব ।"

আরও পড়ুন: ব্যর্থ শাকিব-মাহমুদুল্লাহের লড়াই, আফ্রিদিদের বিরুদ্ধে দু'শো পেরিয়ে শেষ বাংলাদেশ

প্রসঙ্গত, এই বছর বিশ্বকাপে রোহিত শর্মা অধিনায়কত্বে পর পর 6টি ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারতীয় দল । একের পর এক সেঞ্চুরি হাঁকাচ্ছেন বিরাট-রোহিতরা । মহম্মদ শামির বোলিংও দুরন্ত । কার্যত সেমিফাইনালে ওঠার রাস্তা পরিষ্কার ভারতের। শ্রীলঙ্কা ম্যাচ কি হয় এখন সেটাই দেখার ৷

কলকাতা, 31 অক্টোবর: 'বিরাটই অনুপ্রেরণা', কলকাতায় পা রেখেই দল ভারতকে শুভেচ্ছা জানালেন অলিম্পিকে দেশকে একাধিক পদক দেওয়া ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু । মঙ্গলবার কলকাতার এক পাঁচতারা হোটেলে এক বেসকারি কোম্পানির অনুষ্ঠানে যোগ দেন সিন্ধু । সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয় চলতি বিশ্বকাপ নিয়ে ৷ জবাবে তিনি ভূয়সি প্রশংসা করলেন বিরাট কোহলির ৷ ভারতীয় দলের উদ্দেশে পাঠালেন শুভেচ্ছাবার্তাও।

2023 বিশ্বকাপের অন্যতম দাবিদার ভারতীয় দল । এখনও পর্যন্ত টুর্নামেন্টে অজেয় রোহিতবাহিনী। তাঁদের পরবর্তী খেলা মুম্বইয়ে। এই ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে 'মেন ইন ব্লু'। আর তারপরেই ক্রিকেটের নন্দনকাননে পা-রাখবেন রোহিত শর্মা-জাসপ্রীত বুমরারা ৷ লক্ষ্য একটাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় তুলে নেওয়া ।

হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে কলকাতার ইডেন । তবে এর মধ্যেই কলকাতায় পা রাখেন ভারতের আরেক নক্ষত্র। মঙ্গলবার তাঁকে প্রশ্ন করা হয় বিশ্বকাপ নিয়ে । সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের প্রিয় খেলোয়াড়ের নাম জানালেন সিন্ধু । এদিন তিনি বলেন, "আমার বিরাটকে খুবই পছন্দ । ও বহু মানুষের অনুপ্রেরণা ।" তবে এর সঙ্গে তিনি বলেন, "আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি । কারণ দলের প্রত্যেকেই নিজেদের রেকর্ড গড়েছে ।"

তবে খেলার জন্য ফ্রান্সে যেতে হয়েছিল পিভি সিন্ধুকে । সেখান থেকেই বিশ্বকাপের প্রতিটা খেলায় নজর রাখছিলেন তিনি । তিনি এও জানান মাঠে গিয়ে খেলা দেখতেও আগ্রহী তিনি ৷ পিভি সিন্ধুর কথায়, "হ্যাঁ আমি খেলা দেখছি । সবে ফ্রান্স থেকে ফিরলাম । এখনও ভাবনাচিন্তা করা হয়নি । তবে সময় পেলে অবশ্যই যাব ।"

আরও পড়ুন: ব্যর্থ শাকিব-মাহমুদুল্লাহের লড়াই, আফ্রিদিদের বিরুদ্ধে দু'শো পেরিয়ে শেষ বাংলাদেশ

প্রসঙ্গত, এই বছর বিশ্বকাপে রোহিত শর্মা অধিনায়কত্বে পর পর 6টি ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারতীয় দল । একের পর এক সেঞ্চুরি হাঁকাচ্ছেন বিরাট-রোহিতরা । মহম্মদ শামির বোলিংও দুরন্ত । কার্যত সেমিফাইনালে ওঠার রাস্তা পরিষ্কার ভারতের। শ্রীলঙ্কা ম্যাচ কি হয় এখন সেটাই দেখার ৷

Last Updated : Nov 1, 2023, 6:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.