হায়দরাবাদ, 6 মার্চ : বাংলার গণ্ডি ছাড়িয়ে দেশেও সমান জনপ্রিয় ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম গেয়ে বীরভূমের কুড়ালজুড়ির ভুবন এখন সুপারস্টার । ইনস্টাগ্রাম খুললেই কাঁচা বাদাম গানের রিলস নজরে আসবেই । একরত্তি থেকে শুরু করে তারকা, এই গানে শরীর দোলাচ্ছেন অনেকেই । তাতেই এবার যোগ দিলেন ভারতের ব্যাডমিন্টন রানি (PV Sindhu dances in Kancha Badam) ।
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন পিভি সিন্ধু । তাতে দেখা যাচ্ছে, ভুবনের গাওয়া গানে নাচছেন দু'বারের অলিম্পিক পদকজয়ী । হলুদ পালাজো সেটে মোহময়ী দেখাচ্ছে হায়দরাবাদী সুন্দরীকে । ফলে দুইয়ে মিলে কয়েক মিনিটেই ভাইরাল এই ভিডিয়ো ।
বাদাম বিক্রি করতে গান গাইতেন বীরভূমের ভুবন বাদ্যকর । তারপরেই রাতারাতি ভাইরাল হয় এই গান । পরে বাংলাদেশি গায়ক নাজমু রিচ্যাট কাঁচা বাদামের রিমিক্স তৈরি করেন । যা আলোড়ন ফেলে দেয় সোশ্য়াল মিডিয়ায় । সেই গানেই নাচছেন একের পর এক তারকা ।
আরও পড়ুন : Bhuban Badyakar : ইমনের বসন্ত উৎসবে 'কাঁচা বাদাম' ! মঞ্চ মাতালেন ভুবন
কয়েকদিন আগেই শহরের এক নামী পাবে গান গেয়ে এলিট ক্লাবের সমালোচনার শিকার হয়েছিলেন ভুবন । পরবর্তীতে ইমন চক্রবর্তী আয়োজিত বসন্ত উৎসবের মঞ্চেও এই গান গেয়ে সমালোচনার মুখে পড়েন তিনি ।