নয়াদিল্লি, 28 নভেম্বর: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন পিটি ঊষা (PT Usha Unopposed as IOA President) ৷ আইওএ-এর 95 বছরের ইতিহাসে প্রথম কোনও মহিলা সংস্থার প্রেসিডেন্ট (PT Usha IOA President) পদে বসছেন ৷ আগামী 10 ডিসেম্বর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন ৷ তার আগে গতকাল অর্থাৎ, 27 নভেম্বর মনোনয়ন পেশের শেষ দিন ছিল ৷ কিন্তু, আইওএ প্রেসিডেন্ট পদে কেবল পিটি ঊষা মনোনয়ন পেশ করেছেন ৷ অতএব এই পদে আর ভোট নেওয়ার প্রয়োজন পড়বে না ।
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, রবিবার শেষদিনে আইওএ-এর প্রেসিডেন্ট পদে ভারতের প্রাক্তন এই অ্যাথলিট মনোনয়ন জমা দেন ৷ আর তাঁর সঙ্গে আরও 14 জন ব্যক্তি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদের জন্য মনোনয়ন পেশ করেছেন ৷ আইওএ নির্বাচনে অংশ নিতে গত শুক্রবার থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হয় ৷ কিন্তু, শুক্রবার ও শনিবার নির্বাচনী আধিকারিক উমেশ সিনহার কাছে একটিও মনোনয়ন জমা পড়েনি ৷ রবিবার পিটি ঊষা আইওএ প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিল করেন ৷ তবে, প্রেসিডেন্ট পদ ছাড়াও, আরও 5 টি পদে কোনও প্রতিদ্বন্দ্বিতা হবে না ৷ সেই পদগুলির জন্য সব মিলিয়ে 24টি মনোনয়ন জমা পড়েছে ৷
আরও পড়ুন: সামনে সুইৎজারল্যান্ড, নেইমার-পর্ব সরিয়ে টিম গেমে জোর তিতের
আইওএ-এর তরফে জানানো হয়েছেস ভাইস-প্রেসিডেন্ট এবং যুগ্ম-সচিব পদে নির্বাচন হবে ৷ এই দু’টি পদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচন হবে ৷ আর কার্যনির্বাহী পরিষদ বা কমিটির 4টি পদের জন্য মোট 12 জন মনোনয়ন পেশ করেছেন ৷ প্রসঙ্গত, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে প্রেসিডেন্ট, একটি সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, 2টি ভাইস-প্রেসিডেন্ট (মহিলা এবং পুরুষ), কোষাধ্য়ক্ষ, 2টি যুগ্ম-সচিব (মহিলা এবং পুরুষ) এবং কার্যনির্বাহী কমিটির 6টি পদে নির্বাচন হবে ৷ যেখানে মোট 6টি পদের জন্য আগামী 10 ডিসেম্বর নির্বাচন হবে ৷ বাকি প্রেসিডেন্ট-সহ বাকি 6টি পদে কোনও লড়াই হচ্ছে না ৷