নয়াদিল্লি, 28 অগস্ট: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফের সাফল্য অর্জন করেছেন নীরজ চোপড়া ৷ তাঁর 88.17 মিটারের জ্যাভলিন থ্রো ইতিহাস তৈরি করেছে ৷ প্রথমবার ভারতকে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের স্বাদ এনে দিলেন নীরজ ৷ ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নীরজের এই সাফল্যে জন্য তাঁকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে আরও একটি সোনালি অধ্যায় লিখলেন বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের সরকারি টুইটারে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন সাফল্যের জন্য ৷
-
Neeraj Chopra adds yet another golden page to the history of Indian sports by becoming the first ever Indian to win a gold medal in World Athletics Championships. His superlative performance in the javelin throw finals at Budapest will inspire millions of our youth.
— President of India (@rashtrapatibhvn) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Neeraj Chopra adds yet another golden page to the history of Indian sports by becoming the first ever Indian to win a gold medal in World Athletics Championships. His superlative performance in the javelin throw finals at Budapest will inspire millions of our youth.
— President of India (@rashtrapatibhvn) August 28, 2023Neeraj Chopra adds yet another golden page to the history of Indian sports by becoming the first ever Indian to win a gold medal in World Athletics Championships. His superlative performance in the javelin throw finals at Budapest will inspire millions of our youth.
— President of India (@rashtrapatibhvn) August 28, 2023
রাষ্ট্রপতি ভবনের তরফে করা টুইটে লেখা হয়েছে, ‘‘ভারতীয় ক্রীড়াক্ষেত্রের ইতিহাসে আরও একটি সোনালি অধ্যায় জুড়ে দিলেন নীরজ চোপড়া ৷ বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় যিনি সোনার পদক জিতলেন ৷ বুদাপেস্টে জ্যাভলিন থ্রো ফাইনালে তাঁর অসাধারণ পারফর্ম্যান্স আমাদের যুবসমাজকে অনুপ্রাণিত করবে ৷’’
-
The talented @Neeraj_chopra1 exemplifies excellence. His dedication, precision and passion make him not just a champion in athletics but a symbol of unparalleled excellence in the entire sports world. Congrats to him for winning the Gold at the World Athletics Championships. pic.twitter.com/KsOsGmScER
— Narendra Modi (@narendramodi) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The talented @Neeraj_chopra1 exemplifies excellence. His dedication, precision and passion make him not just a champion in athletics but a symbol of unparalleled excellence in the entire sports world. Congrats to him for winning the Gold at the World Athletics Championships. pic.twitter.com/KsOsGmScER
— Narendra Modi (@narendramodi) August 28, 2023The talented @Neeraj_chopra1 exemplifies excellence. His dedication, precision and passion make him not just a champion in athletics but a symbol of unparalleled excellence in the entire sports world. Congrats to him for winning the Gold at the World Athletics Championships. pic.twitter.com/KsOsGmScER
— Narendra Modi (@narendramodi) August 28, 2023
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও ভারতীয় অ্যাথলিটকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি বলেন, ‘‘শ্রেষ্ঠত্বের উদাহরণ ৷ তাঁর একাগ্রতা, নিখুঁত এবং আবেগ তাঁকে অ্যাথলেটিক্সে শুধু চ্যাম্পিয়ন করে তোলেনি ৷ তিনি সমগ্র ক্রীড়া বিশ্বে এক অতুলনীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন ৷ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন জানাই ৷’’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এ দিন নীরজের সাফল্যকে কুর্ণিশ জানান ৷ তিনি টুইটে লেখেন, ‘‘অভিনন্দন নীরজ চোপড়া ! বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের জন্য সমগ্র দেশ আপনার জন্য গর্বিত ৷ আপনার ভবিষ্যতের সকল প্রতিযোগিতার জন্য আগাম শুভেচ্ছা জানাই ৷’’
আরও পড়ুন: মধ্যরাতে ইতিহাস 'সোনার ছেলে'র! বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসেবে জ্যাভলিনে সোনা জয় নীরজের
-
Congratulations @Neeraj_chopra1!!
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The entire nation is proud of you for becoming the first Indian to win the gold medal in the javelin throw in the World Athletics Championship today in Budapest.
I wish you the very best in all your future endeavours.
">Congratulations @Neeraj_chopra1!!
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2023
The entire nation is proud of you for becoming the first Indian to win the gold medal in the javelin throw in the World Athletics Championship today in Budapest.
I wish you the very best in all your future endeavours.Congratulations @Neeraj_chopra1!!
— Mamata Banerjee (@MamataOfficial) August 28, 2023
The entire nation is proud of you for becoming the first Indian to win the gold medal in the javelin throw in the World Athletics Championship today in Budapest.
I wish you the very best in all your future endeavours.
এ দিন প্রথম থ্রোয়ের পর খুশি ছিলেন না নীরজ ৷ তাই জ্যাভলিন ল্যান্ড করার মুহূর্তেই ‘ফোর্স ফাউল’ করেন ভারতীয় অ্যাথলিট ৷ তাই ইচ্ছাকৃতভাবে লাইন ক্রস করে যান ৷ ফলে তাঁর 79 মিটারের থ্রো রেজিস্ট্রার হয়নি ৷ এর পর দ্বিতীয়বারে নতুন উদ্যোমে শুরু করেন নীরজ চোপড়া ৷ এবার তাঁর রান-আপ থেকে শুরু করে শরীরি-ভাষা সবতেই আত্মবিশ্বাস দেখা যায় ৷ এমনকি জ্যাভলিন ছোড়ার পরেই শূন্যে দু’হাত তুলে সেলিব্রেশন করতে দেখা যায় তাঁকে ৷ 88.17 মিটার জ্যাভিলন থ্রো করে 1 নম্বরে শেষ করেন নীরজ ৷ আর 87.82 মিটার জ্যাভলিন ছুঁড়ে দ্বিতীয় হয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম ৷