ETV Bharat / sports

Thailand Para Badminton: থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টনে জোড়া সোনা প্রমোদ-সুহাসের

থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টনে ভারতীয় শাটলারদের জয় জয়কার ৷ সিঙ্গলসে জোড়া সোনা জিতলেন শাটলার প্রমোদ ভগত এবং সুহাস ললিনাকেরে যথিরাজ ৷ দুই শাটলার ডবলস ক্যাটাগরিতেও সোনা জিতেছেন ৷

author img

By

Published : May 14, 2023, 7:53 PM IST

Thailand Para Badminton ETV BHARAT
Thailand Para Badminton

নয়াদিল্লি, 14 মে: সাফল্যের দৌড় ধরে রেখেছেন টোকিয়ো প্যারা-অলিম্পিক চ্যাম্পিয়ন শাটলার প্রমোদ ভগত ৷ এবার থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক টুর্নামেন্টে জোড়া সোনার পদক জিতলেন তিনি ৷ রবিবার পুরষদের সিঙ্গলসে এসএল3 ক্যাটাগরির ফাইনালে ব্রিটিশ প্রতিপক্ষ ড্যানিয়েল বেথেলকে হারিয়েছেন তিনি ৷ অন্যদিকে, সুহাস ললিনাকেরে যথিরাজ এসএল4 ক্যাটাগরির সিঙ্গলস ফাইনালে আরেক ভারতীয় শাটলার সুকান্তকে 3টি গেমের লড়াইয়ে হারিয়েছেন ৷ অন্যদিকে, প্রমোদ এবং সুহাস এসএল3-এসএল4 ডবলস ফাইনালে সোনা জিতেছেন ৷

রবিবার ভারতীয় প্যারা শাটলার প্রমোদ ভগত থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টনে এসএল3 ক্যাটাগরির ফাইনালে খেলতে নামেন ৷ প্রথম গেমে 21-18 স্কোরে ব্রিটিশ প্রতিপক্ষ ড্যানিয়েল বেথেলকে হারিয়ে দেন তিনি ৷ কিন্তু, চোটের কারণে ড্যানিয়েল ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন ৷ ফলে প্রথম রাউন্ডে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওয়াক ওভার পেয়ে যান ৷ প্রমোদ ভগত এবং সুহাস ললিনাকেরে যথিরাজ এসএল3-এসএল4 ডাবলসে জুটি বেঁধেছিলেন ৷ এই বিভাগেও তাঁরা সোনা জিতেছেন ৷

উল্লেখ্য, থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টনের এসএল3-এসএল4 ডাবলস ফাইনালে ভারতের সোনা নিশ্চিত ছিল ৷ কারণ, প্রতিপক্ষ জুটিও এখানে ছিলেন ভারতীয় ৷ নীতেশ কুমার এবং তরুণের জুটিকে 18-21, 21-14 ও 21-19 গেমে হারিয়ে সোনার পদক জিতেছেন প্রমোদ ভগত এবং সুহাস ললিনাকেরে যথিরাজ ৷ সুহাস পুরুষদের সিঙ্গলসে এসএল4 ক্যাটাগরিতেও সোনা জিতেছেন ৷ ভারতীয় প্রতিপক্ষ সুকান্তকে 21-14, 17-21 ও 21-11 গেমে হারিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: 'রঙ্গবতী'র তালে ঠুমকা প্রভু দেবার, বাদ গেলেন না জ্যাকলিন থেকে সোনাক্ষীও

একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রমোদ তাঁর সাফল্য নিয়ে বলেন, ‘‘টুর্নামেন্টে নিজের পারফর্ম্যান্সে খুশি তিনি ৷ এমনকী তিনি তাঁর অনুশীলনে করা পরিকল্পনা ও প্রস্তুতি অনুযায়ী খেলতে পেরেছেন ৷ আর সেই কারণেই এই সাফল্য ৷’’ পাশাপাশি, ব্রিটিশ প্রতিপক্ষের চোট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷ আশা করছেন ড্যানিয়েল দ্রুত সুস্থ হয়ে কোর্টে ফিরবেন ৷ থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে এসএইচ6 ও এসএইচ5 ক্যাটাগরিতে ভারতের নিত্যশ্রী সুমতি সিভান এবং তুলসিমতি মুরুগেসান রুপো জিতেছেন ৷

নয়াদিল্লি, 14 মে: সাফল্যের দৌড় ধরে রেখেছেন টোকিয়ো প্যারা-অলিম্পিক চ্যাম্পিয়ন শাটলার প্রমোদ ভগত ৷ এবার থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক টুর্নামেন্টে জোড়া সোনার পদক জিতলেন তিনি ৷ রবিবার পুরষদের সিঙ্গলসে এসএল3 ক্যাটাগরির ফাইনালে ব্রিটিশ প্রতিপক্ষ ড্যানিয়েল বেথেলকে হারিয়েছেন তিনি ৷ অন্যদিকে, সুহাস ললিনাকেরে যথিরাজ এসএল4 ক্যাটাগরির সিঙ্গলস ফাইনালে আরেক ভারতীয় শাটলার সুকান্তকে 3টি গেমের লড়াইয়ে হারিয়েছেন ৷ অন্যদিকে, প্রমোদ এবং সুহাস এসএল3-এসএল4 ডবলস ফাইনালে সোনা জিতেছেন ৷

রবিবার ভারতীয় প্যারা শাটলার প্রমোদ ভগত থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টনে এসএল3 ক্যাটাগরির ফাইনালে খেলতে নামেন ৷ প্রথম গেমে 21-18 স্কোরে ব্রিটিশ প্রতিপক্ষ ড্যানিয়েল বেথেলকে হারিয়ে দেন তিনি ৷ কিন্তু, চোটের কারণে ড্যানিয়েল ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন ৷ ফলে প্রথম রাউন্ডে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে ওয়াক ওভার পেয়ে যান ৷ প্রমোদ ভগত এবং সুহাস ললিনাকেরে যথিরাজ এসএল3-এসএল4 ডাবলসে জুটি বেঁধেছিলেন ৷ এই বিভাগেও তাঁরা সোনা জিতেছেন ৷

উল্লেখ্য, থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টনের এসএল3-এসএল4 ডাবলস ফাইনালে ভারতের সোনা নিশ্চিত ছিল ৷ কারণ, প্রতিপক্ষ জুটিও এখানে ছিলেন ভারতীয় ৷ নীতেশ কুমার এবং তরুণের জুটিকে 18-21, 21-14 ও 21-19 গেমে হারিয়ে সোনার পদক জিতেছেন প্রমোদ ভগত এবং সুহাস ললিনাকেরে যথিরাজ ৷ সুহাস পুরুষদের সিঙ্গলসে এসএল4 ক্যাটাগরিতেও সোনা জিতেছেন ৷ ভারতীয় প্রতিপক্ষ সুকান্তকে 21-14, 17-21 ও 21-11 গেমে হারিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: 'রঙ্গবতী'র তালে ঠুমকা প্রভু দেবার, বাদ গেলেন না জ্যাকলিন থেকে সোনাক্ষীও

একটি প্রেস বিজ্ঞপ্তিতে প্রমোদ তাঁর সাফল্য নিয়ে বলেন, ‘‘টুর্নামেন্টে নিজের পারফর্ম্যান্সে খুশি তিনি ৷ এমনকী তিনি তাঁর অনুশীলনে করা পরিকল্পনা ও প্রস্তুতি অনুযায়ী খেলতে পেরেছেন ৷ আর সেই কারণেই এই সাফল্য ৷’’ পাশাপাশি, ব্রিটিশ প্রতিপক্ষের চোট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ৷ আশা করছেন ড্যানিয়েল দ্রুত সুস্থ হয়ে কোর্টে ফিরবেন ৷ থাইল্যান্ড প্যারা ব্যাডমিন্টন আন্তর্জাতিক টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে এসএইচ6 ও এসএইচ5 ক্যাটাগরিতে ভারতের নিত্যশ্রী সুমতি সিভান এবং তুলসিমতি মুরুগেসান রুপো জিতেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.