ETV Bharat / sports

UEFA Nations League : রোনাল্ডো গোল পেলেন না, তবু নেশনস লিগে জয় অব্যাহত পর্তুগালের

author img

By

Published : Jun 10, 2022, 2:41 PM IST

উয়েফা নেশনস লিগে চেক রিপাবলিককে হারিয়ে গ্রুপ পর্যায়ে এক নম্বর জায়গা ধরে রাখল পর্তুগাল ৷ 2-0 গোলে জয় রোনাল্ডদের ৷ পর্তুগালের হয়ে দু’টি গোল করেন জোয়াও ক্যান্সেলো এবং গঞ্জালো গুডেস (Portugal Secured 2-0 Win Over Czech Republic in UEFA Nations League Clash) ৷

Portugal Secured 2-0 Win Over Czech Republic in UEFA Nations League Clash
Portugal Secured 2-0 Win Over Czech Republic in UEFA Nations League Clash

লিসবন, 10 জুন : উয়েফা নেশনস লিগে আরও একটি জয় পর্তুগালের ৷ চেক প্রজাতন্ত্রকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ পর্যায়ের প্রথম লেগে 1 নম্বর জায়গা ধরে রাখলেন রোনাল্ডোরা (Portugal Secured 2-0 Win Over Czech Republic in UEFA Nations League Clash) ৷ এ দিন ম্যাচের প্রথমার্ধেই দু’গোল করে পর্তুগিজরা ৷ গোলদাতারা হলেন ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলো এবং রাইট উইঙ্গার গঞ্জালো গুডেস ৷

এদিন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস 4-1-4-1 ফর্মেশনে দল নামিয়েছিলেন ৷ রোনাল্ডোকে একেবার সামনে রেখে মাঝমাঠকে শক্তিশালী করে চেক প্রজাতন্ত্রের (Portugal vs Czech Republic) বিরুদ্ধে দল সাজিয়েছিলেন তিনি ৷ যার ফলে মাঠে 64 শতাংশ বল পজিশন ছিল রোনাল্ডোদের দখলে ৷ ম্যাচের 33 মিনিটে পর্তুগালের প্রথম গোলটি করেন ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলো ৷ এর পাঁচ মিনিটের মধ্যে একই পজিশন থেকে ম্যাচের 38 মিনিটে রাইট উইঙ্গার গঞ্জালো গুডেস দ্বিতীয় গোলটি করেন ৷

পরবর্তী সময়ে পর্তুগাল একাধিক সুযোগ তৈরি করলেও, তা গোলে রূপান্তর করতে ব্যর্থ হয় ৷ তবে, এ দিন প্রেসিং ফুটবল খেলতে গিয়ে 4 টি হলুদ কার্ড দেখেছে পর্তুগাল ৷ যার মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ৷ তিনি দ্বিতীয়ার্ধে 51 মিনিটে হলুদ কার্ড দেখেন ৷ রাফায়েল লিয়াও, জোয়াও ক্যান্সেলো এবং উইলিয়াম কার্ভালহো হলুদ কার্ড দেখেন ৷ এদিন ফার্নান্দো স্যান্টোস দ্বিতীয়ার্ধে তাঁর 5 মিডফিল্ডারকেই পরিবর্তন করেন ৷

আরও পড়ুন : Sunil Chhetri: এখন সুনীলের সামনে শুধুই মেসি

এদিনের জয়ের পর নেশনস লিগের গ্রুপ টু-তে প্রথম লেগের পর 7 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে পর্তুগাল ৷ দু’টি ম্যাচ ড্র করার পর সুইৎজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপে 2 নম্বর জায়গা ধরে রেখেছে স্পেন ৷ দ্বিতীয় লেগে 13 জুন সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ৷

লিসবন, 10 জুন : উয়েফা নেশনস লিগে আরও একটি জয় পর্তুগালের ৷ চেক প্রজাতন্ত্রকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ পর্যায়ের প্রথম লেগে 1 নম্বর জায়গা ধরে রাখলেন রোনাল্ডোরা (Portugal Secured 2-0 Win Over Czech Republic in UEFA Nations League Clash) ৷ এ দিন ম্যাচের প্রথমার্ধেই দু’গোল করে পর্তুগিজরা ৷ গোলদাতারা হলেন ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলো এবং রাইট উইঙ্গার গঞ্জালো গুডেস ৷

এদিন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস 4-1-4-1 ফর্মেশনে দল নামিয়েছিলেন ৷ রোনাল্ডোকে একেবার সামনে রেখে মাঝমাঠকে শক্তিশালী করে চেক প্রজাতন্ত্রের (Portugal vs Czech Republic) বিরুদ্ধে দল সাজিয়েছিলেন তিনি ৷ যার ফলে মাঠে 64 শতাংশ বল পজিশন ছিল রোনাল্ডোদের দখলে ৷ ম্যাচের 33 মিনিটে পর্তুগালের প্রথম গোলটি করেন ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলো ৷ এর পাঁচ মিনিটের মধ্যে একই পজিশন থেকে ম্যাচের 38 মিনিটে রাইট উইঙ্গার গঞ্জালো গুডেস দ্বিতীয় গোলটি করেন ৷

পরবর্তী সময়ে পর্তুগাল একাধিক সুযোগ তৈরি করলেও, তা গোলে রূপান্তর করতে ব্যর্থ হয় ৷ তবে, এ দিন প্রেসিং ফুটবল খেলতে গিয়ে 4 টি হলুদ কার্ড দেখেছে পর্তুগাল ৷ যার মধ্যে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ৷ তিনি দ্বিতীয়ার্ধে 51 মিনিটে হলুদ কার্ড দেখেন ৷ রাফায়েল লিয়াও, জোয়াও ক্যান্সেলো এবং উইলিয়াম কার্ভালহো হলুদ কার্ড দেখেন ৷ এদিন ফার্নান্দো স্যান্টোস দ্বিতীয়ার্ধে তাঁর 5 মিডফিল্ডারকেই পরিবর্তন করেন ৷

আরও পড়ুন : Sunil Chhetri: এখন সুনীলের সামনে শুধুই মেসি

এদিনের জয়ের পর নেশনস লিগের গ্রুপ টু-তে প্রথম লেগের পর 7 পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে পর্তুগাল ৷ দু’টি ম্যাচ ড্র করার পর সুইৎজারল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপে 2 নম্বর জায়গা ধরে রেখেছে স্পেন ৷ দ্বিতীয় লেগে 13 জুন সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.