নিউইয়র্ক, 29 অগস্ট: যুক্তরাষ্ট্র ওপেনে দাপুটে জয় দিয়ে প্রত্যাবর্তন নোভাক জকোভিচের ৷ সেই সঙ্গে নিজের হারানো এক নম্বর স্থানও পুনরুদ্ধার করলেন সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকা ৷ ভারতীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া ম্যাচে ফরাসি প্রতিপক্ষ অ্যালেকজান্ডার মুলারকে 6-0, 6-2, 6-3 স্ট্রেট সেটে হারিয়েছেন নোভাক ৷
23 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নকে আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাতের ম্যাচ শুরু করতে কোকো গফের তিন সেটের জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিল ৷ সেই ম্যাচ শেষ হওয়ার পর প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে আর্থার অ্যাশ স্টেডিয়ামের কোর্টে নামেন নোভাক ৷ একপেশে ম্যাচ জিতে নোভাক বলেন, ‘‘ঠিক আছে, আমি জানতাম যে, আমার অনেক রাত হয়ে যাবে ৷ কারণ, ম্যাচ অনেক দেরিতে শুরু হয়েছে ৷ তবে, আমি কোর্টে নামার জন্য অনেক বেশি উৎসুক ছিলাম ৷’’
-
Keep an eye out for more player impersonations from Novak 😆 pic.twitter.com/eXtsD0dNzt
— US Open Tennis (@usopen) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Keep an eye out for more player impersonations from Novak 😆 pic.twitter.com/eXtsD0dNzt
— US Open Tennis (@usopen) August 29, 2023Keep an eye out for more player impersonations from Novak 😆 pic.twitter.com/eXtsD0dNzt
— US Open Tennis (@usopen) August 29, 2023
নোভাক বলেন, ‘‘যদি ম্যাচ মধ্যরাতেও শুরু হত, তাতেও আমি খুব বেশি চিন্তা করি না ৷ কারণ আমি এই মুহূর্তটার জন্য কয়েক বছর ধরে অপেক্ষা করেছিলাম ৷ আমাদের খেলার সবচেয়ে বড় স্টেডিয়াম, আমাদের খেলার সবচেয়ে শোরগোল হওয়া স্টেডিয়াম এটি ৷ সেখানে রাতে ম্যাচ খেলতে নামার জন্য মুখিয়ে ছিলাম আমি ৷’’ এ দিন ফরাসি প্রতিপক্ষ অ্যালেকজান্ডার মুলারের বিরুদ্ধে প্রথম সেট থেকেই দুরন্ত ছন্দে ছিলেন জকোভিচ ৷ প্রথম সেট প্রতিপক্ষকে একটি গেম পয়েন্টও জিততে দেননি তিনি ৷ 6-0 প্রথম সেট জেতেন নোভাক ৷ আর দ্বিতীয় সেটে যখন প্রথমবার মুলার গেম পয়েন্ট পান, তখন পুরো স্টেডিয়াম হাততালি দিয়ে সেই মুহূর্তকে সেলিব্রেট করে ৷
-
All business from Novak Djokovic in Round 1! pic.twitter.com/x4aP1kMSkr
— US Open Tennis (@usopen) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All business from Novak Djokovic in Round 1! pic.twitter.com/x4aP1kMSkr
— US Open Tennis (@usopen) August 29, 2023All business from Novak Djokovic in Round 1! pic.twitter.com/x4aP1kMSkr
— US Open Tennis (@usopen) August 29, 2023
আরও পড়ুন: তাঁর চেয়ে বেশি কেউ বিশ্বকাপ জিততে চায় না, ক্রিকেট যজ্ঞের আগে ‘বিরাট’ বার্তা কোহলির
তবে, দ্বিতীয় সেটেও বিশেষ কিছুই করতে পারেনি ফরাসি টেনিস প্লেয়ার ৷ 6-2 গেমে সেট হারেন তিনি ৷ আর তৃতীয় সেটেও শুরু থেকেই নোভাকের দাপট ছিল ৷ 6-3 গেমে তৃতীয় সেট ও ম্যাচ জিতে নেন নোভাক জকোভিচ ৷ এ দিনের জয়ের পর নোভাক বিশ্ব টেনিসে তাঁর হারানো 1 নম্বর পজিশন ফিরে পেয়েছেন ৷ দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ স্পেনের বার্নাবে জাপাতা মিরালেস ৷ ভারতীয় সময় 1 সেপ্টেম্বর মধ্যরাতে সেই ম্যাচ হওয়ার কথা ৷ উল্লেখ্য, কোভিডের টীকা না নেওয়ায় গতবছর যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নিতে পারেননি নোভাক জকোভিচ ৷
(খবর সূত্র- সংবাদসংস্থা এপি)