ETV Bharat / sports

Stephen Constantine: বৃহস্পতির সকালেই শহরে পা দিচ্ছেন লাল-হলুদের নয়া কোচ কনস্ট্যানটাইন

বৃহস্পতিবার সকালেই শহরে পা রাখছেন লাল-হলুদের নতুন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (New EB coach Stephen Constantine to arrive in Kolkata tomorrow) ৷ সকাল সোয়া 8 টায় কলকাতা বিমানবন্দরে পা রাখছেন আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের হেডস্যার।

Etv BharaStephen Constantinet
Etv Bবৃহস্পতির সকালেই শহরে পা দিচ্ছেন লাল-হলুদের নয়া কোচ কনস্ট্যানটাইনharat
author img

By

Published : Aug 3, 2022, 10:27 PM IST

কলকাতা, 3 অগস্ট: চুক্তি স্বাক্ষর হতেই যেন নয়া উদ্যম পরিলক্ষিত হচ্ছে ইস্টবেঙ্গল জনতার মধ্যে ৷ আর সেই উদ্যমে স্ফুলিঙ্গ জোগাতে বৃহস্পতিবার সকালেই শহরে পা রাখছেন লাল-হলুদের নতুন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (New EB coach Stephen Constantine to arrive in Kolkata tomorrow) ৷ সকাল সোয়া 8 টায় কলকাতা বিমানবন্দরে পা রাখছেন আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের হেডস্যার। বিকেলে তিনি অনুশীলনে নামবেন কি না, তা সরকারিভাবে জানানো হয়নি। তবে সম্ভাবনা কিন্তু প্রবল।

কোচের শহরে পা-রাখার প্রতীক্ষার মাঝেই ফুটবলারদের প্রথম তালিকাও প্রকাশিত হল লাল-হলুদের তরফে ৷ যে তালিকায় রয়েছেন গোলরক্ষক পবন কুমার, রাইট-ব্যাক মহম্মদ রাকিপ, ডিফেন্ডার অঙ্কিত মুখোপাধ্যায়, সার্থক গোলুই, লেফট-ব্যাক জেরি লালরিনজুয়ালা, প্রীতম সিং, মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী, অমরজিৎ সিং কিয়াম, মোবাসির রহমান, আঙ্গৌসানা, উইঙ্গার অনিকেত যাদব, স্ট্রাইকার নাওরেম মহেশ সিং এবং সুহের ভিপি ৷ প্রত্যেক ফুটবলারকেই আগামিকাল ক্লাবে আসতে বলা হয়েছে। তাই ধরে নেওয়া যায় অনুশীলনে না-নামলেও স্টিফেনের সঙ্গে প্রথমদিনই ফুটবলারদের পরিচয় পর্ব সেরে ফেলবেন উপরোক্ত ফুটবলাররা।

আরও পড়ুন: 'সভ্য-সমর্থকদের অন্ধকারে রেখে ওদের ক্লাব হস্তান্তর হয়েছে', চুক্তি সেরে বাগানকে ঠুকলেন লাল-হলুদের নীতু

দরজায় কড়া নাড়ছে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ। হাতে কম সময়। সুতরাং, ফুটবলারদের ফিট করে তোলা জরুরি। সম্ভবত একজন অস্ট্রেলিয় ফিজিও আসছেন। বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে স্টিফেন কনস্ট্যানটাইনের মতই শেষ কথা। তবে তার পছন্দের তালিকায় যে ব্রাইট এনোবাখারের নাম নেই, তা লাল-হলুদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ৷ এদিকে বুধবার এটিকে মোহনবাগানের প্র্যাকটিসে আলো বিভ্রাট। মাঝপথে বন্ধ হয়ে গেল জুয়ান ফেরান্দোর অনুশীলন।

কলকাতা, 3 অগস্ট: চুক্তি স্বাক্ষর হতেই যেন নয়া উদ্যম পরিলক্ষিত হচ্ছে ইস্টবেঙ্গল জনতার মধ্যে ৷ আর সেই উদ্যমে স্ফুলিঙ্গ জোগাতে বৃহস্পতিবার সকালেই শহরে পা রাখছেন লাল-হলুদের নতুন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (New EB coach Stephen Constantine to arrive in Kolkata tomorrow) ৷ সকাল সোয়া 8 টায় কলকাতা বিমানবন্দরে পা রাখছেন আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের হেডস্যার। বিকেলে তিনি অনুশীলনে নামবেন কি না, তা সরকারিভাবে জানানো হয়নি। তবে সম্ভাবনা কিন্তু প্রবল।

কোচের শহরে পা-রাখার প্রতীক্ষার মাঝেই ফুটবলারদের প্রথম তালিকাও প্রকাশিত হল লাল-হলুদের তরফে ৷ যে তালিকায় রয়েছেন গোলরক্ষক পবন কুমার, রাইট-ব্যাক মহম্মদ রাকিপ, ডিফেন্ডার অঙ্কিত মুখোপাধ্যায়, সার্থক গোলুই, লেফট-ব্যাক জেরি লালরিনজুয়ালা, প্রীতম সিং, মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী, অমরজিৎ সিং কিয়াম, মোবাসির রহমান, আঙ্গৌসানা, উইঙ্গার অনিকেত যাদব, স্ট্রাইকার নাওরেম মহেশ সিং এবং সুহের ভিপি ৷ প্রত্যেক ফুটবলারকেই আগামিকাল ক্লাবে আসতে বলা হয়েছে। তাই ধরে নেওয়া যায় অনুশীলনে না-নামলেও স্টিফেনের সঙ্গে প্রথমদিনই ফুটবলারদের পরিচয় পর্ব সেরে ফেলবেন উপরোক্ত ফুটবলাররা।

আরও পড়ুন: 'সভ্য-সমর্থকদের অন্ধকারে রেখে ওদের ক্লাব হস্তান্তর হয়েছে', চুক্তি সেরে বাগানকে ঠুকলেন লাল-হলুদের নীতু

দরজায় কড়া নাড়ছে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ। হাতে কম সময়। সুতরাং, ফুটবলারদের ফিট করে তোলা জরুরি। সম্ভবত একজন অস্ট্রেলিয় ফিজিও আসছেন। বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে স্টিফেন কনস্ট্যানটাইনের মতই শেষ কথা। তবে তার পছন্দের তালিকায় যে ব্রাইট এনোবাখারের নাম নেই, তা লাল-হলুদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ৷ এদিকে বুধবার এটিকে মোহনবাগানের প্র্যাকটিসে আলো বিভ্রাট। মাঝপথে বন্ধ হয়ে গেল জুয়ান ফেরান্দোর অনুশীলন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.