কলকাতা, 24 ডিসেম্বর: লিগের লাস্ট বয়-দের হারিয়ে ক্রিসমাস সেলিব্রেশনে যাওয়ার সমস্ত পরিকল্পনা তৈরিই ছিল ৷ কিন্তু সবকিছু করেও শনিবার অ্যাওয়ে ম্যাচে গোল তো এলই না ৷ উলটে হাইল্যান্ডারদের কাছে হেরেই বসল এটিকে মোহনবাগান ৷ অন্যদিক উইলমার জর্ডনের (Wilmar Jordan) দুরন্ত হেডে একাদশতম ম্য়াচে এসে কাঙ্খিত জয় পেল নর্থ ইস্ট ইউনাইটেড (NEUFC beat ATK Mohun Bagan to get their first win of the season) ৷ ম্যাচের 68 মিনিটে এমিল বেনির সেন্টারে মাথা ছুঁইয়ে গোল করে উইলিয়াম জর্ডন যদি পাহাড়ি দলটির জয়ের নায়ক হন, তবে গোলের নীচে বিশ্বস্ত দস্তানা হাতে নর্থ-ইস্টের জয়ের আরেক নায়ক মিরশাদ মিচু ৷ সবমিলিয়ে বড়দিনের কয়েকঘণ্টা আগে মেরিনার্সদের শিবিরে একরাশ বিষণ্ণতা ৷
চোটের জন্য ছয় বিদেশির মধ্যে তিন বিদেশি হাতে নেই। এই অবস্থায় দিমিত্রি পেত্রাতোস, ব্র্যান্ডন হামিল, কার্ল ম্যাকহিউ এবং লিস্টন কোলাসো পরিত্রাতা হতে পারতেন। কিন্তু সকলেই প্রতিপক্ষের রক্ষণের জালে কেবল দিগভ্রষ্ট হলেন। পয়েন্ট টেবিলের লাস্ট বয়রা উপরের দলগুলোর জন্য বিপদ বয়ে আনে ৷ এদিন সেই বিপদটা এল বাগানে। এই সব ম্যাচে দ্রুত গোল তুলে নেওয়ার মধ্যে থাকে সাফল্যের চাবিকাঠি। কিন্তু লিস্টন কোলাসো স্কোরিং বুট কোথায় হারিয়ে ফেলেছেন, নিজেই জানেন না। শনিবারও একাধিকবার সহজ সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হলেন। যার খেসারত দিতে হল দলকে।
আরও পড়ুন: ফুটপ্রিন্ট চেয়ে আমন্ত্রণ ব্রাজিলে, মারাকানার হল অফ ফেমে জায়গা পাচ্ছেন লিও
দিমিত্রি পেত্রাতোস সম্বন্ধেও একই কথা বলা যায়। নর্থ-ইস্ট ডিফেন্ডারদের পাহারায় তিনিও গোলের মুখ হাতড়ালেন। পাশাপাশি সময় যত গড়াল তেকাঠির নীচে মিরশাদ ততই ভরসা জোগালেন ৷ প্রথমার্ধে অন্তত দু'বার গোলের সুযোগ নষ্ট হয় নর্থ ইস্ট ইউনাইটেডের। উইলমার জর্ডনের একটি শট পোস্টে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে প্রতিআক্রমণে সবুজ-মেরুনের গোল করার যাবতীয় চেষ্টা রুখে দিয়ে অবশেষে জয়। তবে পয়েন্ট টেবিলে তারা এখনও সবার নীচেই হাইল্যান্ডাররা। অন্যদিকে 20 পয়েন্ট নিয়ে তিনে সবুজ মেরুন।