ETV Bharat / sports

Durand Cup 2023: বর্ণবিদ্বেষমূলক আচরণের অভিযোগ নর্থ-ইস্টের, অবস্থান স্পষ্ট করল ইস্টবেঙ্গল - North East accuses East Bengal of racist behavior

জেতার আনন্দে বিতর্ক ৷ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক আচরণ করার অভিযোগ আনল নর্থ ইস্ট ইউনাইটেড ৷ তবে এর পালটা উত্তর দিয়ে কী বলল লাল-হলুদ শিবির ?

Etv Bharat
সৌঃ টুইটার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 10:56 PM IST

Updated : Aug 31, 2023, 11:04 AM IST

কলকাতা, 30 অগস্ট: 19 বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ওঠার আনন্দের মধ্যে বিতর্ক আছড়ে পড়ল ইমামি ইস্টবেঙ্গল শিবিরে। লাল-হলুদ সমর্থকদের বিরুদ্ধে নর্থ ইস্ট ইউনাইটেডের অনুরাগীদের প্রতি বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ইস্টবেঙ্গল 5-3 গোলে জয় ছিনিয়ে নেয়।

সেই ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা নাকি নর্থ ইস্ট সমর্থকদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছে । এছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড সমর্থকদের হেনস্তা করারও অভিযোগ উঠেছে লাল-হলুদ সমর্থকদের বিরুদ্ধে। এই বিষয়ে ডুরান্ড আয়োজক কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাব । তাদের টুইটারে একটি বিবৃতি প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে । পালটা উত্তর দিয়েছে লাল-হলুদও ।

কোনওরকম বর্ণবিদ্বেষমূলক মন্তব্যকে সমর্থন করে না ইস্টবেঙ্গল । বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে লাল-হলুদের সোশাল মিডিয়ায়। ফিফা কিংবা তার অধীনস্ত কোনও দেশের অধীন ফুটবল সংস্থা বর্ণবিদ্বেষমূলক কথা বা আচরণকে প্রশ্রয় দেয় না । দোষ প্রমাণিত হলে কড়া শাস্তি পেয়ে থাকে সংশ্লিষ্ট ক্লাব। এই অবস্থায় আয়োজক ডুরান্ড কমিটি কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার ।

মঙ্গলবার রাতে ফুটবল ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে নর্থ ইস্ট ইউনাইটেড কোচ এই বিষয়ে কোনও কথা উল্লেখ করেননি । এদিকে সেমিফাইনাল জয়ের আনন্দ সরিয়ে লাল-হলুদ ব্রিগেডে এখন মিশন ফাইনাল । কোচ কার্লস কুয়াদ্রাত জানিয়েছেন ফাইনালের লড়াইটা সহজ হবে না। এদিকে ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা বলেছেন, "আমরা জানতাম নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না । ওরা এই ম্যাচের আগে হারেনি । আমরা পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে মরিয়া লড়াই করেছিলাম । দলের 'নেভার সে ডাই' মনোভাব জয় পেতে সাহায্য করেছে । এবার ফাইনালের জন্য তৈরি হতে হবে । ট্রফি নিয়ে শেষ করতে চাই । 27 বার ফাইনালে উঠেছি । শেষটা ভালো করাই লক্ষ্য ।"

আরও পড়ুন : দু'গোলে পিছিয়ে পড়ে স্মরণীয় প্রত্যাবর্তন, টাইব্রেকারে জিতে 19 বছর পর ডুরান্ড ফাইনালে লাল-হলুদ

কলকাতা, 30 অগস্ট: 19 বছর পর ডুরান্ড কাপের ফাইনালে ওঠার আনন্দের মধ্যে বিতর্ক আছড়ে পড়ল ইমামি ইস্টবেঙ্গল শিবিরে। লাল-হলুদ সমর্থকদের বিরুদ্ধে নর্থ ইস্ট ইউনাইটেডের অনুরাগীদের প্রতি বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের গুরুতর অভিযোগ উঠেছে। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল বনাম নর্থ ইস্ট ইউনাইটেড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ইস্টবেঙ্গল 5-3 গোলে জয় ছিনিয়ে নেয়।

সেই ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা নাকি নর্থ ইস্ট সমর্থকদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছে । এছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেড সমর্থকদের হেনস্তা করারও অভিযোগ উঠেছে লাল-হলুদ সমর্থকদের বিরুদ্ধে। এই বিষয়ে ডুরান্ড আয়োজক কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে নর্থ ইস্ট ইউনাইটেড ক্লাব । তাদের টুইটারে একটি বিবৃতি প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে । পালটা উত্তর দিয়েছে লাল-হলুদও ।

কোনওরকম বর্ণবিদ্বেষমূলক মন্তব্যকে সমর্থন করে না ইস্টবেঙ্গল । বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে লাল-হলুদের সোশাল মিডিয়ায়। ফিফা কিংবা তার অধীনস্ত কোনও দেশের অধীন ফুটবল সংস্থা বর্ণবিদ্বেষমূলক কথা বা আচরণকে প্রশ্রয় দেয় না । দোষ প্রমাণিত হলে কড়া শাস্তি পেয়ে থাকে সংশ্লিষ্ট ক্লাব। এই অবস্থায় আয়োজক ডুরান্ড কমিটি কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার ।

মঙ্গলবার রাতে ফুটবল ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে নর্থ ইস্ট ইউনাইটেড কোচ এই বিষয়ে কোনও কথা উল্লেখ করেননি । এদিকে সেমিফাইনাল জয়ের আনন্দ সরিয়ে লাল-হলুদ ব্রিগেডে এখন মিশন ফাইনাল । কোচ কার্লস কুয়াদ্রাত জানিয়েছেন ফাইনালের লড়াইটা সহজ হবে না। এদিকে ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা বলেছেন, "আমরা জানতাম নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না । ওরা এই ম্যাচের আগে হারেনি । আমরা পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে মরিয়া লড়াই করেছিলাম । দলের 'নেভার সে ডাই' মনোভাব জয় পেতে সাহায্য করেছে । এবার ফাইনালের জন্য তৈরি হতে হবে । ট্রফি নিয়ে শেষ করতে চাই । 27 বার ফাইনালে উঠেছি । শেষটা ভালো করাই লক্ষ্য ।"

আরও পড়ুন : দু'গোলে পিছিয়ে পড়ে স্মরণীয় প্রত্যাবর্তন, টাইব্রেকারে জিতে 19 বছর পর ডুরান্ড ফাইনালে লাল-হলুদ

Last Updated : Aug 31, 2023, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.