ETV Bharat / sports

Khel Ratna Award : খেলরত্ন পাচ্ছেন 'সোনার ছেলে' নীরজ, ব্রোঞ্জজয়ী লভলিনা - পিআর শ্রীজেশ

2020 টোকিয়ো অলিম্পিক্সে বর্শা ছোড়ায় দেশকে সোনা এনে দিয়েছেন পানিপথের নীরজ ৷ অন্যদিকে কুস্তির 57 কেজি বিভাগে রবি দাহিয়া রুপো এবং বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে লভলিনা ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছিলেন ৷ আর 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদকজয়ী ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কেরলের শ্রীজেশ ৷

Khel Ratna Award
খেলরত্ন পাচ্ছেন 'সোনার ছেলে' নীরজ, ব্রোঞ্জজয়ী লভলিনা
author img

By

Published : Oct 29, 2021, 12:33 PM IST

নয়াদিল্লি, 29 অক্টোবর : এই প্রথম নাম বদলে মেজর ধ্য়ানচাঁদের নামে আত্মপ্রকাশ করতে চলেছে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান 'খেলরত্ন' ৷ আর সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, নাম বদলে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান এবার উঠছে নীরজ চোপড়ার হাতে ৷ 'সোনার ছেলে'র হাতে মেজর ধ্য়ানচাঁদ খেলরত্ন যে উঠতে চলেছে সেটা আন্দাজ করতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না ৷

তবে অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেওয়া নীরজ ছাড়াও খেলরত্ন পাচ্ছেন 2020 টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী আরও তিন ৷ এঁরা হলেন রবি কুমার দাহিয়া, লভলিনা বরগোঁহাই এবং পিআর শ্রীজেশ ৷ এক বিশ্বস্ত সূত্র সংবাদসংস্থাকে খবরটি নিশ্চিত করেছে ৷

উল্লেখ্য, 2020 টোকিয়ো অলিম্পিক্সে বর্শা ছোড়ায় দেশকে সোনা এনে দিয়েছেন পানিপথের নীরজ ৷ অন্যদিকে কুস্তির 57 কেজি বিভাগে রবি দাহিয়া রুপো এবং বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে লভলিনা ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছিলেন ৷ আর 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদকজয়ী ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কেরলের শ্রীজেশ ৷

মেজর ধ্য়ানচাঁদ খেলরত্ন প্রাপকের লম্বা তালিকা এখানেই শেষ হওয়ার নয় ৷ দেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন মিতালি রাজ ৷ তালিকায় রয়েছে দেশের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর নামও ৷ এছাড়া টোকিয়ো প্যারালিম্পিক্সে পদকজয়ী অবনী লেখারা, সুমিত আন্তিল, প্রমোদ ভগত, কৃষ্ণ নাগর, মনীশ নারওয়াল খেলরত্ন পাচ্ছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা ৷

আরও পড়ুন : খেলরত্ন পুরস্কারে মনোনীত নীরজ-সুনীল

দেশের 35 জন ক্রীড়াবিদ সম্মানিত হতে চলেছেন অর্জুন পুরস্কারে ৷ এঁদের মধ্য়ে রয়েছেন টোকিয়ো প্যারালিম্পিক্সে দেশের প্রথম পদকজয়ী প্যাডলার ভাবিনা প্যাটেল, যোগেশ কাঠুনিয়া, সুহাস ইয়াথিরাজ, নিশাদ কুমাররা ৷ শ্রীজেশ বাদে ব্রোঞ্জজয়ী হকি দলের বাকিদেরও অর্জুনে সম্মানিত করতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রক ৷ উল্লেখ্য, ন্যাশানাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি গত বুধবার নীরজ-সহ 11জন অ্যাথলিটকে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল ৷

নয়াদিল্লি, 29 অক্টোবর : এই প্রথম নাম বদলে মেজর ধ্য়ানচাঁদের নামে আত্মপ্রকাশ করতে চলেছে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান 'খেলরত্ন' ৷ আর সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, নাম বদলে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান এবার উঠছে নীরজ চোপড়ার হাতে ৷ 'সোনার ছেলে'র হাতে মেজর ধ্য়ানচাঁদ খেলরত্ন যে উঠতে চলেছে সেটা আন্দাজ করতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না ৷

তবে অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম স্বর্ণপদক এনে দেওয়া নীরজ ছাড়াও খেলরত্ন পাচ্ছেন 2020 টোকিয়ো অলিম্পিক্সে পদকজয়ী আরও তিন ৷ এঁরা হলেন রবি কুমার দাহিয়া, লভলিনা বরগোঁহাই এবং পিআর শ্রীজেশ ৷ এক বিশ্বস্ত সূত্র সংবাদসংস্থাকে খবরটি নিশ্চিত করেছে ৷

উল্লেখ্য, 2020 টোকিয়ো অলিম্পিক্সে বর্শা ছোড়ায় দেশকে সোনা এনে দিয়েছেন পানিপথের নীরজ ৷ অন্যদিকে কুস্তির 57 কেজি বিভাগে রবি দাহিয়া রুপো এবং বক্সিংয়ের ওয়েল্টারওয়েট বিভাগে লভলিনা ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছিলেন ৷ আর 41 বছর পর অলিম্পিক্স হকিতে পদকজয়ী ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন কেরলের শ্রীজেশ ৷

মেজর ধ্য়ানচাঁদ খেলরত্ন প্রাপকের লম্বা তালিকা এখানেই শেষ হওয়ার নয় ৷ দেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মান পেতে চলেছেন মিতালি রাজ ৷ তালিকায় রয়েছে দেশের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর নামও ৷ এছাড়া টোকিয়ো প্যারালিম্পিক্সে পদকজয়ী অবনী লেখারা, সুমিত আন্তিল, প্রমোদ ভগত, কৃষ্ণ নাগর, মনীশ নারওয়াল খেলরত্ন পাচ্ছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা ৷

আরও পড়ুন : খেলরত্ন পুরস্কারে মনোনীত নীরজ-সুনীল

দেশের 35 জন ক্রীড়াবিদ সম্মানিত হতে চলেছেন অর্জুন পুরস্কারে ৷ এঁদের মধ্য়ে রয়েছেন টোকিয়ো প্যারালিম্পিক্সে দেশের প্রথম পদকজয়ী প্যাডলার ভাবিনা প্যাটেল, যোগেশ কাঠুনিয়া, সুহাস ইয়াথিরাজ, নিশাদ কুমাররা ৷ শ্রীজেশ বাদে ব্রোঞ্জজয়ী হকি দলের বাকিদেরও অর্জুনে সম্মানিত করতে চলেছে কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রক ৷ উল্লেখ্য, ন্যাশানাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি গত বুধবার নীরজ-সহ 11জন অ্যাথলিটকে খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.