ETV Bharat / sports

Chelsea Waiting for New Owner : এফএ কাপ ফাইনালের আগে নতুন মালিকানা চূড়ান্ত করতে তৎপর চেলসি

author img

By

Published : Apr 18, 2022, 11:48 AM IST

আগামী 4 সপ্তাহের মধ্যে চেলসির নয়া মালিকানা নির্ধারণ করতে হবে (Needs to Complete Sale of Chelsea FC inside Four Weeks Before FA Cup Final) ৷ 14 মে এফএ কাপের ফাইনালের (Chelsea will Play FA Cup Final Against Liverpool on 14th May in Wembley Stadium) আগে সেই প্রক্রিয়া শেষ করতে হবে রোমান অ্যাব্রামোভিচের সংস্থাকে ৷ চেলসির ক্লাবের মালিকানার জন্য ন্যূনতম 3 বিলিয়ন পাউন্ড দরপত্র ধার্য করা হয়েছে ৷ তার উপরে আগ্রহী ক্লাবগুলি দরপত্র পেশ করেছে ৷

Needs to Complete Sale of Chelsea FC inside Four Weeks Before FA Cup Final
Needs to Complete Sale of Chelsea FC inside Four Weeks Before FA Cup Final

লন্ডন, 18 এপ্রিল : 14 মে ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুলের বিরুদ্ধে এফএ কাপের ফাইনাল খেলতে নামবে চেলসি (Chelsea will Play FA Cup Final Against Liverpool on 14th May in Wembley Stadium) ৷ তার আগে ইংলিশ প্রিমিয়র লিগের এই দলটির নতুন মালিকানা নিশ্চিত করত হবে ৷ আগামী 4 সপ্তাহের মধ্যে ক্লাবকে নতুন মালিকানায় লিভারপুলের বিরুদ্ধে ফাইনালে অংশ নিতে বলা হয়েছে (Needs to Complete Sale of Chelsea FC inside Four Weeks Before FA Cup Final) ৷ রবিবার পশ্চিম লন্ডনের এই ক্লাবটি ক্রিস্টাল প্যালেসকে এফএ কাপের সেমিফাইনালে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ৷

এই মুহূর্তে ক্লাবের রাশিয়ান মালিক রোমান অ্যাব্রামোভিচের উপর সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে ৷ দরপত্র পেশ করা 3টি সংস্থা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে ৷ চেলসি ক্লাবের মালিকানার জন্য দরপত্রের ন্যূনতম আর্থিক রাশি 3 বিলিয়ন পাউন্ড রাখা হয়েছে ৷ যা মার্কিন ডলারে প্রায় 4 বিলিয়ন ৷ অর্থাৎ, 400 কোটি ডলার ৷ এর উপরে দরপত্রে যে সংস্থা যত বেশি আর্থিক রাশির প্রস্তাব দেবে তারাই চেলসির পরবর্তী মালিকানা পাবে ৷

আরও পড়ুন : Premier League : ক্লাব কেরিয়ারের 50তম হ্যাটট্রিকে ‘নরউইচ বধ’ রোনাল্ডোর

মালিকানার দৌড়ে থাকা সংস্থাগুলি আংশিকভাবে ও খেলোয়াড় নিয়োগ-সহ পুরো ক্লাব তাদের কতটা বিনিয়োগ করবে ? তার মূল্যায়ন করা হচ্ছে ৷ সেই মূল্যায়নের উপর ভিত্তি করেই দরপত্র খোলার পর জানানো হবে, কারা চেলসির পরবর্তী মালিকা পেতে চলেছে ৷ তবে, তা আগামী 14 মে’র আগে করতে হবে ৷ 14 মে এফএ কাপের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামের ভিভিআইপি বক্সে নতুন মালিকদের সামনে মাঠে নামবে চেলসি ৷ যে ম্যাচের উপর নির্ভর করছে খেলোয়াড় থেকে সাপোর্ট স্টাফ অনেক ভাগ্য ৷

লন্ডন, 18 এপ্রিল : 14 মে ওয়েম্বলি স্টেডিয়ামে লিভারপুলের বিরুদ্ধে এফএ কাপের ফাইনাল খেলতে নামবে চেলসি (Chelsea will Play FA Cup Final Against Liverpool on 14th May in Wembley Stadium) ৷ তার আগে ইংলিশ প্রিমিয়র লিগের এই দলটির নতুন মালিকানা নিশ্চিত করত হবে ৷ আগামী 4 সপ্তাহের মধ্যে ক্লাবকে নতুন মালিকানায় লিভারপুলের বিরুদ্ধে ফাইনালে অংশ নিতে বলা হয়েছে (Needs to Complete Sale of Chelsea FC inside Four Weeks Before FA Cup Final) ৷ রবিবার পশ্চিম লন্ডনের এই ক্লাবটি ক্রিস্টাল প্যালেসকে এফএ কাপের সেমিফাইনালে 2-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ৷

এই মুহূর্তে ক্লাবের রাশিয়ান মালিক রোমান অ্যাব্রামোভিচের উপর সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে ৷ দরপত্র পেশ করা 3টি সংস্থা এই মুহূর্তে অপেক্ষায় রয়েছে ৷ চেলসি ক্লাবের মালিকানার জন্য দরপত্রের ন্যূনতম আর্থিক রাশি 3 বিলিয়ন পাউন্ড রাখা হয়েছে ৷ যা মার্কিন ডলারে প্রায় 4 বিলিয়ন ৷ অর্থাৎ, 400 কোটি ডলার ৷ এর উপরে দরপত্রে যে সংস্থা যত বেশি আর্থিক রাশির প্রস্তাব দেবে তারাই চেলসির পরবর্তী মালিকানা পাবে ৷

আরও পড়ুন : Premier League : ক্লাব কেরিয়ারের 50তম হ্যাটট্রিকে ‘নরউইচ বধ’ রোনাল্ডোর

মালিকানার দৌড়ে থাকা সংস্থাগুলি আংশিকভাবে ও খেলোয়াড় নিয়োগ-সহ পুরো ক্লাব তাদের কতটা বিনিয়োগ করবে ? তার মূল্যায়ন করা হচ্ছে ৷ সেই মূল্যায়নের উপর ভিত্তি করেই দরপত্র খোলার পর জানানো হবে, কারা চেলসির পরবর্তী মালিকা পেতে চলেছে ৷ তবে, তা আগামী 14 মে’র আগে করতে হবে ৷ 14 মে এফএ কাপের ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামের ভিভিআইপি বক্সে নতুন মালিকদের সামনে মাঠে নামবে চেলসি ৷ যে ম্যাচের উপর নির্ভর করছে খেলোয়াড় থেকে সাপোর্ট স্টাফ অনেক ভাগ্য ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.