ETV Bharat / sports

Tokyo Olympics : টোকিয়ো অলিম্পিকসে পদক জয়ে বক্সিংয়ের ‘নবরত্ন’-এর দিকে তাকিয়ে ভারত

বক্সিংয়ে ভারতীয় বক্সারদের পারফরমেন্স বরাবরই চোখে পড়ার মতো ৷ তাই এবারের টোকিয়ো অলিম্পিকসে পদকের জন্য ভারতীয়রা তাকিয়ে এই নবরত্ন বক্সারদের দিকে ৷

author img

By

Published : Jul 17, 2021, 3:09 PM IST

ভারতীয় বক্সাররা
ভারতীয় বক্সাররা

নয়াদিল্লি, 17 জুলাই : আসন্ন টোকিয়ো অলিম্পিকসে দেখা যাবে 9 জন ভারতীয় বক্সারকে ৷ এর মধ্যে পাঁচজন পুরুষ ও চার জন মহিলা ৷ এতজনের দল থেকে পদকের চাহিদাও তুঙ্গে ৷ জাপানের রাজধানী টোকিয়ো শহরের রয়োগোকু কোকুগিকান এরিনায় পদকের জন্য লড়াই শুরু করবেন ভারতের 9 বক্সার ৷ অলিম্পিকস শুরুর আগে এক নজরে দেখে নেওয়া যাক এই 9 বক্সারকে ৷

অমিত পাঙ্ঘল

বক্সারদের মধ্যে যার উপর 130 কোটি ভারতীয়র পদকের আশা সব থেকে বেশি, তিনি হলেন অমিত পাঙ্ঘল ৷ বক্সিংয়ের 52 কেজি বিভাগে লড়াই করবেন তিনি ৷ বর্তমানে বিশ্বের এক নম্বর এই বক্সারের কাছে প্রত্যাশার পারদ চড়ছে ৷

হরিয়ানার এই সেনাকর্মীর আগ্রাসন ও টেকনিকের চমৎকার মিশ্রণ আছে ৷ ইতিমধ্যে তাঁর ক্যাবিনেটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসে রুপো, এশিয়ান গেমসে সোনা ও একাধিক এশিয়ান চ্যাম্পিয়নশিপের পদক আছে ৷ নিজের প্রথম অলিম্পিকসে নামছেন পাঙ্ঘল ৷

মণীশ কৌশিক

অমিত পাঙ্ঘলের মতো অলিম্পিকসে অভিষেক হতে চলেছে মণীশ কৌশিকের ৷ তিনিও একজন সেনাকর্মী ৷ 25 বছরের মণীশ কৌশিককে অলিম্পিকসে কালো ঘোড়া বলা হচ্ছে ৷ বরাবরই স্পট লাইটের বাইরে থাকা মণীশ 2018 সালের কমনওয়েলথ গেমসে রুপো ও 2019 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় করেছেন ৷ বক্সিংয়ের 63 কেজি বিভাগে লড়াই করবেন কৌশিক ৷

বিকাশ কৃষাণ

বিকাশ কৃষাণ, ভারতের অন্যতম সেরা বক্সার ৷ দু’বার অলিম্পিকসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৷ 29 বছরের কৃষাণ নিজের তৃতীয় অলিম্পিকসে নামছেন ৷ তাঁর কাছেও পদকের প্রত্যাশা তুঙ্গে ৷ নিজের প্রতিটি পদক্ষেপ মেপে নিতেন পছন্দ করেন বিকাশ ৷ অলিম্পিকসে পৌঁছাতে অনেক ত্যাগ করেছেন বিকাশ ৷ এখনও পর্যন্ত নিজের ছোট সন্তানের মুখ দেখেছেন শুধুমাত্র ভার্চুয়ালি ৷ কারণ অনুশীলনের জন্য বছর খানেক ঘরের বাইরে আছেন বিকাশ ৷

আশিস কুমার

টোকিয়ো অলিম্পিকসে বক্সিংয়ের 75 কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন হিমাচলপ্রদেশের সুন্দরনগরের আশিস কুমার ৷ টোকিয়ো অলিম্পিকসে যোগ্যতা অর্জন করার মাত্র এক মাস আগেই তাঁর বাবার মৃত্যু হয় ৷ কিন্তু তা সত্বেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি ৷

যদিও অলিম্পিক অভিযান সহজ ছিল না আশিসের ৷ যে মানুষটা তাঁকে অলিম্পিকসে খেলতে দেখে সবথেকে খুশি হতেন, সেই বাবাই পরলোকে চলে গিয়েছেন ৷ এছাড়া স্পেনে প্রস্তুতির সময় করোনা আক্রান্ত হন আশিস ৷ তাঁর কাছ থেকেও পদকের আশা ছাড়ছেন না ভারতীয়রা ৷

সতীশ কুমার

ভারতের হয়ে অলিম্পিকসে যোগ্যতা অর্জন করা প্রথম সুপার হেভিওয়েট বক্সার সতীশ কুমার ৷ খেলবেন 91 কেজি বিভাগে ৷ 32 বছরের সতীশ, ভারতীয় পুরুষ বক্সারদের মধ্যে সবথেকে অভিজ্ঞ ৷ উত্তরপ্রদেশের কৃষক পরিবারের সতীশের কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে পদক আছে ৷ তাই পদকের জন্য তাঁর দিকেও তাকিয়ে থাকবেন ভারতীয়রা ৷

মেরি কম

মেরি কম, ভারতীয় বক্সিংয়ে এমন একটি নাম, যাঁর আলাদা করে কোনও পরিচয়ের দরকার পড়ে না ৷ 38 বছরের ভারতের তারকা এই বক্সার নিজের দ্বিতীয় অলিম্পিকস পদকের লক্ষ্যে টোকিয়োয় নামবেন ৷

6 বারের বিশ্বচ্যাম্পিয়নের পদক সংখ্যা গুনে শেষ করা মুশকিল ৷ এখনও তাঁর পদকের খিদে অন্যদের উৎসাহিত করে ৷ শেষ দুই দশক ধরে ভারতের বক্সিংয়ের তারকা হয়ে উঠেছেন মেরি কম ৷ তাই বলা ভাল আসন্ন অলিম্পিকসে তিনি ভারতীয় বক্সারদের অভিভাবক ৷ মহিলাদের 51 কেজি বিভাগে লড়াই করবেন তিনি ৷

সিমরণজিত কাউর

পঞ্জাবের লুধিয়ানার চাকার গ্রামের 26 বছরের বক্সার সিমরাণজিত কাউর ৷ তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতার 4 মাস আগে বাবাকে হারান ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী সিমরণজিকে রিংয়ের বাইরেও একাধিক লড়াই লড়তে হয়েছে ৷ একটি নিশ্চিত চাকরির জন্য বারবার পঞ্জাব সরকাররে দরজায় কড়া নেড়েছেন ৷ কিন্তু কাজের কাজ কিছু হয়নি ৷ পেয়েছেন শুধু প্রতিশ্রুতি ৷ বক্সিংয়ের 60 কেজি বিভাগে লড়াই করবেন সিমরণজিত ৷

লোভলিনা বর্গহাইন

টোকিয়ো অলিম্পিকসে সর্বকনিষ্ঠ মহিলা ভারতীয় বক্সার লোভলিনা বর্গহাইন ৷ তাঁকে বলা হচ্ছে ছোটা পটকা বড় ধামাকা ৷ 23 বছরের লোভলিনা কিক বক্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন ৷ তারপর বক্সিংয়ে আসেন ৷ 2018 ও 19 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতেন লোভলিনা ৷

ইতালিতে ট্রেনিং ক্যাম্পে যাওয়ার একদিন আগে তাঁর করোনা ধরা পড়ে ৷ তবে তার জন্য প্রস্তুতিতে খামতি রাখেননি লোভলিনা ৷ আসন্ন অলিম্পিকসে তাই তাঁর পদক জয়ের দিকে তাকিয়ে থাকবে ভারতীয়রা ৷ বক্সিংয়ে 69 কেজি বিভাগে লড়াই করবেন তিনি ৷

আরও পড়ুন : ব্যক্তিগত সমস্যার পাহাড় পেরিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় সৌম্যজিৎ

পূজা রানি

প্রথম দিকে বক্সিং গ্লাভস পরতে লজ্জা পেতেন ৷ কারণ তাঁর ধারণা ছিল মহিলাদের এই ধরনের গ্লাভস পরলে অদ্ভুত দেখায় ৷ সেই প্রথম লজ্জা পাওয়া থেকে অলিম্পিয়ান হওয়া সহজ ছিল না ৷ কিন্তু সেই অসাধ্য সাধন করেছন 30 বছরের পূজা রানি ৷

2016 সালের দিওয়ালির উৎসব পালনের সময় নিজের হাত পুড়িয়ে ফেলেন পূজা রানি ৷ তারপর 2017 সালে কাঁধে ভয়ঙ্কর চোট পান ৷ এরপর তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে ৷ কিন্তু কোনও কিছুই দমানো যায়নি পূজাকে ৷ কোনও স্পনসর ছাড়াই তিনি তাঁর লড়াই জারি রাখেন ৷ তাঁর লড়াইয়ের দিকে তাকিয়ে পূজার থেকে পদকের আশা করতেই পারেন ভারতীয় সমর্থকরা ৷

বক্সিংয়ে ভারতীয় বক্সারদের পারফরমেন্স বরাবরই চোখে পড়ার মতো ৷ এতাই এবারের টোকিয়ো অলিম্পিকসে পদকের জন্য ভারতীয়রা তাকিয়ে এই নবরত্ন বক্সারদের দিকে

নয়াদিল্লি, 17 জুলাই : আসন্ন টোকিয়ো অলিম্পিকসে দেখা যাবে 9 জন ভারতীয় বক্সারকে ৷ এর মধ্যে পাঁচজন পুরুষ ও চার জন মহিলা ৷ এতজনের দল থেকে পদকের চাহিদাও তুঙ্গে ৷ জাপানের রাজধানী টোকিয়ো শহরের রয়োগোকু কোকুগিকান এরিনায় পদকের জন্য লড়াই শুরু করবেন ভারতের 9 বক্সার ৷ অলিম্পিকস শুরুর আগে এক নজরে দেখে নেওয়া যাক এই 9 বক্সারকে ৷

অমিত পাঙ্ঘল

বক্সারদের মধ্যে যার উপর 130 কোটি ভারতীয়র পদকের আশা সব থেকে বেশি, তিনি হলেন অমিত পাঙ্ঘল ৷ বক্সিংয়ের 52 কেজি বিভাগে লড়াই করবেন তিনি ৷ বর্তমানে বিশ্বের এক নম্বর এই বক্সারের কাছে প্রত্যাশার পারদ চড়ছে ৷

হরিয়ানার এই সেনাকর্মীর আগ্রাসন ও টেকনিকের চমৎকার মিশ্রণ আছে ৷ ইতিমধ্যে তাঁর ক্যাবিনেটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ গেমসে রুপো, এশিয়ান গেমসে সোনা ও একাধিক এশিয়ান চ্যাম্পিয়নশিপের পদক আছে ৷ নিজের প্রথম অলিম্পিকসে নামছেন পাঙ্ঘল ৷

মণীশ কৌশিক

অমিত পাঙ্ঘলের মতো অলিম্পিকসে অভিষেক হতে চলেছে মণীশ কৌশিকের ৷ তিনিও একজন সেনাকর্মী ৷ 25 বছরের মণীশ কৌশিককে অলিম্পিকসে কালো ঘোড়া বলা হচ্ছে ৷ বরাবরই স্পট লাইটের বাইরে থাকা মণীশ 2018 সালের কমনওয়েলথ গেমসে রুপো ও 2019 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় করেছেন ৷ বক্সিংয়ের 63 কেজি বিভাগে লড়াই করবেন কৌশিক ৷

বিকাশ কৃষাণ

বিকাশ কৃষাণ, ভারতের অন্যতম সেরা বক্সার ৷ দু’বার অলিম্পিকসে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৷ 29 বছরের কৃষাণ নিজের তৃতীয় অলিম্পিকসে নামছেন ৷ তাঁর কাছেও পদকের প্রত্যাশা তুঙ্গে ৷ নিজের প্রতিটি পদক্ষেপ মেপে নিতেন পছন্দ করেন বিকাশ ৷ অলিম্পিকসে পৌঁছাতে অনেক ত্যাগ করেছেন বিকাশ ৷ এখনও পর্যন্ত নিজের ছোট সন্তানের মুখ দেখেছেন শুধুমাত্র ভার্চুয়ালি ৷ কারণ অনুশীলনের জন্য বছর খানেক ঘরের বাইরে আছেন বিকাশ ৷

আশিস কুমার

টোকিয়ো অলিম্পিকসে বক্সিংয়ের 75 কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন হিমাচলপ্রদেশের সুন্দরনগরের আশিস কুমার ৷ টোকিয়ো অলিম্পিকসে যোগ্যতা অর্জন করার মাত্র এক মাস আগেই তাঁর বাবার মৃত্যু হয় ৷ কিন্তু তা সত্বেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি ৷

যদিও অলিম্পিক অভিযান সহজ ছিল না আশিসের ৷ যে মানুষটা তাঁকে অলিম্পিকসে খেলতে দেখে সবথেকে খুশি হতেন, সেই বাবাই পরলোকে চলে গিয়েছেন ৷ এছাড়া স্পেনে প্রস্তুতির সময় করোনা আক্রান্ত হন আশিস ৷ তাঁর কাছ থেকেও পদকের আশা ছাড়ছেন না ভারতীয়রা ৷

সতীশ কুমার

ভারতের হয়ে অলিম্পিকসে যোগ্যতা অর্জন করা প্রথম সুপার হেভিওয়েট বক্সার সতীশ কুমার ৷ খেলবেন 91 কেজি বিভাগে ৷ 32 বছরের সতীশ, ভারতীয় পুরুষ বক্সারদের মধ্যে সবথেকে অভিজ্ঞ ৷ উত্তরপ্রদেশের কৃষক পরিবারের সতীশের কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে পদক আছে ৷ তাই পদকের জন্য তাঁর দিকেও তাকিয়ে থাকবেন ভারতীয়রা ৷

মেরি কম

মেরি কম, ভারতীয় বক্সিংয়ে এমন একটি নাম, যাঁর আলাদা করে কোনও পরিচয়ের দরকার পড়ে না ৷ 38 বছরের ভারতের তারকা এই বক্সার নিজের দ্বিতীয় অলিম্পিকস পদকের লক্ষ্যে টোকিয়োয় নামবেন ৷

6 বারের বিশ্বচ্যাম্পিয়নের পদক সংখ্যা গুনে শেষ করা মুশকিল ৷ এখনও তাঁর পদকের খিদে অন্যদের উৎসাহিত করে ৷ শেষ দুই দশক ধরে ভারতের বক্সিংয়ের তারকা হয়ে উঠেছেন মেরি কম ৷ তাই বলা ভাল আসন্ন অলিম্পিকসে তিনি ভারতীয় বক্সারদের অভিভাবক ৷ মহিলাদের 51 কেজি বিভাগে লড়াই করবেন তিনি ৷

সিমরণজিত কাউর

পঞ্জাবের লুধিয়ানার চাকার গ্রামের 26 বছরের বক্সার সিমরাণজিত কাউর ৷ তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতার 4 মাস আগে বাবাকে হারান ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী সিমরণজিকে রিংয়ের বাইরেও একাধিক লড়াই লড়তে হয়েছে ৷ একটি নিশ্চিত চাকরির জন্য বারবার পঞ্জাব সরকাররে দরজায় কড়া নেড়েছেন ৷ কিন্তু কাজের কাজ কিছু হয়নি ৷ পেয়েছেন শুধু প্রতিশ্রুতি ৷ বক্সিংয়ের 60 কেজি বিভাগে লড়াই করবেন সিমরণজিত ৷

লোভলিনা বর্গহাইন

টোকিয়ো অলিম্পিকসে সর্বকনিষ্ঠ মহিলা ভারতীয় বক্সার লোভলিনা বর্গহাইন ৷ তাঁকে বলা হচ্ছে ছোটা পটকা বড় ধামাকা ৷ 23 বছরের লোভলিনা কিক বক্সার হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন ৷ তারপর বক্সিংয়ে আসেন ৷ 2018 ও 19 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতেন লোভলিনা ৷

ইতালিতে ট্রেনিং ক্যাম্পে যাওয়ার একদিন আগে তাঁর করোনা ধরা পড়ে ৷ তবে তার জন্য প্রস্তুতিতে খামতি রাখেননি লোভলিনা ৷ আসন্ন অলিম্পিকসে তাই তাঁর পদক জয়ের দিকে তাকিয়ে থাকবে ভারতীয়রা ৷ বক্সিংয়ে 69 কেজি বিভাগে লড়াই করবেন তিনি ৷

আরও পড়ুন : ব্যক্তিগত সমস্যার পাহাড় পেরিয়ে প্রত্যাবর্তনের অপেক্ষায় সৌম্যজিৎ

পূজা রানি

প্রথম দিকে বক্সিং গ্লাভস পরতে লজ্জা পেতেন ৷ কারণ তাঁর ধারণা ছিল মহিলাদের এই ধরনের গ্লাভস পরলে অদ্ভুত দেখায় ৷ সেই প্রথম লজ্জা পাওয়া থেকে অলিম্পিয়ান হওয়া সহজ ছিল না ৷ কিন্তু সেই অসাধ্য সাধন করেছন 30 বছরের পূজা রানি ৷

2016 সালের দিওয়ালির উৎসব পালনের সময় নিজের হাত পুড়িয়ে ফেলেন পূজা রানি ৷ তারপর 2017 সালে কাঁধে ভয়ঙ্কর চোট পান ৷ এরপর তাঁর কেরিয়ার নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে ৷ কিন্তু কোনও কিছুই দমানো যায়নি পূজাকে ৷ কোনও স্পনসর ছাড়াই তিনি তাঁর লড়াই জারি রাখেন ৷ তাঁর লড়াইয়ের দিকে তাকিয়ে পূজার থেকে পদকের আশা করতেই পারেন ভারতীয় সমর্থকরা ৷

বক্সিংয়ে ভারতীয় বক্সারদের পারফরমেন্স বরাবরই চোখে পড়ার মতো ৷ এতাই এবারের টোকিয়ো অলিম্পিকসে পদকের জন্য ভারতীয়রা তাকিয়ে এই নবরত্ন বক্সারদের দিকে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.