নয়াদিল্লি, 29 জুন: জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য নাম জমা দেওয়ার সময়সীমা 28 জুন থেকে এক সপ্তাহ বাড়িয়ে 5 জুলাই করল ক্রীড়া মন্ত্রক । যদিও জাতীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সময়সীমা 28 জুন ঘোষণা হয়েছিল । মঙ্গলবার সেই সময়সীমা বাড়ানো হয় ।
এই জাতীয় পুরস্কার প্রাপক হিসেবে কুস্তি, টেনিস, ক্রিকেট সহ বেশ কয়েকটি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের নামের তালিকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে । বিসিসিআইয়ের তরফেও খেলোয়াড়দের নাম পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: জীবনযুদ্ধের লড়াইয়ে শুটার রিতিকার পাশে ক্রীড়া দফতর
ওড়িশা সরকারের তরফে দ্যুতি চাঁদের নাম খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ।