কলকাতা, 7 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics 2020) সোনার খরা কাটল ভারতের ৷ 2008 সালের পর আবার ভারতের ঝুলিতে সোনার পদক ৷ এবার দেশকে এই সম্মান এনে দিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ জ্যাভলিন থ্রোয়ে (Javelin Throw) তাঁর সোনা জেতার পর উচ্ছ্বসিত গোটা দেশ ৷ তড়িঘড়ি টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ৷
আরও পড়ুন : Neeraj Chopra : নীরজের হাত ধরে সোনা এল ঘরে
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) নীরজের সোনা প্রাপ্তির সঙ্গে সঙ্গেই টুইট করেন ৷ লেখেন, ‘‘নীরজ চোপড়ার অভূতপূর্ব জয় ! জ্যাভলিনে তোমার সোনা সব বাধা ভেঙে দিল এবং ইতিহাস তৈরি করল ৷ অলিম্পিক্স ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তুমি ভারতের জন্য প্রথম সোনা নিয়ে এলে ৷ তোমার সাফল্য যুব সমাজকে উদ্বুদ্ধ করবে ৷ ভারতীয়রা উচ্ছ্বসিত ! হৃদয়ভরা শুভেচ্ছা !’’
সোনা জয়ের সঙ্গে সঙ্গেই টুইট করে নীরজকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি লিখেছেন, ‘‘টোকিয়োতে ইতিহাস তৈরি হল ! নীরজ চোপড়া যা অর্জন করল, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ৷ তরুণ নীরজ অত্যন্ত ভাল করেছে ৷’’ নীরজের আবেগ ও ইচ্ছাশক্তিকেও কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সোনা জয়ের জন্য অভিনন্দন বার্তাও দিয়েছেন ৷
এই নিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ তিনি লিখেছেন, ‘‘ইতিহাস তৈরি হল ৷ অলিম্পিকসে সোনার পদক জেতার জন্য জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতার জন্য গর্বিত ৷ আজ সারা দেশ এই জয়ের আনন্দ উপভোগ করছে ৷ অনেক অনেক শুভেচ্ছা তোমাকে ৷’’
নীরজের সোনা জয়ের অপেক্ষায় ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর (Anurag Singh Thakur) ৷ তিনি নীরজের সোনা জয়ের মুহূর্ত সরাসরি টিভিতে দেখছিলেন ৷ সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে ভারতের সোনার ছেলে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগ ৷
নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷
আরও পড়ুন : Tokyo Olympics : দেশে আরও এক পদক, ব্রোঞ্জ জিতলেন পুনিয়া