ETV Bharat / sports

Neeraj Chopra : সোনার ছেলে নীরজের সাফল্যে উচ্ছ্বসিত কোবিন্দ-মোদি-মমতা - mamata banerjee

টোকিয়ো অলিম্পিকসে সোনার পদক ভারতের ৷ জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া আজ সোনা পেয়েছেন ৷ তাঁর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ ৷

narendra modi to mamata banerjee all are delighted on olympic gold medal of neeraj chopra
Neeraj Chopra : সোনার ছেলে নীরজের সাফল্যে উচ্ছ্বসিত মোদি-মমতা-কোবিন্দ
author img

By

Published : Aug 7, 2021, 6:07 PM IST

Updated : Aug 7, 2021, 6:35 PM IST

কলকাতা, 7 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics 2020) সোনার খরা কাটল ভারতের ৷ 2008 সালের পর আবার ভারতের ঝুলিতে সোনার পদক ৷ এবার দেশকে এই সম্মান এনে দিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ জ্যাভলিন থ্রোয়ে (Javelin Throw) তাঁর সোনা জেতার পর উচ্ছ্বসিত গোটা দেশ ৷ তড়িঘড়ি টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ৷

আরও পড়ুন : Neeraj Chopra : নীরজের হাত ধরে সোনা এল ঘরে

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) নীরজের সোনা প্রাপ্তির সঙ্গে সঙ্গেই টুইট করেন ৷ লেখেন, ‘‘নীরজ চোপড়ার অভূতপূর্ব জয় ! জ্যাভলিনে তোমার সোনা সব বাধা ভেঙে দিল এবং ইতিহাস তৈরি করল ৷ অলিম্পিক্স ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তুমি ভারতের জন্য প্রথম সোনা নিয়ে এলে ৷ তোমার সাফল্য যুব সমাজকে উদ্বুদ্ধ করবে ৷ ভারতীয়রা উচ্ছ্বসিত ! হৃদয়ভরা শুভেচ্ছা !’’

narendra modi to mamata banerjee all are delighted on olympic gold medal of neeraj chopra
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের টুইট

সোনা জয়ের সঙ্গে সঙ্গেই টুইট করে নীরজকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি লিখেছেন, ‘‘টোকিয়োতে ইতিহাস তৈরি হল ! নীরজ চোপড়া যা অর্জন করল, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ৷ তরুণ নীরজ অত্যন্ত ভাল করেছে ৷’’ নীরজের আবেগ ও ইচ্ছাশক্তিকেও কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সোনা জয়ের জন্য অভিনন্দন বার্তাও দিয়েছেন ৷

narendra-modi-to-mamata-banerjee-all-are-delighted-on-olympic-gold-medal-of-neeraj-chopra
প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির টুইট

এই নিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ তিনি লিখেছেন, ‘‘ইতিহাস তৈরি হল ৷ অলিম্পিকসে সোনার পদক জেতার জন্য জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতার জন্য গর্বিত ৷ আজ সারা দেশ এই জয়ের আনন্দ উপভোগ করছে ৷ অনেক অনেক শুভেচ্ছা তোমাকে ৷’’

narendra-modi-to-mamata-banerjee-all-are-delighted-on-olympic-gold-medal-of-neeraj-chopra
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট

নীরজের সোনা জয়ের অপেক্ষায় ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর (Anurag Singh Thakur) ৷ তিনি নীরজের সোনা জয়ের মুহূর্ত সরাসরি টিভিতে দেখছিলেন ৷ সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে ভারতের সোনার ছেলে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগ ৷

নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷

আরও পড়ুন : Tokyo Olympics : দেশে আরও এক পদক, ব্রোঞ্জ জিতলেন পুনিয়া

কলকাতা, 7 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics 2020) সোনার খরা কাটল ভারতের ৷ 2008 সালের পর আবার ভারতের ঝুলিতে সোনার পদক ৷ এবার দেশকে এই সম্মান এনে দিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ জ্যাভলিন থ্রোয়ে (Javelin Throw) তাঁর সোনা জেতার পর উচ্ছ্বসিত গোটা দেশ ৷ তড়িঘড়ি টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ৷

আরও পড়ুন : Neeraj Chopra : নীরজের হাত ধরে সোনা এল ঘরে

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind) নীরজের সোনা প্রাপ্তির সঙ্গে সঙ্গেই টুইট করেন ৷ লেখেন, ‘‘নীরজ চোপড়ার অভূতপূর্ব জয় ! জ্যাভলিনে তোমার সোনা সব বাধা ভেঙে দিল এবং ইতিহাস তৈরি করল ৷ অলিম্পিক্স ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তুমি ভারতের জন্য প্রথম সোনা নিয়ে এলে ৷ তোমার সাফল্য যুব সমাজকে উদ্বুদ্ধ করবে ৷ ভারতীয়রা উচ্ছ্বসিত ! হৃদয়ভরা শুভেচ্ছা !’’

narendra modi to mamata banerjee all are delighted on olympic gold medal of neeraj chopra
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের টুইট

সোনা জয়ের সঙ্গে সঙ্গেই টুইট করে নীরজকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তিনি লিখেছেন, ‘‘টোকিয়োতে ইতিহাস তৈরি হল ! নীরজ চোপড়া যা অর্জন করল, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ৷ তরুণ নীরজ অত্যন্ত ভাল করেছে ৷’’ নীরজের আবেগ ও ইচ্ছাশক্তিকেও কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সোনা জয়ের জন্য অভিনন্দন বার্তাও দিয়েছেন ৷

narendra-modi-to-mamata-banerjee-all-are-delighted-on-olympic-gold-medal-of-neeraj-chopra
প্রধানমন্ত্রী নরন্দ্র মোদির টুইট

এই নিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ তিনি লিখেছেন, ‘‘ইতিহাস তৈরি হল ৷ অলিম্পিকসে সোনার পদক জেতার জন্য জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতার জন্য গর্বিত ৷ আজ সারা দেশ এই জয়ের আনন্দ উপভোগ করছে ৷ অনেক অনেক শুভেচ্ছা তোমাকে ৷’’

narendra-modi-to-mamata-banerjee-all-are-delighted-on-olympic-gold-medal-of-neeraj-chopra
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট

নীরজের সোনা জয়ের অপেক্ষায় ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর (Anurag Singh Thakur) ৷ তিনি নীরজের সোনা জয়ের মুহূর্ত সরাসরি টিভিতে দেখছিলেন ৷ সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে ভারতের সোনার ছেলে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগ ৷

নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও ৷

আরও পড়ুন : Tokyo Olympics : দেশে আরও এক পদক, ব্রোঞ্জ জিতলেন পুনিয়া

Last Updated : Aug 7, 2021, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.