নয়াদিল্লি, 5 অগস্ট: শনিবার ভারতীয় মহিলা কম্পাউন্ড দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের জন্য জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং প্রণীত কৌরকে টুইটারে অভিনন্দন জানান তিনি ৷ তাঁর বার্তা, কঠোর পরিশ্রম এবং একাগ্রতার ফল এই সাফল্য ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশ্বজয়ীদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ৷ মুখ্যমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় লিখেছেন, তাঁদের অক্লান্ত পরিশ্রমের ফলে সকল ভারতীয়ের হৃদয় আজ গর্বে ভরে উঠেছে ৷
-
A proud moment for India as our exceptional compound Women's Team brings home India's first-ever gold medal in the World Archery Championship held in Berlin. Congratulations to our champions! Their hard work and dedication have led to this outstanding outcome. pic.twitter.com/oT8teX1bod
— Narendra Modi (@narendramodi) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A proud moment for India as our exceptional compound Women's Team brings home India's first-ever gold medal in the World Archery Championship held in Berlin. Congratulations to our champions! Their hard work and dedication have led to this outstanding outcome. pic.twitter.com/oT8teX1bod
— Narendra Modi (@narendramodi) August 5, 2023A proud moment for India as our exceptional compound Women's Team brings home India's first-ever gold medal in the World Archery Championship held in Berlin. Congratulations to our champions! Their hard work and dedication have led to this outstanding outcome. pic.twitter.com/oT8teX1bod
— Narendra Modi (@narendramodi) August 5, 2023
বার্লিনে আয়োজিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কম্পাউন্ড দল 235-229 পয়েন্টে মেক্সিকোর প্রতিপক্ষকে হারিয়েছে ৷ এটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কম্পাউন্ড দলের প্রথম সোনা জয় ৷ এই অসাধারণ সাফল্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলা কম্পাউন্ড দলকে অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি লেখেন, "ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত ৷ আমাদের অসাধারণ মহিলা কম্পাউন্ড দল বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছে ৷ আমাদের চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাই ৷ তাঁদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতার ফল এই সাফল্য ৷"
-
A Historic Moment for India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
My heartfelt congratulations to Jyothi Surekha, Parneet Kaur and Aditi Gopichand Swami for securing India's first-ever Gold at the Archery World Championships, Berlin.
Your relentless dedication and unwavering hard work fill our hearts with…
">A Historic Moment for India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2023
My heartfelt congratulations to Jyothi Surekha, Parneet Kaur and Aditi Gopichand Swami for securing India's first-ever Gold at the Archery World Championships, Berlin.
Your relentless dedication and unwavering hard work fill our hearts with…A Historic Moment for India!
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2023
My heartfelt congratulations to Jyothi Surekha, Parneet Kaur and Aditi Gopichand Swami for securing India's first-ever Gold at the Archery World Championships, Berlin.
Your relentless dedication and unwavering hard work fill our hearts with…
বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং প্রণীত কৌরদের এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ৷ তিনি টুইট বার্তায় লেখেন, "ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত ! আমার হৃদয়ের অন্তর থেকে জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং প্রণীত কৌরকে অভিনন্দন জানাই বার্লিনে বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে তাঁদের প্রথম সোনা জয়ের জন্য ৷ তোমাদের অক্লান্ত পরিশ্রমের ফলে সকল ভারতীয়ের হৃদয় আজ গর্বে ভরে উঠেছে ৷ তোমরা শুধু বিশ্ব সেরা হওনি, সেই সঙ্গে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছ !"
আরও পড়ুন: শ্রীলঙ্কায় জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জয় সোনিয়ার, গর্বিত রায়গঞ্জবাসী
সেমিফাইনালে কলম্বিয়াকে 220-216 পয়েন্টে হারিয়েছিল ভারত ৷ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুই দলের মধ্যে ৷ কোয়ার্টার ফাইনালেও চিনের বিরুদ্ধে কঠিন লড়াই জিততে হয়েছিল জ্যোতিদের ৷ মাত্র 2 পয়েন্টের ব্যবধানে কোয়ার্টার ফাইনালে প্রতিবেশী চিনকে হারায় ভারতীয় মহিলা কম্পাউন্ড দল ৷ খেলার ফল ছিল 228-226। এবার ফাইনালেও জিতল ভারতীয় দল।