চুঁচুড়া, 24 মার্চ : টেবিল টেনিসে উৎসাহ বাড়তে স্কুল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজন করল চুঁচুড়ার একটি ক্লাব । চুঁচুড়া যুব সংঘ ক্লাবে গত 19 মার্চ থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা । বয়স ভিত্তিক ছেলে ও মেয়েদের সাতটি পৃথক বিভাগে নয় থেকে পনেরো বছর বয়সি 320 জন প্রতিযোগী বিভিন্ন জেলা থেকে অংশ নেয় । উপস্থিত ছিলেন ভারতের জাতীয় টেবিল টেনিস তারকা পদ্মশ্রী মৌমা দাস, কোচ মিহির ঘোষ ।
শরথ কমলের পর দ্বিতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে পদ্মশ্রী সম্মান পেয়েছেন বাংলার মৌমা দাস ৷ মহিলা টিটি খেলোয়াড় হিসেবে প্রথম ৷ মা হওয়ার জন্য তিনবছর সার্কিট থেকে বিরতি নিয়েছিলেন কমনওয়েলথ গেমসের সোনা জয়ী প্যাডলার । যদিও আবার অনুশীলন শুরু করেছেন । দেশের জন্য আরও পদক আনার লক্ষ্যে টুর্নামেন্টেও নামবেন (Indian TT star Mouma Das) ।
আরও পড়ুন : পম ছাড়লেও আমি এখনও চালিয়ে যেতে চাই : মৌমা
মৌমা বলেন, ‘‘টেবিল টেনিসে অলিম্পিক মেডেল আসছে না ঠিকই, কিন্তু বর্তমান খেলোয়াড়রা এভাবে খেলছেন যে ভবিষ্যতে অবশ্যই মেডেল আসবে । কিন্তু এটাও চিন্তা করতে হবে, খেলোয়াড়দের একমাস বাইরে কোচিং করালে হবে না । ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আরও বেশি করে কোচিং করতে হবে । বিদেশি খেলোয়াড়দের খেলার টেকনিক আলাদা ।’’