ETV Bharat / sports

Durand Cup Final: ডুরান্ড কাপ গেল গঙ্গাপাড়ে, একনজরে দেখে নিন ম্যাচের বিশেষ মুহূর্ত - সরাসরি কলকাতা ডার্বি

Durand Cup Final
‘শহর জুড়ে ফুটবল ফিভার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 3:18 PM IST

Updated : Sep 3, 2023, 10:56 PM IST

19:46 September 03

19 বছর পরে ফের ডুরান্ড ফাইনালে ডার্বি ৷ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷ অনিরুদ্ধ থাপা লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরেও দশ’জনের মোহনবাগান হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে ৷ 23 বছর পর ডুরান্ড গেল গঙ্গাপাড়ে ৷

  • দিমিত্রি পেত্রাতোসের গোলে 17তম ডুরান্ড কাপ ঢুকল বাগানের ট্রফি ক্যাবিনেটে ৷ 70 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সবুজ-মেরুনের অজি স্ট্রাইকার ৷ অন্যদিকে তীরে এসে তরী ডুবল ইস্টবেঙ্গলের ৷

19:45 September 03

  • 12 অগস্টের বদলা 3 সেপ্টেম্বর ৷ ইস্টবেঙ্গলকে একমাত্র গোলে হারিয়ে দু'দশকেরও বেশি সময় বাদে ডুরান্ড কাপ জিতল মোহনবাগান ৷

17:59 September 03

Durand Cup Final
23 বছর পর ডুরান্ড গেল গঙ্গাপাড়ে
  • ডুরান্ড কাপ গেল গঙ্গাপাড়ে ৷ 71 মিনিটে প্রতি-আক্রমণে মাঝমাঠ থেকে লম্বা দৌড় শুরু করেন কামিংস। বিপক্ষ রক্ষণের স্থবিরতার সুযোগ কাজে লাগিয়ে দুরন্ত প্লেসিংয়ে বল জালে পাঠান অজি স্ট্রাইকার। এরপর দশজনের বাগানকে আরও চেপে ধরেছিল লাল-হলুদ ৷ কিন্তু বাগানের রক্ষণের জালে আটকে গেলেন ক্লেইটন-সুহেররা ৷

17:51 September 03

পরিবর্তন বাগানের

  • 86 মিনিটে সাহালের পরিবর্তে নামলেন হ্যামিল ৷

17:44 September 03

তিনটি পরিবর্তন ইস্টবেঙ্গলের

  • পিছিয়ে পড়ে তিন-তিনটি পরিবর্তন আনলেন কার্লেস কুয়াদ্রাত ৷ খাবরা, নুঙ্গা, সিভেরিওর পরিবর্তে এলেন সুহের, এডউইন, নিশু ৷

17:36 September 03

গোওওওওল... ডুরান্ড ফাইনালে এগিয়ে গেল বাগান

  • 70 মিনিটে দিমিত্রি পেত্রাতোস এগিয়ে দিলেন মোহনবাগানকে ৷

17:26 September 03

লাল কার্ড দেখে মাঠের বাইরে অনিরুদ্ধ থাপা

  • সিভেরিও তোরোর মুখে লাথি মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন বাগানের নম্বর 7 অনিরুদ্ধ থাপা ৷ শেষ 30 মিনিট দশজনে খেলবে বাগান

17:23 September 03

পরিবর্তন বাগানেরও

  • 59 মিনিটে মনবীর সিং নামলেন আশিস রাইয়ের পরিবর্তে

17:21 September 03

মাঠে নামলেন ক্লেইটন সিলভা

  • 56 মিনিটে বোরহা হেরেরার পরিবর্তে মাঠে নামলেন ক্লেইটন সিলভা ৷ ম্যাচ এখনও গোলশূন্য

17:12 September 03

  • শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা ৷

16:56 September 03

প্রথমার্ধে গোলশূন্য বড় ম্যাচ

  • শেষদিকে একটি করে সহজ সুযোগ এসে গিয়েছিল দু'দলের কাছেই ৷ দূরপাল্লার শট জালে রাখতে পারেননি লাল-হলুদের নন্দকুমার কিংবা সবুজ-মেরুনের পেত্রাতোস ৷

16:38 September 03

প্রতি-আক্রমণে উঠছে লাল-হলুদ

  • চাপ বাড়াতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গলও ৷ বারবার বাগানের ডি বক্সে ঢুকে পড়ছেন নাওরেম, নন্দকুমাররা ৷

16:18 September 03

চাপ বাড়ানোর চেষ্টায় বাগান

  • শুরু থেকেই আক্রমণের চেষ্টায় মোহনবাগান ৷

16:08 September 03

  • শুরু হয়ে গেল মহারণ ৷ জনজোয়ার যুবভারতীতে ৷

15:58 September 03

  • আর কয়েক মিনিটের অপেক্ষা ৷ তারপরেই শুরু হবে মেগাম্যাচ ৷

15:34 September 03

ইস্টবেঙ্গল প্রথম একাদশ: প্রভসুখন গিল (গোলকিপার), মহম্মদ রাকিব, লালচুংনুঙ্গা, জর্ডন এলসে, মান্দার রাও দেশাই, সাউল ক্রেসপো, হরমানজোৎ খাবরা, বোরহা হেরেরা, নাওরেম মহেশ সিং, নন্দকুমার সেকর, সিভেরিও তোরো

রিজার্ভ বেঞ্চ: কমলজিৎ সিং, আতুর উন্নিকৃষ্ণন, নিশু কুমার, গুরসিমরত গিল, এরউইন ভন্সপাল, মোবাশির রেহমান, গুরনাজ গ্রেওয়াল, ক্লেইটন সিলভা, ভিপি সুহের, অ্যান্তোনিও পার্দো

15:23 September 03

মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইথ (গোলকিপার), আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, শুভাশিস বোস (অধিনায়ক), আশিস রাই, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান, দিমি পেত্রাতোস, হুগো বুমোস, আর্মান্দো সাদিকু

রিজার্ভ বেঞ্চ: জেসন কামিংস, ব্রেন্ডন হামিল, গ্লেন মার্টিন্স, লিস্ট কোলাসো, কিয়ান নাসিরি, মানভির সিং, এঙ্গসন, সৈয়দ জাহিদ, রবি রানা, অভিষেক সূর্যবংশী

15:23 September 03

  • বিকেল 4টে থেকে শুরু মহারণ ৷ বেলা গড়াতেই ক্রমশ ভিড় বাড়তে শুরু করেছে সল্টলেক স্টেডিয়ামে ৷

15:21 September 03

  • সমালোচকরা বলেন, কর্পোরেটের বেড়াজালে আটকে গিয়েছে আবেগ ৷ খরস্রোতা হৃদয়ে পলি জমিয়েছে টাকার অঙ্ক ৷ সত্যিই কি তাই ? শুক্রের ময়দান বুঝিয়ে দিয়েছিল, আবেগ বিক্রি হয় না ৷ ডার্বির টিকিটের জন্য হাহাকার, লম্বা লাইন, মাউন্টেড পুলিশ ফিরিয়ে দিয়েছে সোনালী অতীত ৷

15:11 September 03

  • The #Mariners have been on a roll ever since the playoffs started, they would want to continue the same momentum & defeat their arch rivals to bag the title once again! pic.twitter.com/U0G35PBtmT

    — Durand Cup (@thedurandcup) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • চলতি ডুরান্ডের গ্রুপ পর্বে নন্দকুমারের গোলে ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে ৷ অপেক্ষাকৃত শক্তিশালী দল গড়েও চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারতে হয়েছে গঙ্গাপাড়ের ক্লাবকে ৷ টানা আট ডার্বি জেতার পর নৌকোডুবি ৷ ফলে ডুরান্ডের ফাইনাল বাগানের কাছে কার্যত বদলার ম্যাচ ৷ অন্যদিকে 19 বছর পর ফাইনালে উঠে জিততে বদ্ধপরিকর লাল-হলুদও ৷

15:06 September 03

  • ভারতের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট, ডুরান্ড কাপ ৷ তাতে সবচেয়ে সফল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দু’দলই ডুরান্ড জিতেছে 16 বার করে ৷ 28 বার ফাইনালে উঠেছে মোহনবাগান, 26 বার ইস্টবেঙ্গল ৷ পদ্মাপাড়ের ক্লাব শেষবার ফাইনাল খেলেছিল 2004 সালে ৷ মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে কাপ গিয়েছিল লাল-হলুদ তাঁবুতে ৷ মোহনবাগান শেষবার ডুরান্ড ফাইনাল খেলেছে 2019 সালে, গোকুলাম কেরালার কাছে 2-1 গোলে হেরেছিল বাগান ৷

19:46 September 03

19 বছর পরে ফের ডুরান্ড ফাইনালে ডার্বি ৷ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল ৷ অনিরুদ্ধ থাপা লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরেও দশ’জনের মোহনবাগান হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে ৷ 23 বছর পর ডুরান্ড গেল গঙ্গাপাড়ে ৷

  • দিমিত্রি পেত্রাতোসের গোলে 17তম ডুরান্ড কাপ ঢুকল বাগানের ট্রফি ক্যাবিনেটে ৷ 70 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সবুজ-মেরুনের অজি স্ট্রাইকার ৷ অন্যদিকে তীরে এসে তরী ডুবল ইস্টবেঙ্গলের ৷

19:45 September 03

  • 12 অগস্টের বদলা 3 সেপ্টেম্বর ৷ ইস্টবেঙ্গলকে একমাত্র গোলে হারিয়ে দু'দশকেরও বেশি সময় বাদে ডুরান্ড কাপ জিতল মোহনবাগান ৷

17:59 September 03

Durand Cup Final
23 বছর পর ডুরান্ড গেল গঙ্গাপাড়ে
  • ডুরান্ড কাপ গেল গঙ্গাপাড়ে ৷ 71 মিনিটে প্রতি-আক্রমণে মাঝমাঠ থেকে লম্বা দৌড় শুরু করেন কামিংস। বিপক্ষ রক্ষণের স্থবিরতার সুযোগ কাজে লাগিয়ে দুরন্ত প্লেসিংয়ে বল জালে পাঠান অজি স্ট্রাইকার। এরপর দশজনের বাগানকে আরও চেপে ধরেছিল লাল-হলুদ ৷ কিন্তু বাগানের রক্ষণের জালে আটকে গেলেন ক্লেইটন-সুহেররা ৷

17:51 September 03

পরিবর্তন বাগানের

  • 86 মিনিটে সাহালের পরিবর্তে নামলেন হ্যামিল ৷

17:44 September 03

তিনটি পরিবর্তন ইস্টবেঙ্গলের

  • পিছিয়ে পড়ে তিন-তিনটি পরিবর্তন আনলেন কার্লেস কুয়াদ্রাত ৷ খাবরা, নুঙ্গা, সিভেরিওর পরিবর্তে এলেন সুহের, এডউইন, নিশু ৷

17:36 September 03

গোওওওওল... ডুরান্ড ফাইনালে এগিয়ে গেল বাগান

  • 70 মিনিটে দিমিত্রি পেত্রাতোস এগিয়ে দিলেন মোহনবাগানকে ৷

17:26 September 03

লাল কার্ড দেখে মাঠের বাইরে অনিরুদ্ধ থাপা

  • সিভেরিও তোরোর মুখে লাথি মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন বাগানের নম্বর 7 অনিরুদ্ধ থাপা ৷ শেষ 30 মিনিট দশজনে খেলবে বাগান

17:23 September 03

পরিবর্তন বাগানেরও

  • 59 মিনিটে মনবীর সিং নামলেন আশিস রাইয়ের পরিবর্তে

17:21 September 03

মাঠে নামলেন ক্লেইটন সিলভা

  • 56 মিনিটে বোরহা হেরেরার পরিবর্তে মাঠে নামলেন ক্লেইটন সিলভা ৷ ম্যাচ এখনও গোলশূন্য

17:12 September 03

  • শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা ৷

16:56 September 03

প্রথমার্ধে গোলশূন্য বড় ম্যাচ

  • শেষদিকে একটি করে সহজ সুযোগ এসে গিয়েছিল দু'দলের কাছেই ৷ দূরপাল্লার শট জালে রাখতে পারেননি লাল-হলুদের নন্দকুমার কিংবা সবুজ-মেরুনের পেত্রাতোস ৷

16:38 September 03

প্রতি-আক্রমণে উঠছে লাল-হলুদ

  • চাপ বাড়াতে বদ্ধপরিকর ইস্টবেঙ্গলও ৷ বারবার বাগানের ডি বক্সে ঢুকে পড়ছেন নাওরেম, নন্দকুমাররা ৷

16:18 September 03

চাপ বাড়ানোর চেষ্টায় বাগান

  • শুরু থেকেই আক্রমণের চেষ্টায় মোহনবাগান ৷

16:08 September 03

  • শুরু হয়ে গেল মহারণ ৷ জনজোয়ার যুবভারতীতে ৷

15:58 September 03

  • আর কয়েক মিনিটের অপেক্ষা ৷ তারপরেই শুরু হবে মেগাম্যাচ ৷

15:34 September 03

ইস্টবেঙ্গল প্রথম একাদশ: প্রভসুখন গিল (গোলকিপার), মহম্মদ রাকিব, লালচুংনুঙ্গা, জর্ডন এলসে, মান্দার রাও দেশাই, সাউল ক্রেসপো, হরমানজোৎ খাবরা, বোরহা হেরেরা, নাওরেম মহেশ সিং, নন্দকুমার সেকর, সিভেরিও তোরো

রিজার্ভ বেঞ্চ: কমলজিৎ সিং, আতুর উন্নিকৃষ্ণন, নিশু কুমার, গুরসিমরত গিল, এরউইন ভন্সপাল, মোবাশির রেহমান, গুরনাজ গ্রেওয়াল, ক্লেইটন সিলভা, ভিপি সুহের, অ্যান্তোনিও পার্দো

15:23 September 03

মোহনবাগানের প্রথম একাদশ: বিশাল কাইথ (গোলকিপার), আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, শুভাশিস বোস (অধিনায়ক), আশিস রাই, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান, দিমি পেত্রাতোস, হুগো বুমোস, আর্মান্দো সাদিকু

রিজার্ভ বেঞ্চ: জেসন কামিংস, ব্রেন্ডন হামিল, গ্লেন মার্টিন্স, লিস্ট কোলাসো, কিয়ান নাসিরি, মানভির সিং, এঙ্গসন, সৈয়দ জাহিদ, রবি রানা, অভিষেক সূর্যবংশী

15:23 September 03

  • বিকেল 4টে থেকে শুরু মহারণ ৷ বেলা গড়াতেই ক্রমশ ভিড় বাড়তে শুরু করেছে সল্টলেক স্টেডিয়ামে ৷

15:21 September 03

  • সমালোচকরা বলেন, কর্পোরেটের বেড়াজালে আটকে গিয়েছে আবেগ ৷ খরস্রোতা হৃদয়ে পলি জমিয়েছে টাকার অঙ্ক ৷ সত্যিই কি তাই ? শুক্রের ময়দান বুঝিয়ে দিয়েছিল, আবেগ বিক্রি হয় না ৷ ডার্বির টিকিটের জন্য হাহাকার, লম্বা লাইন, মাউন্টেড পুলিশ ফিরিয়ে দিয়েছে সোনালী অতীত ৷

15:11 September 03

  • The #Mariners have been on a roll ever since the playoffs started, they would want to continue the same momentum & defeat their arch rivals to bag the title once again! pic.twitter.com/U0G35PBtmT

    — Durand Cup (@thedurandcup) September 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • চলতি ডুরান্ডের গ্রুপ পর্বে নন্দকুমারের গোলে ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছিল মোহনবাগানকে ৷ অপেক্ষাকৃত শক্তিশালী দল গড়েও চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারতে হয়েছে গঙ্গাপাড়ের ক্লাবকে ৷ টানা আট ডার্বি জেতার পর নৌকোডুবি ৷ ফলে ডুরান্ডের ফাইনাল বাগানের কাছে কার্যত বদলার ম্যাচ ৷ অন্যদিকে 19 বছর পর ফাইনালে উঠে জিততে বদ্ধপরিকর লাল-হলুদও ৷

15:06 September 03

  • ভারতের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট, ডুরান্ড কাপ ৷ তাতে সবচেয়ে সফল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দু’দলই ডুরান্ড জিতেছে 16 বার করে ৷ 28 বার ফাইনালে উঠেছে মোহনবাগান, 26 বার ইস্টবেঙ্গল ৷ পদ্মাপাড়ের ক্লাব শেষবার ফাইনাল খেলেছিল 2004 সালে ৷ মোহনবাগানকে 2-1 গোলে হারিয়ে কাপ গিয়েছিল লাল-হলুদ তাঁবুতে ৷ মোহনবাগান শেষবার ডুরান্ড ফাইনাল খেলেছে 2019 সালে, গোকুলাম কেরালার কাছে 2-1 গোলে হেরেছিল বাগান ৷
Last Updated : Sep 3, 2023, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.