ETV Bharat / sports

AFC Cup 2023-24: মঙ্গলবার বাগানের আবাহনী চ্যালেঞ্জ, পেত্রাতোস-কুরুনিয়ানকে নিয়ে ধোঁয়াশায় ফেরান্দো

author img

By

Published : Aug 21, 2023, 8:50 PM IST

আশিক কুরুনিয়ান কনজাংটিভাইটিসে আক্রান্ত হলেও সুস্থ হওয়ার পথে ৷ মাঠে তাঁকে দেখা গেলেও অনুশীলনে নামেননি ৷ দিমিত্রি পেত্রাতোসকে মাঠে দেখা যায়নি ৷ ব্যান্ডন হামিল আজকে অনুশীলনে নেমেছেন ৷ তাই তাঁদের মাঠে নামানোর বিষয়টি শেষ পর্যন্ত দেখে সিদ্ধান্ত নিতে চান।

Etv Bharat
Etv Bharat
পেত্রাতোস ও কুরুনিয়ানকে নিয়ে ধোঁয়াশায় ফেরান্দো

কলকাতা, 21 অগস্ট: দিমিত্রি পেত্রাতোস এবং আশিক কুরুনিয়ানকে নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন জুয়ান ফেরান্দো। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচে ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগে সোমবার লিস্টন কোলাসোকে নিয়ে সাংবাদিক সম্মেলনে আসেন সবুজ-মেরুন কোচ ৷

সবুজ মেরুন হেডস্যার বলেন, "সব ম্যাচই আমাদের কাছে ফাইনাল। এটা ঠিক এএফসি কাপের শেষ ম্যাচে আমাদের পারফরম্যান্স নিয়ে খুশি ছিলাম না। আমরা এখন প্রাক মরশুম প্রস্তুতির মধ্যে রয়েছি। কম সময়ের মধ্যে ম্যাচ খেলতে হচ্ছে। ডুরান্ড কাপ, কলকাতা লিগ, এএফসি কাপ খেলতে হচ্ছে। এএফসি কাপের পরে আমাদের ছয় থেকে সাতজন ফুটবলার জাতীয় শিবিরে চলে যাবে।" আশিক কুরুনিয়ান কনজাংটিভাইটিসে আক্রান্ত তবে সুস্থ হওয়ার পথে ৷ মাঠে তাঁকে দেখা গেলও অনুশীলনে নামেননি ৷ দিমিত্রি পেত্রাতোসকে মাঠে দেখা যায়নি ৷ ব্যান্ডন হামিল আজকে অনুশীলনে নেমেছেন ৷ তাই তাঁদের মাঠে নামানোর বিষয়টি শেষ পর্যন্ত দেখে সিদ্ধান্ত নিতে চান।

খাতায় কলমে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে। তারা নিঃসন্দেহে ফেভারিট। যদিও এই কথা মানতে রাজি নন জুয়ান্দো ফেরান্দো। তাঁর মতে, "ফেভারিট নয়। নব্বই মিনিটের পারফরম্যান্সের উপর সবকিছু নির্ভর করবে। আমাদের কাছে সব ম্যাচই ফাইনাল। সব ম্যাচই জিততে চাই আমরা।" একইসঙ্গে তিনি যোগ করেছেন, "প্রতিপক্ষ আবাহনীর শেষ ম্যাচ আমি দেখেছি। ওদের হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। সেটপিসে দক্ষ এবং দ্রুত আক্রমণ তুলে নিয়ে আসতে পারে। আমরা কঠিন ম্যাচ খেলতে নামছি।"

আরও পড়ুন: হাফ ডজন গোলেও শেষরক্ষা হল না মহামেডানের, ডুরান্ডের শেষ আটে বাগান

এএফসি কাপের প্রথম ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে হারিয়ে মেরিনার্সরা আত্মবিশ্বাসী। ভুল ত্রুটি শুধরে আরও বেশি নিখুঁত হওয়ার কথা বলছেন জুয়ান ফেরান্দো। অন্যদিকে, ঢাকা আবাহনীর কোচ মারিও ইমস বলছেন, মঙ্গলবার তাঁর দল মোহনবাগানকে থামাতে নিজেদের নিংড়ে দেবে। শেষ পর্যন্ত লড়াই করবে। গতবছর হারলেও তাদের ক্ষমতা রয়েছে মোহনবাগানকে থামানোর। ছয় জন বিদেশি ফুটবলারকে খেলানোর সুযোগ রয়েছে। ঢাকা আবাহনী নয়জন বিদেশি নিয়ে খেলতে এসেছে। প্রতিপক্ষের নয় বিদেশি নিয়ে খেলতে আসা প্রসঙ্গে জুয়ান ফেরান্দো বলেছেন, "সব দলই তাঁদের সেরা একাদশ নামাতে চায়। তা নিয়ে কিছু বলার নেই আমার। আমরা সব ম্যাচই জেতার লক্ষ্যেই নামব।"

পেত্রাতোস ও কুরুনিয়ানকে নিয়ে ধোঁয়াশায় ফেরান্দো

কলকাতা, 21 অগস্ট: দিমিত্রি পেত্রাতোস এবং আশিক কুরুনিয়ানকে নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন জুয়ান ফেরান্দো। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম্যাচে ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার আগে সোমবার লিস্টন কোলাসোকে নিয়ে সাংবাদিক সম্মেলনে আসেন সবুজ-মেরুন কোচ ৷

সবুজ মেরুন হেডস্যার বলেন, "সব ম্যাচই আমাদের কাছে ফাইনাল। এটা ঠিক এএফসি কাপের শেষ ম্যাচে আমাদের পারফরম্যান্স নিয়ে খুশি ছিলাম না। আমরা এখন প্রাক মরশুম প্রস্তুতির মধ্যে রয়েছি। কম সময়ের মধ্যে ম্যাচ খেলতে হচ্ছে। ডুরান্ড কাপ, কলকাতা লিগ, এএফসি কাপ খেলতে হচ্ছে। এএফসি কাপের পরে আমাদের ছয় থেকে সাতজন ফুটবলার জাতীয় শিবিরে চলে যাবে।" আশিক কুরুনিয়ান কনজাংটিভাইটিসে আক্রান্ত তবে সুস্থ হওয়ার পথে ৷ মাঠে তাঁকে দেখা গেলও অনুশীলনে নামেননি ৷ দিমিত্রি পেত্রাতোসকে মাঠে দেখা যায়নি ৷ ব্যান্ডন হামিল আজকে অনুশীলনে নেমেছেন ৷ তাই তাঁদের মাঠে নামানোর বিষয়টি শেষ পর্যন্ত দেখে সিদ্ধান্ত নিতে চান।

খাতায় কলমে মোহনবাগান সুপার জায়ান্ট এগিয়ে। তারা নিঃসন্দেহে ফেভারিট। যদিও এই কথা মানতে রাজি নন জুয়ান্দো ফেরান্দো। তাঁর মতে, "ফেভারিট নয়। নব্বই মিনিটের পারফরম্যান্সের উপর সবকিছু নির্ভর করবে। আমাদের কাছে সব ম্যাচই ফাইনাল। সব ম্যাচই জিততে চাই আমরা।" একইসঙ্গে তিনি যোগ করেছেন, "প্রতিপক্ষ আবাহনীর শেষ ম্যাচ আমি দেখেছি। ওদের হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। সেটপিসে দক্ষ এবং দ্রুত আক্রমণ তুলে নিয়ে আসতে পারে। আমরা কঠিন ম্যাচ খেলতে নামছি।"

আরও পড়ুন: হাফ ডজন গোলেও শেষরক্ষা হল না মহামেডানের, ডুরান্ডের শেষ আটে বাগান

এএফসি কাপের প্রথম ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে হারিয়ে মেরিনার্সরা আত্মবিশ্বাসী। ভুল ত্রুটি শুধরে আরও বেশি নিখুঁত হওয়ার কথা বলছেন জুয়ান ফেরান্দো। অন্যদিকে, ঢাকা আবাহনীর কোচ মারিও ইমস বলছেন, মঙ্গলবার তাঁর দল মোহনবাগানকে থামাতে নিজেদের নিংড়ে দেবে। শেষ পর্যন্ত লড়াই করবে। গতবছর হারলেও তাদের ক্ষমতা রয়েছে মোহনবাগানকে থামানোর। ছয় জন বিদেশি ফুটবলারকে খেলানোর সুযোগ রয়েছে। ঢাকা আবাহনী নয়জন বিদেশি নিয়ে খেলতে এসেছে। প্রতিপক্ষের নয় বিদেশি নিয়ে খেলতে আসা প্রসঙ্গে জুয়ান ফেরান্দো বলেছেন, "সব দলই তাঁদের সেরা একাদশ নামাতে চায়। তা নিয়ে কিছু বলার নেই আমার। আমরা সব ম্যাচই জেতার লক্ষ্যেই নামব।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.