ETV Bharat / sports

শহরে হাবাস, ডার্বিতেই কি কোচের হটসিটে বসছেন ? জল্পনা বাগান শিবিরে - Mohun Bagan Super giant

Mohun Bagan Super Giant: শহরে পৌঁছেছেন মোহনবাগান সুপার জায়ান্টের নয়া কোচ ৷ মঙ্গলবার ভুবনেশ্বরে গিয়ে দলের সঙ্গে দেখা করবেন ৷

Etv Bharat
মোহনবাগান সুপার জায়ান্টের নয়া কোচ আন্তেনিও লোপেজ হাবাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 10:43 PM IST

Updated : Jan 16, 2024, 9:38 AM IST

কলকাতা, 15 জানুয়ারি: কলকাতায় এলেন মোহনবাগান সুপারজায়ান্টের নতুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস । মঙ্গলবার যাচ্ছেন ভুবনেশ্বরে । সেখানেই দলের ফুটবলারদের সঙ্গে মিলিত হবেন । এই মুহূর্তে ক্লিফোর্ড মিরান্ডার প্রশিক্ষণে সবুজ মেরুন ব্রিগেড ভুবনেশ্বরে সুপার কাপ খেলতে ব্যস্ত। পর পর দুটো ম্যাচ জিতে এবার হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসদের সামনে ইস্টবেঙ্গল এফসি । ফলে ডার্বির প্রস্তুতি শুরু । তার 96 ঘণ্টা আগে সবুজ মেরুন শিবিরে যোগ দেবেন নয়া কোচ হাবাস ।

নতুন বছরের প্রথম সপ্তাহে জুয়ান ফেরান্দোকে বরখাস্ত করে সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট । তাঁর জায়গায় ফুটবল ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয় হাবাসকে । যদিও হাবাসের সঙ্গে সুপারজায়ান্ট ম্যানেজমেন্টের সম্পর্ক পুরনো । এটিকে মোহনবাগানের কোচ হিসেবে হাবাস কাজ করেছিলেন । তাঁকে সরিয়েই ফেরান্দোকে নিয়ে আসা হয়েছিল। যদিও মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিলেও হাবাস সুপার কাপে কোচের চেয়ারে বসবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ।

ভিসা সমস্যায় 10 দিন পর কলকাতায় এলেও দায়িত্ব পাওয়ার পর থেকেই ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে আলোচনা করেছেন । কোন পথে ট্রেনিং চলবে তার নির্দেশও দিয়েছেন । এবার সুপার কাপের মাঝ পর্বে যোগ দিলেও ডাগ আউটে বসেন কি না সেটাই দেখার । কলকাতায় পা দিয়েই হাবাস জানিয়েছেন তিনি বরাবরই কলকাতাকে দ্বিতীয় বাড়ি হিসেবে মনে করেন । এই শহরের ফুটবল ঘিরে আবেগ তাঁর ভালো লাগে । মোহনবাগান সুপারজায়ান্ট সমর্থকদের প্রত্যাশা পূরণে তিনি চেষ্টা করবেন। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে যোগাযোগ থাকার কথা জানিয়েছেন। এবার কাজটা হাতে কলমে মাঠে নেমে করতে হবে ।

সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে ফোনে নিয়মিত কথা বলেন । সবাই মিলে সেরাটা মেলে ধরার চ্যালেঞ্জ নেওয়ার কথা বলেছেন হাবাস ।আইএসএলে টানা তিন ম্যাচে হার। চোট আঘাতে জর্জরিত দল। শুধু তাই নয়, সাত ফুটবলারও জাতীয় শিবিরে । এই অবস্থায় 6 বিদেশি এবং ভারতীয় ফুটবলারদের নিয়ে সুপার কাপ অভিযানে মোহনবাগান সুপারজায়ান্ট । প্রথম দুটো ম্যাচে শ্রীনিধি ডেকান এবং হায়দরাবাদ এফসিকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে সবুজ মেরুন । দলের কঠিন সময়ে টেনে তোলার কাজটি ডাগ আউটে বসে করেছেন মিরান্ডা । এবার সেই সাফল্যের ব্যাটন হাবাসের হাতে উঠবে । দেখার তাঁর উপস্থিতিতে বাগানে শ্রী ফেরে কি না ।

আরও পড়ুন :

  1. শ্রীনিধিকে হারিয়ে গ্রুপ শীর্ষে, বড় ম্যাচ ড্র করলেই সুপার কাপের সেমিতে লাল-হলুদ
  2. পিছিয়ে পড়েও জয়, সুপার কাপের সেমিফাইনালের পথে মোহনবাগান
  3. সেমির দৌড়ে লাল-হলুদের সামনে শ্রীনিধি, রক্ষণের ত্রুটি সারিয়ে জয়ের খোঁজে কুয়াদ্রাত

কলকাতা, 15 জানুয়ারি: কলকাতায় এলেন মোহনবাগান সুপারজায়ান্টের নতুন কোচ আন্তেনিও লোপেজ হাবাস । মঙ্গলবার যাচ্ছেন ভুবনেশ্বরে । সেখানেই দলের ফুটবলারদের সঙ্গে মিলিত হবেন । এই মুহূর্তে ক্লিফোর্ড মিরান্ডার প্রশিক্ষণে সবুজ মেরুন ব্রিগেড ভুবনেশ্বরে সুপার কাপ খেলতে ব্যস্ত। পর পর দুটো ম্যাচ জিতে এবার হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসদের সামনে ইস্টবেঙ্গল এফসি । ফলে ডার্বির প্রস্তুতি শুরু । তার 96 ঘণ্টা আগে সবুজ মেরুন শিবিরে যোগ দেবেন নয়া কোচ হাবাস ।

নতুন বছরের প্রথম সপ্তাহে জুয়ান ফেরান্দোকে বরখাস্ত করে সুপারজায়ান্ট ম্যানেজমেন্ট । তাঁর জায়গায় ফুটবল ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয় হাবাসকে । যদিও হাবাসের সঙ্গে সুপারজায়ান্ট ম্যানেজমেন্টের সম্পর্ক পুরনো । এটিকে মোহনবাগানের কোচ হিসেবে হাবাস কাজ করেছিলেন । তাঁকে সরিয়েই ফেরান্দোকে নিয়ে আসা হয়েছিল। যদিও মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিলেও হাবাস সুপার কাপে কোচের চেয়ারে বসবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে ।

ভিসা সমস্যায় 10 দিন পর কলকাতায় এলেও দায়িত্ব পাওয়ার পর থেকেই ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে আলোচনা করেছেন । কোন পথে ট্রেনিং চলবে তার নির্দেশও দিয়েছেন । এবার সুপার কাপের মাঝ পর্বে যোগ দিলেও ডাগ আউটে বসেন কি না সেটাই দেখার । কলকাতায় পা দিয়েই হাবাস জানিয়েছেন তিনি বরাবরই কলকাতাকে দ্বিতীয় বাড়ি হিসেবে মনে করেন । এই শহরের ফুটবল ঘিরে আবেগ তাঁর ভালো লাগে । মোহনবাগান সুপারজায়ান্ট সমর্থকদের প্রত্যাশা পূরণে তিনি চেষ্টা করবেন। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে যোগাযোগ থাকার কথা জানিয়েছেন। এবার কাজটা হাতে কলমে মাঠে নেমে করতে হবে ।

সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডার সঙ্গে ফোনে নিয়মিত কথা বলেন । সবাই মিলে সেরাটা মেলে ধরার চ্যালেঞ্জ নেওয়ার কথা বলেছেন হাবাস ।আইএসএলে টানা তিন ম্যাচে হার। চোট আঘাতে জর্জরিত দল। শুধু তাই নয়, সাত ফুটবলারও জাতীয় শিবিরে । এই অবস্থায় 6 বিদেশি এবং ভারতীয় ফুটবলারদের নিয়ে সুপার কাপ অভিযানে মোহনবাগান সুপারজায়ান্ট । প্রথম দুটো ম্যাচে শ্রীনিধি ডেকান এবং হায়দরাবাদ এফসিকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে সবুজ মেরুন । দলের কঠিন সময়ে টেনে তোলার কাজটি ডাগ আউটে বসে করেছেন মিরান্ডা । এবার সেই সাফল্যের ব্যাটন হাবাসের হাতে উঠবে । দেখার তাঁর উপস্থিতিতে বাগানে শ্রী ফেরে কি না ।

আরও পড়ুন :

  1. শ্রীনিধিকে হারিয়ে গ্রুপ শীর্ষে, বড় ম্যাচ ড্র করলেই সুপার কাপের সেমিতে লাল-হলুদ
  2. পিছিয়ে পড়েও জয়, সুপার কাপের সেমিফাইনালের পথে মোহনবাগান
  3. সেমির দৌড়ে লাল-হলুদের সামনে শ্রীনিধি, রক্ষণের ত্রুটি সারিয়ে জয়ের খোঁজে কুয়াদ্রাত
Last Updated : Jan 16, 2024, 9:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.