কলকাতা, 29 জুলাই: সামনে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগ এএফসি কাপের খেলা । তারপরই আইএসএল । গত মরশুমের মত এবারও যাতে খালি হাতে ফিরতে না হয় সেদিকে সদাসতর্ক এটিকে মোহনবাগান (ATKMB Practice) । বৃহস্পতিবার সকালেই কলকাতা এসে পৌঁছে গিয়েছিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো । আর বুধবার গভীর রাতে এসে পৌঁছেছিলেন হুগো বুমোস । বৃহস্পতিবার বিকেলের দিকে মোহনবাগান মাঠে চলে আসেন দু'জনেই । আর শুক্রবার মোহনবাগান দিবসের দিনে অনুশীলনে নেমে পড়েছেন এটিকে মোহনবাগান ফুটবলাররা । অনুশীলনে দেখা গিয়েছে প্রীতম কোটাল, প্রণয় হালদার, লিস্টন কোলাসোদের ।
তবে প্রথম দিনের অনুশীলন তাই শুক্রবার পুরোদমে অনুশীলন শুরু করেনি সবুজ-মেরুন । হালকা গা ঘামিয়ে জিম করতে চলে যান প্রীতমরা । শনিবার বিকেল থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দেবে এটিকে মোহনবাগান । ডুরান্ড কাপ দিয়েই মরশুম শুরু করার কথা এটিকে মোহনবাগানের । এরপর তারা এএফসি কাপে অংশ নেবে । সঙ্গে রয়েছে কলকাতা লিগও । তবে এবারের ডুরান্ড কাপ যে স্পেশাল তা শহরে পা দিয়ে জানিয়েছেন জুয়ান । তিনি বলেন, "গত মরশুমে ডুরান্ড খেলেছি এফসি গোয়ার হয়ে । প্রচুর মানুষ খেলা দেখতে আসেন । এই টুর্নামেন্টের দারুণ ঐতিহ্য রয়েছে । সমস্ত ম্যাচই খুব গুরুত্বপূর্ণ ।"
আরও পড়ুন: দু'বছর পর সেজে উঠেছে ক্লাব তাঁবু, আলোর মালায় চলছে মোহনবাগান দিবসের প্রস্তুতি
এদিকে ডুরান্ড কাপের সূচি নিয়ে সমস্যা তৈরি হয়েছে । 16 অগস্ট ক্রীড়াপ্রেমী দিবসের দিনে ডার্বি দিয়েই মরশুম শুরু হওয়ার কথা থাকলেও ডার্বি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে ইমামি ইস্টবেঙ্গল । মূলত চুক্তি দেরিতে হওয়ায় দল গঠনের প্রক্রিয়া এখনও সেভাবে শুরুই করতে পারেনি লাল-হলুদ । এর মধ্যে ডার্বি হলে লজ্জার মুখে পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে । সেই কারণেই এই ডার্বি পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ফুটবলাররা । তবে এই আবেদনে ডুরান্ডের আয়োজকরা সাড়া দেবেন কী-না তা এখনই বলা যাচ্ছে না ।
তবে এই নিয়ে বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে । পড়শি ক্লাবের উদ্দেশ্যে কটাক্ষ শোনা যাচ্ছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের গলায় । তিনি বলেন, "আসলে ওরা ভয় পেয়েছে ।" ব্যাকফুটে থাকলেও দমতে রাজি নন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও । তিনি বলেন, "সঠিক সময় আমরা এর উত্তর দেব ।" 90 মিনিটের লড়াইয়ে ফলাফল কী হবে তা সময় বলবে । তবে মরশুম শুরুর আগেই যে কথার লড়াই শুরু হয়ে গেল দুই প্রধানের তা বলাই যায় । একই সঙ্গে ময়দান যে ফের তার পুরনো মেজাজে ফিরতে শুরু করছে তার ইঙ্গিত সবুজ মেরুনের অনুশীলনে ।