ETV Bharat / sports

Mohun Bagan Super Giant: সাত দিন পরে ডুরান্ড ট্রফি এল বাগানে, স্পেনে সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী বাগান সচিব - Debashis Dutta

মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরে সঙ্গী হচ্ছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ৷ তবে ইস্টবেঙ্গলের তরফে কে এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গী হবেন তা নিয়ে উঠেছে জল্পনা ৷

Etv Bharat
মোহনবাগান
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 10:45 PM IST

মোহনবাগান সচিব দেবাশিস দত্তর বক্তব্য

কলকাতা, 10 সেপ্টেম্বর: বিরক্তিকর ফুটবল সত্ত্বেও শেষে জয় এসেছে । সবুজ-মেরুন সমর্থকরা ম্যাচ বিশ্লেষণ করছেন তাঁদের মতো করে । এই সময় ট্রফির আলো লাগল মোহনবাগান মাঠে । সাতদিন আগে অর্থাৎ, গত 3 সেপ্টেম্বর রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট । সেই জয়কে মাথায় রেখে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন হয়েছিল দিনদু'য়েক আগে। আর এদিন ট্রফি এল বাগানে ।

সমর্থকদের দেখানোর জন্য ট্রফি হাতে মাঠ প্রদক্ষিণ করলেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। কোচ জুয়ান ফেরান্দো ভিআইপি বক্সে বসে খেলা দেখলেন। দেখলেন ট্রফি নিয়ে জুনিয়র ফুটবলারদের প্রদক্ষিণ করতে কিন্তু তাতে অংশ নিলেন না। পরে মোহনবাগান তাঁবুর সামনের লনে ডুরান্ড কাপটি রাখা হয়েছিল সমর্থকদের দেখার জন্য ৷ শুধু ডুরান্ড কাপ নয়, রাজ্য অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নের ট্রফি এবং ক্রিকেটে পিসেন ট্রফিও একসঙ্গে মঞ্চে রাখা হয়েছিল ।

এই বিষয়ে সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, চলতি মরশুমে তারা যেহেতু ফুটবল ক্রিকেট এবং অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন তাই সব ট্রফি প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে । এদিকে মোহনবাগান ক্লাব জানিয়েছে তারা মুখ্যমন্ত্রীর শিল্প আনার লক্ষ্যে স্পেন সফরে সঙ্গী হচ্ছে । ক্লাবের তরফে সচিব দেবাশিস দত্ত প্রতিনিধি দলে যাচ্ছেন। মহামেডান ক্লাবের সচিব ইস্তেয়াক আহমেদ রাজুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হচ্ছেন। দেবাশিস দত্ত জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের কোনও প্রতিনিধির নাম তিনি তালিকায় দেখেননি । পড়শি ক্লাব এই ব্যাপারে কী করবে সে ব্যাপারে মাথা ঘামাতে রাজি নন তিনি । সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই সফরে রয়েছেন। এই বিষয়ে দেবাশিস দত্তের বক্তব্য, "এতদিন সফর বলতে বুদ্ধিজীবীদের নিয়ে যাওয়া হত । এবার ক্রীড়াজগতকেও সঙ্গী করা হচ্ছে । এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয়।"

মুখ্যমন্ত্রীর স্পেন সফরে কি সত্যিই ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি নেই ? আমন্ত্রণ সত্ত্বেও ইস্টবেঙ্গল কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করল ? ময়দানে এই জল্পনা ডানা মেলছে । কিন্তু কোনও প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর স্পেন সফরে পাঠানোর ব্যাপারে জটিলতায় পড়েছে ইস্টবেঙ্গল। সচিব কল্যাণ মজুমদার অসুস্থ। নিয়মিত ক্লাবেও আসতে পারেন না। সহ-সচিব রূপক সাহার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজ রয়েছে । ফলে তিনিও যেতে পারবেন না। প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত ব্যস্ত তাঁর চিকিৎসার কাজে । ফলে তিনিও অনিশ্চিত । ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়েরও পেশাগত ব্যস্ততা রয়েছে। ফলে অনিশ্চয়তার তালিকায় রয়েছেন তিনিও । শীর্ষকর্তা দেবব্রত সরকারের দেশ ছাড়ার উপর আইনি জটিলতা রয়েছে । আরেক কর্তা রাজা গুহর ব্যবসাগত জরুরি কাজ রয়েছে । ফলে কে স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হবেন, তা নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল । তবে অবস্থা সামাল দিতে ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত এবং ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়ের মধ্যে কোনও একজনকে পাঠানোর চেষ্টা চলছে বলে খবর ।

আরও পড়ুন : একাধিক সুযোগ নষ্ট করে পিয়ারলেসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় মোহনবাগানের

মোহনবাগান সচিব দেবাশিস দত্তর বক্তব্য

কলকাতা, 10 সেপ্টেম্বর: বিরক্তিকর ফুটবল সত্ত্বেও শেষে জয় এসেছে । সবুজ-মেরুন সমর্থকরা ম্যাচ বিশ্লেষণ করছেন তাঁদের মতো করে । এই সময় ট্রফির আলো লাগল মোহনবাগান মাঠে । সাতদিন আগে অর্থাৎ, গত 3 সেপ্টেম্বর রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট । সেই জয়কে মাথায় রেখে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন হয়েছিল দিনদু'য়েক আগে। আর এদিন ট্রফি এল বাগানে ।

সমর্থকদের দেখানোর জন্য ট্রফি হাতে মাঠ প্রদক্ষিণ করলেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। কোচ জুয়ান ফেরান্দো ভিআইপি বক্সে বসে খেলা দেখলেন। দেখলেন ট্রফি নিয়ে জুনিয়র ফুটবলারদের প্রদক্ষিণ করতে কিন্তু তাতে অংশ নিলেন না। পরে মোহনবাগান তাঁবুর সামনের লনে ডুরান্ড কাপটি রাখা হয়েছিল সমর্থকদের দেখার জন্য ৷ শুধু ডুরান্ড কাপ নয়, রাজ্য অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নের ট্রফি এবং ক্রিকেটে পিসেন ট্রফিও একসঙ্গে মঞ্চে রাখা হয়েছিল ।

এই বিষয়ে সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, চলতি মরশুমে তারা যেহেতু ফুটবল ক্রিকেট এবং অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন তাই সব ট্রফি প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে । এদিকে মোহনবাগান ক্লাব জানিয়েছে তারা মুখ্যমন্ত্রীর শিল্প আনার লক্ষ্যে স্পেন সফরে সঙ্গী হচ্ছে । ক্লাবের তরফে সচিব দেবাশিস দত্ত প্রতিনিধি দলে যাচ্ছেন। মহামেডান ক্লাবের সচিব ইস্তেয়াক আহমেদ রাজুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হচ্ছেন। দেবাশিস দত্ত জানিয়েছেন, ইস্টবেঙ্গল ক্লাবের কোনও প্রতিনিধির নাম তিনি তালিকায় দেখেননি । পড়শি ক্লাব এই ব্যাপারে কী করবে সে ব্যাপারে মাথা ঘামাতে রাজি নন তিনি । সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই সফরে রয়েছেন। এই বিষয়ে দেবাশিস দত্তের বক্তব্য, "এতদিন সফর বলতে বুদ্ধিজীবীদের নিয়ে যাওয়া হত । এবার ক্রীড়াজগতকেও সঙ্গী করা হচ্ছে । এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয়।"

মুখ্যমন্ত্রীর স্পেন সফরে কি সত্যিই ইস্টবেঙ্গলের কোনও প্রতিনিধি নেই ? আমন্ত্রণ সত্ত্বেও ইস্টবেঙ্গল কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করল ? ময়দানে এই জল্পনা ডানা মেলছে । কিন্তু কোনও প্রতিনিধিকে মুখ্যমন্ত্রীর স্পেন সফরে পাঠানোর ব্যাপারে জটিলতায় পড়েছে ইস্টবেঙ্গল। সচিব কল্যাণ মজুমদার অসুস্থ। নিয়মিত ক্লাবেও আসতে পারেন না। সহ-সচিব রূপক সাহার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজ রয়েছে । ফলে তিনিও যেতে পারবেন না। প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত ব্যস্ত তাঁর চিকিৎসার কাজে । ফলে তিনিও অনিশ্চিত । ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়েরও পেশাগত ব্যস্ততা রয়েছে। ফলে অনিশ্চয়তার তালিকায় রয়েছেন তিনিও । শীর্ষকর্তা দেবব্রত সরকারের দেশ ছাড়ার উপর আইনি জটিলতা রয়েছে । আরেক কর্তা রাজা গুহর ব্যবসাগত জরুরি কাজ রয়েছে । ফলে কে স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হবেন, তা নিয়ে সমস্যায় ইস্টবেঙ্গল । তবে অবস্থা সামাল দিতে ক্লাব প্রেসিডেন্ট প্রণব দাশগুপ্ত এবং ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়ের মধ্যে কোনও একজনকে পাঠানোর চেষ্টা চলছে বলে খবর ।

আরও পড়ুন : একাধিক সুযোগ নষ্ট করে পিয়ারলেসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় মোহনবাগানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.